ফরেক্স ট্রেডিং মূলত দুইভাবে করা যায়। ম্যানুয়াল এবং অটোমেটেড। অটোমেটেড ট্রেডিং সিস্টেমে এমন অনেক গুরুত্বপূর্ণ টুলস আছে (যেমনঃ ট্রেইলিং স্টপ লস, অটোমেটেড ইএ (EA) ইত্যাদি) যার প্রক্রিয়া চলমান রাখার জন্য আমাদের ট্রেডিং টার্মিনাল সবসময় সচল রাখতে হয়। এজন্য ট্রেডারকে ট্রেড চলমান অবস্থায় টার্মিনালে বসে থাকতে হয়। তাই অনেক অটোমেটেড ট্রেডার নিজেকে বন্দি মনে করা শুরু করেন।
এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হচ্ছে ভিপিএস। ভিপিএস আমাদের টার্মিনাল সারাক্ষণ সচল রাখতে সাহায্য করে। আপনার ট্রেডিং কম্পিউটার কিংবা অন্যান্য ডিভাইস যদি বন্ধও হয়ে যায়, তাও আপনার টার্মিনাল চলতে থাকবে ভিপিএস এর মাধ্যমে। বর্তমানে Exness ভিপিএস সার্ভিস দিচ্ছে বিনামূল্যে।
এখন তাহলে জেনে নেওয়া যাক ভিপিএস কি, এটি কেনো ব্যবহার করবো এবং কিভাবে আপনি Exness এর ফ্রি ভিপিএস পেতে পারেন?
ভিপিএস কি? ভিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটি ট্রেডারদের অটোমেটেড ট্রেডিং চালাতে সাহায্য করে। ফরেক্সে ভিপিএস মূলত ট্রেডারদের টার্মিনালকে ব্রোকারের প্রধান ট্রেডিং সার্ভারের সাথে সংযুক্ত করে। একজন ট্রেডার যখন এটি সেট আপ করে ফেলবে, এরপর থেকে তার ট্রেডিং টার্মিনাল সপ্তাহে ২৪ ঘণ্টায় চলমান হয়ে যাবে। একজন ট্রেডারের ব্যক্তিগত ট্রেডিং ডিভাইস সংযুক্ত থাকুক বা না থাকুক ট্রেডারের অটোমেটেড ট্রেডিং সিস্টেম ভিপিএস এর মাধ্যমে সচল থাকবে ইন্টারনেট সংযোগ ছাড়াই।
ভিপিএস ব্যবহার করার উপকারিতাঃ ভিপিএস ব্যবহার কেবল অটোমেটেড ট্রেডারই না ম্যানুয়াল ট্রেডারদের জন্যও উপকারি। আসুন তাহলে জেনে নেই এই উপকারিতাগুলো।
কিভাবে Exness এর ফ্রি ভিপিএস সার্ভিস পেতে পারেনঃ Exness এর ফ্রি ভিপিএস সার্ভিস পেতে হলে সবার প্রথমে আপনাকে Exness এর গ্রাহক সেবা নিতে হবে। যেসব ট্রেডারের ডিপোসিট ৫০০ ডলার কিংবা তার ও বেশি এবং ফ্রি মার্জিন নূন্যতম ১০০ ডলার তারা এই ফ্রি সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। একটি ভিপিএস দিয়ে একজন ট্রেডার ৩ টি ভিন্ন MT4 টার্মিনাল একাউন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়াও অনুরোধ করলে ট্রেডার একটি মাল্টি-টার্মিনাল এবং একটি MT5 টার্মিনালও ভিপিএস এ যোগ করতে পারবেন। তবে মনে রাখবেন এই ফ্রি সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি এর মাধ্যমে ট্রেড না করেন। আপনার একাউন্টে যদি ২ সপ্তাহ ট্রেড করা না হয় তবে আপনি একটি সতর্কবাণী পাবেন এবং এর দুইদিন পর আপনার ফ্রি ভিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। আজই Exness এ ফ্রি VPS নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
ফ্রি ভিপিএস সার্ভিস নেওয়ার জন্য আপনাকে কেবল [email protected] ইমেইল করতে হবে আপনার একাউন্টের বিবরণ দিয়ে অথবা Exness এর সাপোর্ট টিমের সাথে লাইভ চ্যাটে কথা বলে সরাসরি ভিপিএস সার্ভিসের জন্য অনুরোধ করতে পারেন। আপনার অনুরোধের ৫ দিনের মধ্যে ভিপিএস অ্যাক্সেস প্রদান করা হবে। অধিকাংশক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ চালু হয়ে যায়।
ভিপিএস এর মাধ্যমে একজন ট্রেডার উন্নত ট্রেডিং সিস্টেম ব্যবহার করার মজা নিতে পারেন। তাই উপরুক্ত ট্রেডিং সুবিধাগুলো পেতে চাইলে এখনি আপনার ট্রেডিং টার্মিনালে ভিপিএস সংযোগ চালু করতে পারেন।
আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।