ফরেক্স মার্কেটের মূল্য কেন এবং কিভাবে পরিবর্তন হয় তা জানার অন্যতম প্রধান উপায় হচ্ছে চার্ট প্যাটার্ন সনাক্ত করা এবং তা বুঝার চেষ্টা করা। একজন ট্রেডার যদি এটি করতে পারেন তাহলে তিনি যেকোনো ট্রেডিং টুলস এর মাধ্যমে ট্রেড করে সফল হতে পারবেন। সেরা ট্রেডিং টুলস এবং প্লাটফর্মে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
প্রযুক্তিগত দিক থেকে যদিও কাজটি সহজ, তাও সংখ্যাগরিষ্ঠ ফরেক্স ট্রেডার এর মাধ্যমে মুনাফা অর্জন করতে ব্যর্থ হয়। এর প্রধান কারণ আমরা সবাই মানুষ এবং মানব প্রকৃতির কারণে আমরা প্রয়োজনের তুলনায় পরিস্থিতি অনেক বেশি জটিল করে ফেলি। এছাড়াও ফরেক্স ট্রেডিং এ ধৈর্য এবং শৃঙ্খলা থাকা চাই, যা অনেক ট্রেডার রাখতে পারে না। আজ আমরা আলোচনা করবো ট্রেডারদের সাধারণ কিছু ট্রেডিং ভুল সম্পর্কে যা আমাদের মুনাফা হ্রাস করে।
মুখ্য লেভেল যথাযথ অংকন না করাঃ অধিকাংশ ট্রেডার ট্রেডিং এ সাপোর্ট-রেসিসটেন্স সঠিকভাবে অংকন করতে পারে না। মাঝে মাঝে দেখা যায় সাপোর্ট-রেসিসটেন্স লেভেল জোর করে মেলানোর জন্য অনেক ট্রেডার ক্যান্ডেল এর ছায়া কেটে লাইন আকে। এর ফলে তিনি মার্কেটকে ভালভাবে বিশ্লেষণ করছেন না এবং সফলভাবে প্যাটার্ন ট্রেডিং করতে নিজেকে প্রতিরোধ করছেন। যার জন্য তিনি ভাল সিদ্ধান্তও নিতে পারবেন না। মুখ্য লেভেল সঠিকভাবে অংকন করতে না পারলে আপনি ব্রেক-আউট সনাক্ত করতে পারবেন না, এমনকি সঠিক এন্ট্রি নিতেও আপনার সমস্যা হবে। মুখ্য লেভেলগুলো আঁকার সময় আমাদের মনে রাখতে হবে ক্যান্ডেলের হাই/লো (High-Low) এর শেষ প্রান্ত যাতে কোনভাবে কাটা না যায়, সেটি ক্যান্ডেলের মূল শরীর হোক অথবা ছায়া।
ট্রেডিং প্যাটার্ন সম্পূর্ণ হওয়ার অপেক্ষা না করাঃ প্রাইস অ্যাকশন প্যাটার্ন এর মাধ্যমে ট্রেড করা একটি কার্যকরী ট্রেডিং পদ্ধতি। কিন্তু আপনি যদি সঠিকভাবে ট্রেডিং প্যাটার্ন নিয়ে ট্রেড না করেন তাহলে এটি হিতে বিপরীত হতে পারে। একটি ট্রেডিং প্যাটার্ন সঠিকভাবে গঠন হওয়ার আগেই যদি আপনি ট্রেড নিয়ে ফেলেন, তবে সেই ট্রেডের সফল হওয়ার সম্ভাবনা কম। অনেক টেকনিক্যাল ট্রেডার এই ভুলটি করে থাকেন। তারা মানসিকভাবে ট্রেডিং প্যাটার্ন খুঁজে সবসময়। এজন্য মার্কেটে কোনো ধরণের ট্রেড প্যাটার্নের আভাস পেলেই তারা তাড়াতাড়ি এন্ট্রি নিতে চাই। পরবর্তীতে যদি মার্কেট বিপরীত দিকে অগ্রসর হয় তবে এতে টেকনিক্যাল বিশ্লেষণের ভুল নেই, ভুল ট্রেডারের। তাই যারা ট্রেড প্যাটার্নের মাধ্যমে ট্রেড করেন তাদের উচিত প্যাটার্ন যাতে ভালভাবে গঠন হয় সেই পর্যন্ত অপেক্ষা করা। এটি তার সম্ভাব্য ট্রেড সেট আপকে দৃঢ়তা প্রদান করবে এবং একজন ট্রেডারের ধৈর্য এবং শৃঙ্খলা বিকাশেও সহায়তা করবে।
লোয়ার টাইম ফ্রেমে ট্রেডিং করাঃ বেশিরভাগ ট্রেডার চান প্রতিদিন ফরেক্স মার্কেটে সক্রিয় থাকতে। তারা বিশ্বাস করেন ট্রেডার মানেই হলো যে সবসময় ট্রেডিং করেন। সত্যি বলতে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সারাদিন অনলাইনে বসে থাকেন না ট্রেড করার জন্য। তারা জানেন ভুল কিছু করার চেয়ে অপেক্ষা করায় শ্রেয়। অন্যভাবে বলতে গেলে তারা কখন এবং কিভাবে বিনিয়োগ করবেন এই বেপারে অনেক বেশি খুঁতখুঁতে। কিন্তু সাধারণ ট্রেডাররা অধিক লাভ করার লোভে অধিক ট্রেড করতে চান এবং লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন। লোয়ার টাইম ফ্রেমে ভাল ট্রেডিং সিগন্যাল পাওয়া যায় না। নতুন সেশন শুরু হলে মার্কেটে অনেক বিচিত্র ব্যবহার করে যেটা হাই টাইম ফ্রেমে পরিশোধিত হয়ে যায়। কিন্তু লোয়ার টাইম ফ্রেমে তা হয় না। এজন্য ৫ মিনিট অথবা ১৫ মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করলে ভাল কনফার্মেশন ছাড়া ট্রেড করতে হয়, যার ফলাফল অনিশ্চিত। তাই যারা দীর্ঘমেয়াদীভিত্তিতে ফরেক্স ট্রেডিং করতে চান, তাদের উচিত সর্বনিম্ন ৪ ঘণ্টার টাইম ফ্রেম অথবা তারও বেশি ব্যবহার করা যেখানে ট্রেড প্যাটার্ন ভালোভাবে গঠন হয় এবং তারা ভাল কনফার্মেশনের সাথে ট্রেড করতে পারেন।
সাপোর্ট-রেসিসটেন্স লেভেলকে অবহেলা করাঃ সাপোর্ট-রেসিসটেন্স লেভেল হচ্ছে টেকনিক্যাল ট্রেডিং এর অন্যতম প্রধান মুখ্য লেভেলগুলোর একটি। তাই এটি সব ট্রেডারেরই মেনে চলা উচিত। কিছু ট্রেডার আছেন যারা চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্রেড করেন বলে সাপোর্ট-রেসিসটেন্স লেভেলকে অগ্রাহ করেন। যার ফলে তারা লসের শিকার হন। তাই সকল ট্রেডারের উচিত মার্কেটে পসিশন নেওয়ার পূর্বে সাপোর্ট-রেসিসটেন্স লেভেল চিহ্নিত করা। এর মাধ্যমে একজন ট্রেডার তার ট্রেডিং এর সম্ভাব্য সকল ফলাফলের জন্য প্রস্তুত থাকতে পারবেন। একজন টেকনিক্যাল ট্রেডারের উচিত চার্ট প্যাটার্ন এর সাথে মুখ্য লেভেলের সমন্বয় করে ট্রেড করা। সঠিকভাবে লেভেল আকার জন্যে দরকার সঠিক চার্ট তাই সঠিক চার্টে ট্রেড করতে – এখানে ক্লিক করতে।
ঝাপসা বা অস্পষ্ট ট্রেড প্যাটার্নঃ প্রাইস প্যাটার্নের একটি নির্দিষ্ট চিত্র আছে যা দেখার সাথে সাথে চিহ্নিত করা যায়। মার্কেটে যদি কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন গঠন হয় তবে তা স্পষ্টভাবে ফুটে উঠবে। আর যদি কোনো ট্রেডার প্যাটার্নটি বুঝতে সময় নেয়, তাহলে বুঝে নিতে হবে তা সঠিক নয় এবং এথেকে ট্রেডারের বিরত থাকা উচিত। কিন্তু অনেক ট্রেডার আছেন যারা কোন একটি নির্দিষ্ট প্যাটার্নের কাছাকাছি ফর্ম গঠন করলেই ট্রেড নিয়ে ফেলেন এবং আশা করেন লাভ করার। এটি স্পষ্টতই একটি বড় টেকনিক্যাল ভুল যা ট্রেডারকে লস করতে সাহায্য করে। যদি কোনো প্যাটার্ন বুঝতে অসুবিধা হই তাহলে তা দিয়ে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত। আর যদি একান্তই ট্রেড নিতে চান কোনো ট্রেডার তাহলে চার্ট ঝুম করে মার্কেটে ভাল পসিশন নেওয়া যায় কিনা যাছাই করে নেওয়া ভাল।
একজন ট্রেডার যতদিনই টেকনিক্যাল প্যাটার্ন ট্রেডিং করুক না কেন, উপরে উল্লেখিত ভুলগুলির যেকোনো একটি তার লাভের সম্ভাবনা নষ্ট করার জন্য যথেষ্ট। আপনি যদি পূর্বে উল্লেখিত ভুলগুলো করে থাকেন তবে এখনি সময় এই ভুলগুলো সংশোধনের মাধ্যমে নিজের ট্রেডিং আরো বেশি উন্নত করার ।
আজই ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।