...
  1. Exness News
  2. Forex News
  3. লসের পর কিভাবে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন?
Forex News

লসের পর কিভাবে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন?

August 23, 2018
BY Emma Richards

গবেষণায় দেখা গেছে বর্তমানে ফরেক্স মার্কেটে ট্রেডারদের গড় ট্রেড জয়ের হার ৫০% এরও বেশি। তা সত্ত্বেও এই মার্কেটে কেবলমাত্র ৫% ট্রেডার লাভ করে এবং বাকি ৯৫% ট্রেডারদের লস বহন করতে হয়। এর অন্যতম প্রধান কারণ, তাদের পসিটিভ ট্রেড হতে পাওয়া অর্থের চেয়ে নেগেটিভ ট্রেডে হারানো অর্থের পরিমাণ বেশি।
এটি হওয়ার পিছনে নানাবিদ কারণ রয়েছে। কেউ কেউ মনে করেন যথার্থ মানি ম্যানেজমেন্টের অভাব, আবার অনেকেই এর পিছনে মানসিক অবস্থার অবনতিকে দোষ দেই। দুটোই সঠিক এক্ষেত্রে। তবে মানি ম্যানেজমেন্টকে ফরেক্স ট্রেডাররা অনেক গুরুত্বের সাথে দেখলেও মানসিক অবস্থার গুরুত্বটাকে অনেকেই উপেক্ষা করেন। কিন্তু ফরেক্স ট্রেডিং এ মানসিক শক্তির আলাদা গুরুত্ব রয়েছে। একজন ট্রেডার যখন ট্রেড লস করেন তখন তার পরবর্তী ট্রেডের উপর আত্মবিশ্বাস কমে যায় এবং তিনি সঠিক নিয়মে ট্রেড করতে পারেন না।

আত্মবিশ্বাসের গুরুত্বঃ “দি ব্যালেন্স” এর একটি আর্টিকেলের মতে ৯০% শতাংশের বেশি ট্রেডার যারা ফরেক্স ট্রেডিং এ লস করেন তারা এই ব্যবসায় ছেড়ে চলে যান, বিশেষত নতুন ট্রেডাররা যাদের নিজের ট্রেডিং যোগ্যতার উপর আস্থা কম থাকে। তাই আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ফরেক্স ট্রেডিং এ। ফরেক্স ট্রেডিং এ অর্থ হারানোর নানাবিদ কারণ থাকতে পারে, যেমন মার্কেট ভালভাবে না বুঝতে পারা, বাজে রিস্ক ম্যানেজমেন্ট অথবা আবেগভিত্তিক ট্রেডিং ইত্যাদি। কিন্তু এই লসের ফলে যখন একজন টেডার তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, সেটি তার ট্রেডিং সাফল্যের জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাড়ায়।

একজন ট্রেডার ট্রেড নেওয়ার পর যখন তাতে লাভেব সম্ভাবনা কম দেখেন, তার মধ্যে একধরণের অনুতাপের অনুভূতি চলে আসে। সাধারণত এর জন্য ট্রেডাররা নিজেকেই দোষারোপ করেন। আর যদি ট্রেডে অনেক বড় লস হয় তখন ট্রেডারদের মনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব (হতাশা, রাগ, ভয়, মার্কেট অপছন্দ করা ইত্যাদি) সৃষ্টি হয়। যার ফলে তিনি তার ট্রেডিং দক্ষতার উপর আস্থা হারাতে থাকেন ক্রমাগত।

নিম্নে আমরা তিনটি সহজ উপায় সম্পর্কে আলোচনা করবো যার মাধ্যমে একজন ট্রেডার লস করার পর তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবেন। সল্প স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

ট্রেডিং বন্ধ করাঃ প্রত্যেক ট্রেডারের জীবনে ভাল এবং খারাপ সময় আসে। তিনি যত শিক্ষিত কিংবা অভিজ্ঞ ট্রেডারই হোন না কেনো, তাকে কখনো না কখনো খারপ সময়ের মধ্যে অতিবাহিত হতে হয়। ট্রেডিং এ যখন ক্রমাগত লস করা শুরু করবেন এবং দেখবেন কোনো সিদ্ধান্তই ঠিক মতো কাজ করছে না তখন অবিলম্বে ট্রেডিং বন্ধ করে দেওয়া উচিত এবং মার্কেটে আসলে কি ঘটছে তা খুঁজে বের করার চেষ্টা করা উচিত। এর পাশাপাশি অতিরিক্ত লস কিভাবে প্রতিরোধ করা যায় তার চিন্তা করা উচিত।

অনেক ট্রেডার আছেন যারা একটি ট্রেড হারার পর দ্রুত আরেকটি ট্রেড নিয়ে নেন যাতে পূর্বের ট্রেডে করা লস পুনরুদ্ধার করতে পারেন এবং দেখা যায় লস কমানো পরিবর্তে তারা আরো বেশি লসের সম্মুখীন হন। প্রত্যেক ট্রেডারের উচিত এই খারাপ সময় মেনে নিয়ে দ্রুত ট্রেড বন্ধ করে দেওয়া। ট্রেডিং কৌশলের সামগ্রিক উন্নয়নের অন্যতম সেরা উপায় হচ্ছে ব্যর্থ ট্রেড হতে শিক্ষা নেওয়া। ট্রাইল একাউন্টে ট্রেড করে নিজেকে গড়ে তুলতে – এখানে ক্লিক করুন।

দৃঢ় রিস্ক ম্যানেজমেন্ট পরিকল্পনার উপর মনোযোগ দেওয়াঃ কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট একজন সফল ট্রেডারকে ব্যর্থ ট্রেডারদের থেকে আলাদা করে। ট্রেডিং এ লস করা পর পুনরাই ট্রেডিং জগতে প্রবেশের পূর্বে একজন ট্রেডারের কাছে একটি সমন্বিত পরিকল্পনা থাকা দরকার যেখানে তার ট্রেডিং স্টাইল এবং রিস্কের মাত্রা ভিন্ন হবে। কিছু ট্রেডার আছেন যারা উচ্চ লাভের আশায় বেশি রিস্ক নেয় আবার অনেক ট্রেডার আছেন যারা সম্ভাব্য লসের পরিমাণ কমানোর জন্য ক্ষুদ্র মাত্রাই কিছু ট্রেড নিয়ে অর্থ কামান। কোনো উপায়ই ভুল নয় যদি আপনি কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন।

একজন ট্রেডারের উচিত ট্রেড ওপেন করার সাথে সাথে স্টপ লস অর্ডার প্রতিস্থাপন করা। সেটি ফিক্সড স্টপ হবে নাকি ট্রেইলিং স্টপ হবে তা নির্ভর করবে একজন ট্রেডারের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর। অধিকাংশক্ষেত্রে ট্রেডাররা একসাথে স্টপ লস এবং টেক প্রফিত অর্ডার ব্যবহার করে থাকেন।

নিজের জ্ঞানকে আরো উন্নত করাঃ ফরেক্স মার্কেটে ইদানীং কিছু ট্রেডার দেখা যায় যারা নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার পরিবর্তে একজন দক্ষ ট্রেডার কি পরিমাণে অর্থ লাভ করেন সেটি গগনা করে। একজন ট্রেডারের উচিত নিজের ট্রেডিং জ্ঞান যতসম্ভন বৃদ্ধি করা। এর ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে লাভবান হবেন। একজন ট্রেডার যখন নতুন কিছু শিখার আগ্রহ কমিয়ে ফেলেন তখন তার অর্থ কামানোর গণ্ডি ছোট হয়ে যায়। তাই প্রতিনিয়ত নিজের ট্রেডিং জ্ঞান বাড়াতে হবে এবং এর জন্য আমরা ডেমো একাউন্ট ব্যবহার করতে পারি। আমাদের উচিত সর্বদা নতুন কিছু শেখার। কারণ ফরেক্স মার্কেট প্রতিনিয়ন পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা লস করা কমাতে পারবো না। উন্নত ডেমো প্ল্যাটফর্মে ট্রেড করে নতুন কিছু শিখতে- এখানে ক্লিক করুন।

আমাদের মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে লস করা মানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। এই মার্কেটে ট্রেড করতে গেলে একজন ট্রেডার অনেকবার ভুল করবেন। নিজেকে ট্রেডার হিসেবে উন্নত করার জন্য আমাদের লস করা ট্রেড থেকে শিক্ষা নিতে হবে এবং নিজের আত্মবিশ্বাস বজাই রাখতে হবে।

আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT