সাধারণ ট্রেডিং এর মূল ধারণা হচ্ছে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করা। কিন্তু এই ধারণা ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রযোজ্য না।ফরেক্স মার্কেটে আমরা যখন একটি মুদ্রা পেয়ার বিক্রয় করি তখন আসলে আমরা কোট মুদ্রা ক্রয় করছি এবং বেস মুদ্রা বিক্রয় করছি। এখানে বেস মুদ্রা হচ্ছে পেয়ারের প্রথম মুদ্রা এবং কোট মুদ্রা হচ্ছে পেয়ারের দ্বিতীয় মুদ্রা। এই মার্কেট আমরা একি সাথে ক্রয়-বিক্রয় দুটি করে থাকি।
ফরেক্স মার্কেট অন্যান্য সকল ধরণের ট্রেডিং ব্যবসায় থেকে সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য মার্কেট যেখানে ধারণা করা হয় শুধু মাত্র দাম বাড়লে লাভ করা যায় এবং দাম কমা শুরু করলে আমাদের অপেক্ষা করতে হয় এখানে তা করতে হয় না। ফরেক্স মার্কেটের একটি অন্যতম সুবিধা হচ্ছে এখানে আমরা মার্কেটের ক্রমবর্ধমান এবং পতনশীল উভয় অবস্থায় ট্রেড করতে পারি এবং এর থেকে আয় করতে পারি। তবে অধিকাংশ ক্ষেত্রে পতনশীল বাজার পরিস্থিতি থেকেই বেশি আয় করা যায়। তাই আমরা যদি বুল মার্কেট (Bull market) এবং বিয়ার মার্কেটে (Bear market) ট্রেড করা শিখতে পারি তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করার প্রচুর সুযোগ থাকবে।
লং ট্রেডঃ লং ট্রেড বলতে মূলত বুঝাই বাজার ক্রয় করাকে। একজন ট্রেডার যখন পর্যবেক্ষণ করে বুঝেন অথবা আশা করেন মার্কেট প্রাইস উপরে উঠবে, তখন পেয়ার ক্রয়ের স্বিদ্ধান্ত নেন। এই ক্ষেত্রে একজন ট্রেডার চা্ন মার্কেট প্রাইস যাতে উপরে উঠে। এতে তিনি পেয়ার উচ্চ দামে বিক্রয় করে লাভবান হতে পারেন। লং যাওয়ার মানে হচ্ছে আমরা পেয়ারের প্রথম মুদ্রা অর্থাৎ বেস মুদ্রা ক্রয় করা এবং দ্বিতীয় মুদ্রা অর্থাৎ কোট মুদ্রা বিক্রয় করা। যেমনঃ আমরা যদি EUR/USD ক্রয় করি এবং ইউরোর শক্তি মার্কিন ডলারের চেয়ে বেশি হতে থাকে তাহলে আমরা ট্রেডে লাভবান হবো।
শর্ট ট্রেডঃ শর্ট ট্রেড দিয়ে বুঝানো হয় বাজার বিক্রয় করাকে। এই ট্রেডের ক্ষেত্রে একজন ট্রেডার আশা করেন মার্কেট যেন পতনশীল হয় এবং তিনি কম দামে তার মার্কেট পসিশন কিনে লাভবান হতে পারেন। শর্ট ট্রেডে আমরা বেস মুদ্রা বিক্রয় এবং কোট মুদ্রা ক্রয় করে থাকি। উদাহরণঃ আমরা যদি USD/JPY মুদ্রা বিক্রয় করি এবং জাপানি ইয়েনের শক্তি মার্কিন ডলারের তুলনায় দুর্বল হয় তাহলে আমরা শর্ট ট্রেড থেকে লাভবান হতে পারবো।
বিভিন্ন ধরণের অর্ডার এবং তাদের পার্থক্যঃ অর্ডার বলতে বুঝায় নির্দেশ দেওয়াকে। ফরেক্স মার্কেটে যখনি আমরা কোনো ধরণের ট্রেড স্থাপন, পরিবর্তন অথবা বন্ধ করার নির্দেশ দেই তাকেই অর্ডার বলে। ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরণের ট্রেড অর্ডার আছে এবং ব্রোকার অনুসারে এইসব অর্ডার ভিন্ন হতে পারে। সব ব্রোকারই কিছু মৌলিক অর্ডার দিয়ে থাকে তাদের গ্রাহকদের। তবে কিছু বিশেষ অর্ডার আছে যা সব ব্রোকার প্রদান করে না। আমরা আজকে ফরেক্সে পরিচিত অর্ডার সম্পর্কে আলোচনা করবো। সব ধরণের অর্ডার সম্বলিত প্ল্যাটফর্মে ট্রেড করতে- এখানে ক্লিক করুন।
মার্কেট অর্ডারঃ ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশি ব্যবহৃত অর্ডারের নাম হচ্ছে মার্কেট অর্ডার। সহজ ভাষায় বলতে গেলে এই অর্ডারের মাধ্যমে আপনি মার্কেটের বর্তমান বাজার মূল্যে মুদ্রা আদান প্রদান করতে পারবেন। এটা অনেকটা সরাসরি ক্রয়-বিক্রয়ের মতো। এই অর্ডারটি বাস্তব সময় ভিত্তিতে স্থাপিত হয়। যেহেতু বৈদেশিক মুদ্রার বাজারে দাম খুব দ্রুত পরিবর্তিত হয়, মার্কেট অর্ডারে মাঝেমাঝে আপনার পছন্দের দামের চেয়ে সামান্য ভিন্ন দামে সম্পাদিত হতে পারে! এটি বাজারের পরিভাষাতে স্লিপেজ হিসাবে পরিচিত। স্লিপেজ কখনও কখনও ট্রেডারের পক্ষে কাজ করতে পারে, অন্য সময়ে এটি ট্রেডারের বিরুদ্ধে কাজ করতে পারে। স্লিপেজমুক্ত প্ল্যাটফর্মে ট্রেড করতে- এখানে ক্লিক করুন।
পেন্ডিং অর্ডারঃ পেন্ডিং অর্ডার বলতে বুঝায় একধরনের বিলম্বিত অর্ডার। এই অর্ডারটি মার্কেট অর্ডারের মতো সাথে সাথে কাজ করে না। এই অর্ডারে আমরা মূলত মুদ্রা ক্রয় অথবা বিক্রয় করার জন্য একটি নির্দিষ্ট মার্জিন সেট করে দেই। বাজার মূল্য আমাদের সেট করে দেওয়া মার্জিন পর্যন্ত না আসে এই অর্ডার কার্যকর হবে। এই অর্ডারের মাধ্যমে আপনি লাইভ মার্কেটে অনলাইনে না থেকেও ট্রেড করতে পারবেন।
এই অর্ডারের কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন মাঝেমাঝে বাজার মূল্য আপনার সেট করা মার্জিনের কাছাকাছি আসলেই ট্রেড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এই সমস্যা না হওয়ার জন্য আমাদের ভাল এক্সিকিউশন প্রদানকারী ব্রোকার নির্বাচন করতে হবে। দ্রুত এবং নির্ভুল এক্সিকিউশন প্রদানকারী ব্রোকারে একাউন্ট খুলতে- এখানে ক্লিক করুন।
পেন্ডিং অর্ডারের কিছু আলাদা ভাগ রয়েছে, যেমনঃ লিমিট এন্ট্রি অর্ডার, স্টপ এন্ট্রি অর্ডার, স্টপ লস, টেক প্রফিট ইত্যাদি।
লিমিট এন্ট্রি অর্ডারঃ লিমিট এন্ট্রি অর্ডার মূলত বর্তমান বাজার মূল্যের নিচে ক্রয় পসিশন নিতে অথবা বাজার মূল্যের উপরে বিক্রয় পসিশন নিতে ব্যবহৃত হয়। যেমনঃ বর্তমান GBP/USD এর মূল্য ১.৮৫০০ এবং আপনি চাচ্ছেন বাজার মূল্য যখন ১.৮৫৫০ হবে তখন বিক্রয় করতে এজন্য আপনি ১.৮৫৫০ প্রাইসে বিক্রয় লিমিট অর্ডার বসালে, বাজার মূল্য ১.৮৫৫০ তে আসলে আপনার ট্রেডটি কার্যকর হবে। অনুরূপভাবে, লিমিট ক্রয় অর্ডারের মাধ্যমে বাজার মূল্যের কম দামে আপনি মুদ্রা ক্রয় করতে পারবেন।
স্টপ এন্ট্রি অর্ডারঃ স্টপ এন্ট্রি অর্ডারের মাধ্যমে আপনি বাজার মূল্যের উপরে ক্রয় এবং বাজার মূল্যের নিচে বিক্রয় পসিশন নিতে পারবেন। উদাহরনসরূপ, আপনি একটি লং ট্রেড অর্থাৎ ক্রয় ট্রেড নিতে চাচ্ছেন কিন্তু বর্তমান বাজার মূল্যের উপরে এবং আপনার পছন্দের মূল্যে বাজার পৌছাতে দেরি হবে। তখন আপনি মার্কেট অর্ডারের জন্য অপেক্ষা না করে স্টপ লিমিট অর্ডার ব্যবহার করতে পারেন।
স্টপ লস অর্ডারঃ স্টপ লস অর্ডার হচ্ছে এমন একটি অর্ডার যা ট্রেডিং এ ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। স্টপ লস অর্ডার সম্ভবত ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার কারণ এটি ট্রেডারকে ঝুঁকি কমানোর ক্ষমতা প্রদান করে। এই অর্ডারে মূলত একজন ট্রেডার একটি সম্ভাব্য ক্ষতির মার্জিন সেট করতে পারেন মার্কেটে এবং বাজার মূল্য ট্রেডারের ট্রেডের প্রতিকূলে গেলে ওই নির্দিষ্ট মার্জিন হিট করার সাথে সাথে চলমান অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
টেক প্রফিট অর্ডারঃ টেক প্রফিট অনেকটা স্টপ লস অর্ডারের মতো কাজ করে কিন্তু ভিন্ন অর্থে। এই অর্ডারের মাধ্যমে আপনি কি আপনার ট্রেড থেকে কি পরিমাণের প্রফিট আশা করেন তা সেট করতে পারেন এবং মার্কেট ঠিক ততটুকু লাভ করেই আপনার ট্রেড বন্ধ করে দিবে।
ট্রেইলিং স্টপ অর্ডারঃ ট্রেইলিং স্টপ অর্ডার একটি স্বয়ংক্রিয় ট্রেড অর্ডার যা আপনার লাভ সুরক্ষিত করার পাশাপাশি ক্ষতি যথাযথভাবে কমিয়ে আনে। আপনার সেট করে দেওয়া লস মার্জিন এই অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে আনে যখন মার্কেট আপনার ট্রেডের অনুকূলে যাই।
ফরেক্সে ট্রেডিং এ মূলত এই অর্ডারগুলোই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উপরুক্ত অর্ডারগুলো ছাড়াও ফরেক্স ট্রেডিং এ আরো কিছু অর্ডার রয়েছে। যেমনঃ রয়েছে জিটিসি(GTC) অর্ডার, জিএফডি(GFD) অর্ডার, ওসিও (OCO) অর্ডার, ওটিও (OTO) অর্ডার ইত্যাদি। আপনি যদি আপনার পছন্দ মতো ট্রেড করতে আগ্রহী হোন তবে অবশ্যই আপনার এই সমস্ত ট্রেড অর্ডার সম্পর্কে জানা উচিত, যাতে আপনি আপনার প্রয়োজন অনুসারে এর ব্যবহার করতে পারেন।
আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}