আজ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সংবাদ NFP প্রকাশিত হতে যাচ্ছে যার মূল তিন স্তম্ব Non-Farm Employment Change, Average Hourly Earnings এবং Unemployment Rate এর পরিসংখ্যান ফলাফল প্রকাশিত হবে।
Source: Forex Factory
আজ Non-Farm Employment Change ২২৩ হাজার থেকে ১৯৫ হাজারে নিম্নগামী হওয়ার আশঙ্খা করা যাচ্ছে, Average Hourly Earnings ০.৩% এ অপরিবর্তিত থাকতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে এবং Unemployment Rate ৫.৮% এ অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা মূল সংবাদ এবং এর আশঙ্খার প্রেক্ষিতে তেমন কোন বিশ্লেষণ করা আপাতত সম্ভব নয় তবে সম্প্রতি ঘটে যাওয়া কিছু পরিসংখানের ভিত্তিতে এবারের অর্থনীতির ফলাফল ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে।
মার্কিন ব্যাবসায়িগত সম্প্রতি জুন মাসে অনেক কর্মচারী নিয়োগ দিয়েছেন যা আগামি ৪ মাসের অর্থনীতির সংখ্যাকে শক্তিশালী করে তোলার আশঙ্খা রয়েছে যার ফলে আগামিতে ফেডেরাল রিসার্ভেরও সুদের হার বাড়ানোর পথ সহজ করবে বলে আশা করা যাচ্ছে। যদিওবা এই অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে প্রতি মাসে প্রায় ১ লাখ কর্মসংস্থান তৈরি হওয়ার দরকার, তবে তা কতটুকু পর্যন্ত আগামিতে রাখা যাচ্ছে তা এখন দেখার বিষয়। আজই বিশস্থ ব্রোকারের সাথে NFP ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
জুন মাসে ১২-১৩ তারিখে হওয়া ফেডেরাল রিসার্ভের মিটিং এ লেবার মার্কেটের ভালোভাবে মুলায়ন করার ব্যাপারে জোর দিয়েছে এবং এই বছরে ২ বার সুদের হার বৃদ্ধি হলেও অর্থনীতিকে চাঙ্গা রাখতে এই বছর আরো ২ বার সুদের হার বৃদ্ধি করার মত প্রকাশ করেছেন তবে তা চাকুরীর হার বৃদ্ধির উপরে অনেকটুকু নির্ভরশীল বলেও অনুমান করা যাচ্ছে।
মুখ্য অর্থনীতিবিদ জোয়েল নেরোফের বলেন “ব্যাবসায়ী প্রতিষ্ঠানগুলো যোগ্য প্রার্থীর জন্যে উঠে পড়ে লেগে থাকলেও তেমন সাড়া পাচ্ছেন না যার ফলে এবারের চাকুরীজীবীর হার কিছুটা কম আশা করা হচ্ছে।”
গত এপ্রিল মাসে ৬.৭ মিলিয়ন চাকুরি অপূর্ণ ছিল এবং এই শূন্যতা পুরন করতে ব্যাবসায়ীরা বেতন বাড়িয়ে চাকুরীর দিকে আকর্ষিত করার চেষ্টা করেছে যার ফলে এইবারের Average Hourly Earning এর মূল সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে যদিওবা ০.৩% এ অপরিবর্তিত থাকার আশঙ্খা করা যাচ্ছে। যদি Average Hourly Earnings বৃদ্ধি হয় তবে বার্ষিকভাবে তা ২.৯% পর্যন্ত যেতে পারে বলে আশঙ্খা করা হচ্ছে ঠিক যেমনটি হয়েছিল ২০০৯ সালের জুন মাসে ২.৭% ফলাফল নিয়ে।
অন্যদিকে ফেডেরাল রিসার্ভ মুদ্রাস্ফীতি ২% এ গত মে মাসে নিয়ে যেতে সক্ষম হয় এবং তা এই উচ্চস্থানে অপরিবর্তিত রাখতে যা যা করা প্রয়োজন সেসব পদক্ষেপ তারা গ্রহন করবেন বলেও জানা গেছে। যদি Employment পরিসংখ্যান ইতিবাচক হয় তবে আগামিতে অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যাবে।
প্রায় প্রতিটি ক্ষেত্রে যেমন উৎপাদন, নির্মাণ এবং সরকারিভাবেও চাকুরীর হার বাড়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে যা অর্থনীতির এই গতি ধরে রাখতে সক্ষম হবে আশা করা যাচ্ছে।
এমতাবস্থায় মার্কিন ডলারে কিছুটা চাঞ্চল্যকর অবস্থা দেখা গেলেও যদি পরিসংখ্যান ইতিবাচক হয় তবে আগামিতে ডলার আবারো শক্তিশালী অবস্থানে যেতে পারে বলে আশা করা যাচ্ছে যদিওবা ট্রেড যুদ্ধের কিছুটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে।
আজই সীমাহীন লেভারেজ নিয়ে NFP ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}