মার্কিন ডলার গত কয়েকদিন ধরে কিছুটা শক্তিশালী অবস্থায় রয়েছে যার দরুন প্রায় প্রতিটি মেজর কারেন্সি পেয়ারে তার প্রভাব কিছুটা টের পাচ্ছেন ট্রেডাররা। সম্প্রতি প্রকাশিত কিছু উচ্চ প্রভাবজনিত সংবাদ কিছুটা মিশ্রিত ফল প্রকাশ করায় মার্কেটে মার্কিন ডলারের কিছুটা অনিশ্চয়তা এবং অস্থিরতার অনুমান করা যাচ্ছিল তবে তা উপেক্ষা করে মার্কিন ডলার আরো শক্তিশালীরূপ ধারন করে।
সম্প্রতি ফেডেরাল রিসার্ভের চেয়ারম্যান পোয়েল মার্কিন মনিটারি পলিসির ব্যাপারে বক্তব্য রাখেন যাতে তিনি বিশ্ব বাজার এবং মার্কিন ডলারের প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন “মার্কিন ডলারের প্রভাব বিশ্ব বাজারে অনেক প্রবল। মার্কিন যুক্তরাষ্ট্রের মনিটারি পলিসির ওপর বিশ্ব অর্থনীতির নজর থাকে যার দরুন যখন ফেডেরাল রিসার্ভ তার মুদ্রাস্ফীতি বা মনিটারি পলিসি পরিবর্তন বা পরিবর্ধন করেন তখন তার প্রভাব সারা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক এবং নেতিবাচক দুটোই হতে পারে। যদিওবা ফেডেরাল রিসার্ভ একমাত্র কেন্দ্রীয় ব্যাংক নয় যার প্রভাব বিশ্ব বাজারে প্রবল কারন ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি মনিটারি পলিসির প্রভাব যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ফেলতে দেখা যায়। তাই ফেডেরাল রিসার্ভের সবসময় উদ্দেশ্য থাকে বিশ্ববাজারের অর্থনীতিকে স্থিতিশীল রেখে মার্কিন ডলারের মান বজিয়ে রাখা।”
ফেডেরাল রিসার্ভের চেয়ারম্যানের এমন বক্তব্যের পর মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হলেও তা আগামিতে কতটুকু দীর্ঘায়ু হবে তা এখনো বিশ্লেষণ করা যাচ্ছে না। সম্প্রতি প্রকাশিত বেকারত্বের হার কমতে দেখা যাওয়ার পর মার্কিন ডলারের যে ঊর্ধ্বমুখী প্রবনতা দেখা দিয়েছিল তা আগামিতে মার্কিন অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় আগামিতে যে সকল অর্থনীতির সংবাদ প্রকাশ পাবে তা মার্কিন ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পক্ষে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে আশা করা যাচ্ছে।
Figure: PPI report outcome and forecast. Source: Forex Factory
আজ মার্কিন ডলারের PPI রিপোর্ট প্রকাশ পেতে যাচ্ছে যা পূর্ববর্তী ০.৩% থেকে ০.২% পর্যন্ত নিম্নবর্তী হতে পারে বলে আশা করা যাচ্ছে। এর পাশাপাশি আগামিকাল মার্কিন CPI রিপোর্ট প্রকাশ পাবে যা পূর্ববর্তী -০.১% থেকে বৃদ্ধি পেয়ে ০.৩% পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা এই রিপোর্ট এর ফলাফল এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার মধ্যেও মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবনতা এখনো অপরিবর্তিত।
Figure: CPI report outcome and forecast. Source: Forex Factory
এই সপ্তাহে যদিওবা মার্কিন ডলারের PPI এবং CPI রিপোর্ট ছাড়া তেমন কোন উচ্চ প্রভাবজনিত সংবাদ প্রকাশিত হওয়ার নেই তবে এমতাবস্থায় মার্কিন ডলারের এমন শক্তিশালী প্রবণতা আগামিতে মার্কিন ডলারকে আরো শক্তিশালী করে তুলতে পারে বলে আশা করা যাচ্ছে।
এমতাবস্থায় বিশ্লেষকরা মনে করছেন মার্কিন ডলার ২০১৮ সালে কিছুটা শক্তিশালী হতে দেখা যেতে পারে যদিওবা পূর্বের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন ডলার দুর্বল হওয়ার আশঙ্খা করা গিয়েছিল। FOMC মেম্বারদের অনুয়াযী এই বছর আরো ২ বার সুদের হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামিতে মার্কিন ডলারকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।