...
  1. Exness News
  2. Forex News
  3. ব্রিটিশ মুদ্রাস্ফীতি এবং সুদের হারের মান কি ইতিবাচক?
Forex News

ব্রিটিশ মুদ্রাস্ফীতি এবং সুদের হারের মান কি ইতিবাচক?

August 23, 2018
BY Emma Richards

সম্প্রতি ব্রিটিশ মনিটারি পলিসি এবং অফিসিয়াল ব্যাংক রেট এর রিপোর্ট প্রকাশিত হয় যাতে ব্রিটিশ সুদের হার ০.৫০% এ অপরিবর্তিত থাকতে দেখা গিয়েছে। ব্যাংক অব ইংল্যান্ড এর মনিটারি পলিসি কমিটি ২% এর মুদ্রাস্ফীতির লক্ষ্য অর্জন করার জন্যে এবং আগামিতে অর্থনৈতিক উন্নতির জন্যে মনিটারি পলিসিকে এমন এক আকার দিতে চাচ্ছেন বলে উল্লেখ করেন।

uk

Source: Forex Factory

MPC ভোট অনুযায়ী ৬-৩ ব্যবধানে ০.৫০% এর সুদের হার নির্ণয় করা হয়। মুলত বন্ড ক্রয়ের চাকা সচল রাখতে এমন ভোট করেছেন বলে উল্লেখ করেন কমিটি মেম্বারগন। MPC এর সম্প্রতি অভিক্ষেপ অনুযায়ী, মে মাসের মুদ্রাস্ফীতির রিপোর্ট অনুযায়ী GDP বাৎসরিক গড়ে প্রায় ১.৭৫% বৃদ্ধি পাওয়ার আশঙ্খার কথা জানা যায় এবং যার হাত ধরে সুদের হারও বৃদ্ধি পাওয়ার আশা রয়েছে। একই আভিক্ষেপ অনুযায়ী, এই উন্নতি মূল ট্রেড এবং ব্যাবসায় বিনিয়োগের ভিত্তিতে করা যার মাঝে ব্যয়কে বিবেচনা করা হয়নি। পরিমিত ঐতিহাসিক মান অনুযায়ী, বাৎসরিক GDP উন্নতির অনুমান নিম্নবর্তী সরবরাহ এর অগ্রগামীর চাইতে অনেকটা প্রবল বলে বিবেচনা করা হচ্ছে যা  বাৎসরিক গড়ে ১.৫০% পর্যন্ত। পাশাপাশি CPI মুদ্রাস্ফীতি নিম্নবর্তী হতে দেখা গিয়েছে যা পূর্বের নেতিবাচক সময়ের আঘাতকে কিছুটা ঝাপসা করে ২ বছরে ২% বজায় রাখতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিকভাবে সকল অর্থনীতির অবস্থা কিছুটা মিশ্র, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবারো চাঙ্গা হতে দেখা যাচ্ছে যা বিগত কয়েকমাস ধরে দুর্বল ছিল এবং ইউরো উন্নতির দিকে অগ্রসর হতে চাইলেও বার বার নানা কারনে হোঁচট খাচ্ছে। এমতাবস্থায় সকলেই GDP কে শক্তিশালী করার লক্ষ্যে রয়েছে কারন এই বিষয়ে পারদর্শী হলে আগামিতে উন্নতির পথে অগ্রসর হওয়ার পথ সহজ হবে বলে আশা করা যাচ্ছে। GBP পেয়ারে সল্প স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

CPI মুদ্রাস্ফীতি মে মাসে ২.৪% পর্যন্ত অপরিবর্তিত ছিল এবং আগামিতে মুদ্রাস্ফীতি কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে। MPC মিটিং অনুযায়ী বেশিরভাগ মেম্বারগন ব্যাংক রেট অপরিবর্তিত রাখতে চাইলেও কিছু মেম্বার মনে করেন আন্তর্জাতিক বাজারের সাথে সামাঞ্জস্য রাখতে তাদের ব্যাংক রেট বৃদ্ধি করার ব্যাপারে বিবেচনা করা উচিৎ তবে এর আগে মুদ্রাস্ফীতিকে তার লক্ষ্য পৌঁছানো অতিব দরকার।

কমিটির অনুযায়ী, ২০১৬ সালের আগস্ট মাসে ০.৫০% থেকে ০.২৫% পর্যন্ত ব্যাংক রেট নিম্নবর্তী করার পর অর্থনীতি কিছুটা বিচলিত অবস্থায় ছিল যার পাশাপাশি BREXIT এর বিরাট ভুমিকা রাখতে ব্রিটেইনের অর্থনীতিকে আরো নিম্নগামী করতে। তাই এখন MPC ক্রয়কৃত সম্পদ সমুহকে ধীরে ধীরে কমিয়ে এনে ১.৫% থেকে ২.০% পর্যন্ত ব্যাংক রেট নিয়ে যাওয়ার ব্যাপারে বিবেচনা করছেন বলে উল্লেখ করছে তবে তা এই বছরের মধ্যে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারা এই ব্যাপারে অনেক যত্নশীল কারন ব্যাংক রেট নাড়াচাড়া করা মানেই পুরো মনিটারি কন্ডিশনের সাথে হেরফের করা এবং তা মুদ্রাস্ফীতির সাথে না মিললে আগামিতে ব্রিটেইন অর্থনীতির জন্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে। এমতাবস্থায় বর্তমান ব্যাংক রেট মুদ্রাস্ফীতির সাথে তেমন কোন সামাঞ্জশ্য না থাকায় আগামিতে নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশা করা যাচ্ছে।

পরিশেষে এতটুকু বলা যায়, ব্রিটিশ অর্থনীতি এখন কিছুটা শক্তিশালী আকার ধারন করতে দেখা গেলেও আগামিতে কিছুটা চাঞ্চল্যকর সময়ের মুখোমুখি হতে পারে বলে আশা করা যাচ্ছে।

আজই GBP পেয়ারগুলোতে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT