সেট এবং ফরগেট ট্রেডিং সিস্টেম একটি কার্যকরী ট্রেডিং নিয়ম যার মাধ্যমে একজন ট্রেডার তার ট্রেডিং কৌশল এবং ট্রেড প্ল্যান যথাযথ পালন করতে পারে। এর মানে হচ্ছে মার্কেট বিশ্লেষণ করে ট্রেড নেওয়ার পূর্বেই সেই ট্রেড কোন মার্জিন থেকে শুরু হবে তা নির্ধারণ করা আর তা হতে সম্ভাব্য লাভ এবং লস গণনা করে সেই অনুযায়ী ট্রেড, টেক প্রফিট ও স্টপ লস সেট করে ট্রেডটি সম্পর্কে ভুলে যাওয়া যতক্ষণ সেটি নিজে থেকে বন্ধ না হচ্ছে। আজকে আমরা আলোচনা করবো টেক এবং ফরগেট এর মানসিক উপকারিতা নিয়ে যা একজন ট্রেডারের মানসিকতা পরিবর্তনে ব্যাপক সহায়তা করে।
ট্রেডিং স্ট্রেস এবং মানসিক উত্থান পতন হ্রাস করেঃ ফরেক্স মার্কেটে স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ নিয়ে ট্রেড করবেন নাকি মানসিক চাপ ছাড়া ট্রেড করবেন না সম্পূর্ণই নির্ভর করে ট্রেডারের উপর। সারাদিন যদি একজন ট্রেডার বিশ্রাম না নিয়ে কেবল চার্ট দেখতে থাকেন তাহলে সেটি তার মানসিক অবস্থার উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে একজন ট্রেডার কেবল নিজের মানসিক অবস্থার পতন ঘটাচ্ছেন না, পাশাপাশি নিজের ট্রেডিং কার্যকারিতারও অনেক ক্ষতি সাধন করছেন।
বিশ্রামহীন চার্ট বিশ্লেষণ অথবা ট্রেড ম্যানেজমেন্ট আপনাকে ক্লান্ত, হতাশ অথবা রাগান্বিত করে তুলবে যা আপনার ট্রেডিং এ জন্য একেবারেই ফলপ্রসূ নই। সেট এবং ফরগেট ট্রেডিং স্টাইল একজন ট্রেডারকে স্ট্রেসহীন ট্রেড করতে সাহায্য করে। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যারা মার্কেটে অল্প সময় ব্যয় করে ট্রেডিং এ তারা অধিক সময় ব্যয়কারী ট্রেডারদের তুলনায় অধিক সফল। একটি গবেষণায় দেখা গেছে ফরেক্স পুরুষ-শাসিত হওয়ার পরও মহিলা ট্রেডাররা শতকরা হারে এগিয়ে আছেন সফলতার দিক থেকে। এর প্রধান কারণ তারা অল্প ট্রেড নেন এবং ট্রেড নেওয়ার পর তা অতিরিক্ত ম্যানেজ করেন না। তারা ট্রেড সেট করেন এবং পরবর্তীতে নিজের অন্যান্য কাজ করেন।
ট্রেডিং এ অতিরিক্ত চার্ট দেখার সমস্যা কমিয়ে আনেঃ ফরেক্স ট্রেডিং এ যখন একজন ট্রেডার সবসময় চার্টের দিকে তাকিয়ে থাকেন তখন তার অধিক সম্ভাবনা থাকে অর্থ হারানোর। এজন্য অতিরিক্ত চার্ট দেখাকে একটি নেতিবাচক আচরণ হিসেবে দেখা হয়। কিন্তু মজার বিষয় হলো একজন ট্রেডার যখন এটি করে থাকেন তখন তার কাছে মনে হয় তিনি সঠিক কাজ করছেন এবং এর থেকে তিনি ভাল ফলাফল পাবেন। কিন্তু বাস্তবিক অর্থে এটি তার ট্রেড প্ল্যান অনুসরণ করা থেকে তাকে বিরত রাখে এবং একি ভুল বার বার করতে সাহায্য করে। কারণ ফরেক্স মার্কেট সবসময় উঠা-নামার মধ্যে থাকে এবং ট্রেডার যখন অতিরিক্ত চার্ট দেখে তখন তার মনে সবসময় অর্থ হারানোর ভয় কাজ করবে এবং তিনি নিয়মের বাইরে ট্রেড পরিচালনা করতে বাধ্য হবেন।
কিন্তু ট্রেডার চাইলে এটি থেকে বিরত থাকতে পারেন সেট এবং ফরগেট নিয়ম মেনে চললে। আপনি একবার ট্রেড সেট করে তা যদি ভুলে যান তাহলে এটি আপনাকে ঘন ঘন চার্ট দেখা এবং ট্রেড ওভার-ম্যানেজ করা থেকে বাচাই। ট্রেড সেট এবং ফরগেট পদ্ধতি একজন ট্রেডারকে অনেক নেতিবাচক আচরণ রাখে।
মানসিক শান্তি প্রদান করেঃ মানুষের সকল শারীরিক এবং মানসিক প্রক্রিয়ার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। অনেক ট্রেডার আছেন যারা ট্রেডিং এর চিন্তায় ভাল মতো ঘুমাতেই পারেন না। তাদের মনে সর্বদা ভয় থাকে তিনি তার ট্রেড থেকে অনেক বেশি অর্থ হারাচ্ছেন কিংবা ট্রেড থেকে যথেষ্ট লাভবান হচ্ছেন না। মূলত এটি করে তিনি নিজের ট্রেডের ক্ষতির পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি করছেন। সেট এবং ফরগেট সিস্টেমে ট্রেড করলে একজন ট্রেডার তার সম্ভাব্য লাভ এবং লস সম্পর্কে অবগত থাকেন ফলে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন তার ট্রেড সম্পর্কে। একজন ট্রেডার যখন পূর্ব থেকে জানেন তিনি কি পরিমাণ লাভ করতে যাচ্ছেন তার ট্রেড থেকে, তখন তার লোভী মনোভাব স্বয়ংক্রিয়ভাবে দমন হয়ে যায়। লোভ একটি বড় কারণ ট্রেডারদের ব্যর্থ হওয়ার। তাই সেট এবং ফরগেট সিস্টেম একজন ট্রেডারের লাভ-লস পূর্বনির্ধারণ করে তাকে মানসিক প্রশান্তি দান করে যার ফলে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন ট্রেড চলাকালীন সময়ে।
রুটিন ট্রেডিং করতে সাহায্য করেঃ সেট এবং ফরগেট ট্রেডিং সিস্টেম একজন ট্রেডারকে নিয়মের মধ্যে ট্রেড করতে বাধ্য করে এবং এর ফলে ট্রেডার স্বয়ংক্রিয়ভাবে একটি রুটিনের মধ্যে ট্রেড করা শুরু করে। যা সত্যিকার অর্থে একজন ট্রেডারের মানসিক অবস্থার বিকাশে সাহায্য করে এবং তিনি অদূর ভবিষ্যতে নিজেকে ভাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন। একজন ট্রেডার যখন সঠিক ট্রেডিং অভ্যাস নিয়ে ট্রেড করেন তখন তার ট্রেডিং পারফর্মেন্স উন্নত হয় এবং ট্রেডিং এ তার কনফিডেন্স বৃদ্ধি পায়। সল্প স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
ভাল ফলাফল অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে উঠাঃ ব্যবসায়, ট্রেডিং এমনকি আপনার ব্যক্তিগত জীবনে আস্থা এমন একটি বিষয় যা প্রকৃতপক্ষে এত গুরুত্বপূর্ণ যে এটির কোন মূল্য নেই, এটা অমূল্য। নিজের প্রতি আস্থা থাকাটি একটি ইতিবাচক ট্রেডিং মনোভাব যা নিজের ট্রেডিং অভ্যাসকে শক্তিশালী করে। সঠিক নিয়মে ট্রেড করে একজন ট্রেডার সবসময় লাভবান হবেন না, কিন্তু এর মাধ্যমে তিনি নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন। কারণ সেট এবং ফরগেট ট্রেডিং সিস্টেমে ভাল ফলাফলের সম্ভাবনা অনেক প্রবল। আর একজন ট্রেডার যখন ভাল ফলাফল পেতে থাকেন তখন তার ট্রেডিং আত্মবিশ্বাসও গড়ে উঠে।
যারা অনেকবেশি নিয়ন্ত্রিত ট্রেডিং করতে চান তাদের জন্য সেট এবং ফরগেট ট্রেডিং সিস্টেম অনেক উপকারি। আর যারা খুব বেশি অস্থির তাদের জন্য এই নিয়মের ট্রেডিং করা অনেকটা বাধ্যতামূলক। তানাহলে তারা ঘন ঘন অর্থ হারাতে থাকবেন।
আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}