...
  1. Exness News
  2. Forex News
  3. মনিটারি পলিসি এবং ফেডেরাল ফান্ডস রেট কি মার্কিন ডলারের জন্যে দুঃসংবাদ?
Forex News

মনিটারি পলিসি এবং ফেডেরাল ফান্ডস রেট কি মার্কিন ডলারের জন্যে দুঃসংবাদ?

June 01, 2018
BY Emma Richards

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের FOMC Statement এবং Federal Funds Rate (সুদের হার) এর রিপোর্ট প্রকাশিত হয়। ফেডেরাল ফান্ডস রেট গত ৬ মাসে প্রায় ২ বার বৃদ্ধি পায় যা ১.২৫% থেকে বর্তমানে ১.৭৫% এ এসে দাঁড়িয়েছে। এমতাবস্থায় লক্ষ করা যায়, প্রতিবার রেট বৃদ্ধি পাওয়ার পর মার্কিন ডলারের আকস্মিক দুর্বলতা যা মার্কেটের প্রবনতাকে কিছুটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

news_bn-1

Source – Forex Factory

সম্প্রতি প্রকাশ পাওয়া ফেডেরাল ফান্ডস রেট ১.৭৫% এ অপরিবর্তিত থাকায় মার্কিন ডলার কিছু সময়ের জন্যে দুর্বলতা প্রকাশ করলেও তা বেশি সময় ধরে বিরাজ করতে পারেনি তবে মার্কেট এখন কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে যা আগামিতে আবারো মার্কিন ডলারের পক্ষপাতিত্ব করবে বলে আশা করা যাচ্ছে।

সম্প্রতি Federal Open Market Committee (FOMC) এর থেকে তথ্য অনুযায়ী চাকুরীর বাজার এবং অর্থনৈতিক কার্যকলাপ এর কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। এই তথ্য অনুযায়ী, চাকুরী পাওয়ার হার গত কয়েকমাসে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং বেকারত্বের হার নিম্নস্থলে অবস্থান করছে যা অর্থনীতিকে আগামিতে আরো শক্তিশালী করে তুলতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে পারিবারিক খরচাদিও গত চার মাসে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যার পাশাপাশি নির্দিষ্ট বিনিয়োগের ব্যাবসা খ্যাতেও কিছুটা চওড়াভাব দেখা গেছে। বিগত ১২ মাসের গড় অনুযায়ী, সম্পূর্ণ মুদ্রাস্ফীতির হার আশানুরূপ ২% এর কাছাকাছি রাখতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে যা আগামিতে মার্কিন ডলারের জন্য সুসংবাদ হিসেবে উপস্থাপন হয়েছে।

কমিটির অনুযায়ী চাকুরীর বাজার আরো চাঙ্গা করা এবং মুদ্রা স্থিতিশীলতাই এখন তাদের মূল লক্ষ্য। তারা বিশ্বাস করে যদি মনিটারি পলিসি সুসম করে তোলা যায় তবে অর্থনৈতিক কার্যকলাপ এবং চাকুরীর বাজারকে শক্তিশালী রাখা সম্ভব। যদিওবা মুদ্রাস্ফীতির হার এখনো ২% পর্যন্ত উঠতে সক্ষম হয় নি তবে আগামি কয়েকমাসের মধ্যে তাও অর্জন করার লক্ষ্য নির্ধারণ এর কাজ চলছে বলে জানা যায়।

ফেডেরাল ফান্ডস রেট ১.০% থেকে ১.৭৫% এর মধ্যকার অবস্থায় রাখার নির্ণয় নিয়েছেন ফেডেরাল ওপেন মার্কেট কমিটি যাতে চাকুরীর বাজার শক্তিশালী থাকে এবং মুদ্রাস্ফীতি ২% এ অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও বেশ কিছু বিশ্লেষণ নিয়ে কাজ করছে কমিটি যার মধ্যে রয়েছে চাকুরীর বাজার এর পরিমাপ, মুদ্রাস্ফীতির চাপ ও প্রত্যাশা এবং অর্থনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন। এর মধ্যে কমিটি মুদ্রাস্ফীতির উপর কড়া নজরদারি করবেন বলে জানা গেছে।

এমতাবস্থায় ফেডেরাল ফান্ডস রেট আগামিতে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে যা কিছুটা নিম্নগামী হতে পারে বলেও আশঙ্খা রয়েছে বলে জানা গেছে যদিওবা আগামিতে রেট বাড়বে নাকি কমবে এই ব্যাপার নির্ধারণ করতে হলে আগামি দিনের অর্থনীতির রিপোর্টের উপর ভিত্তি করতে হবে।

ফেডেরাল রিসার্ভ সিস্টেমের বোর্ড এর ভোট অনুযায়ী ক্রেডিট রেট ২.২৫% এ অপরিবর্তিত রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন আগামিতে রেট এবং মুদ্রাস্ফীতির তেমন কোন পরিবর্তন হবে না বলে আশা করা যাচ্ছে।

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT