...
  1. Exness News
  2. Forex News
  3. বিশ্লেষণের প্রকারভেদঃ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল
Forex News

বিশ্লেষণের প্রকারভেদঃ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল

August 23, 2018
BY Emma Richards

বর্তমানে ফরেক্স মার্কেটে ট্রেডারের সংখ্যা ক্রমবর্ধমানে বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষই তাদের ১০-৬ টার চাকরি ছেড়ে ফরেক্স ট্রেডিং কে বেছে নিচ্ছে তাদের মূল পেশা হিসেবে। ফরেক্স মার্কেটের এই ব্যাপক জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে এর স্বাধীনতাকে। এখানে কিভাবে ট্রেড করবেন, কতক্ষণ ট্রেড করবেন সব সিদ্ধান্ত আপনার নিজের উপর। বলা যায় আপনি নিজেই নিজের বস।

তাই এই ব্যবসার সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করছে আপনার উপর। এই আর্থিক ব্যবসায়ে সফলভাবে ট্রেডিং করা সহজ কাজ নয়। পরিসংখ্যান মতে কেবলমাত্র ৫% ট্রেডার এখানে সফল হচ্ছেন এবং বাকি ৯৫% ট্রেডার নানাবিদ কারণে অর্থ হারাচ্ছেন। একজন সফল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য আপনার ফরেক্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা এবং ট্রেডিং এ শৃঙ্খলা থাকা উচিত। ফরেক্স ট্রেডিং এর জন্য নানা ধরণের বিশ্লেষণ রয়েছে। এইসব বিশ্লেষণকে মোট ৩ ভাগে ভাগ করা হয়েছে। ফান্ডামেন্টাল বিশ্লেষণ- এটি বিভিন্ন দেশের অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে বিশ্লেষণ করে। কারিগরি/টেকনিক্যাল বিশ্লেষণ- এটি কারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্মের মূল্যের তথ্য নিয়ে অধ্যয়ন করে। মানসিক/সেন্টিমেন্ট বিশ্লেষণ- এটি একটি বিশেষ ধরনের বিশ্লেষণ যা ট্রেডারকে এই বৃহৎ ট্রেডিং কমিউনিটি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে সাহায্য করে।

ফান্ডামেন্টাল বা মৌলিক বিশ্লেষণঃ মৌলিক বিশ্লেষণ হচ্ছে ফরেক্স মার্কেটকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বিষয় এর খুঁটিনাটি আলোচনার পরিপ্রেক্ষিতে এইসব বিষয় সম্পত্তির চাহিদা এবং যোগান এর উপর কিভাবে প্রভাব ফেলে তা নির্ধারণের একটি মাধ্যম। এর মাধ্যমে আপনি খুব সহজেই মার্কেট সম্পর্কে বিশাল ধারণা পেতে পারেন। এটি অনেকটা অর্থনীতির ১০১ সুত্রের মতো, যেখানে চাহিদা এবং যোগানের মূল্য নির্ধারণ করা যায়। ফরেক্সের ক্ষেত্রে এটি হবে মুদ্রা বিনিময়ের মান নির্ধারণ। চাহিদা এবং যোগানকে সুচক হিসেবে ব্যবহার করে মূল্যের অগ্রগতির ধারণা পাওয়া সহজ কাজ। কিন্তু চাহিদা এবং যোগানকে প্রাভাবিত করার কারণসমূহ বিশ্লেষণ করা যথেষ্ট কঠিন একটি পরীক্ষা। অন্যভাবে যদি বলা হয়, একজন ট্রেডারকে কোন দেশের অর্থনীতি উর্ধ্বগামী এবং কোন দেশের অর্থনীতি নিম্নমুখী তা নির্ধারণের কারণ সমূহ খুঁজে দেখতে হয় এই বিশ্লেষণে।

একজন ট্রেডারকে বুঝতে হবে কিভাবে কিছু ঘটনা একটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। যেমনঃ একটি দেশের বেকারত্বের হার বৃদ্ধির ফলে ওই দেশের অর্থনীতির এবং আর্থিক নীতি সাঙ্ঘাতিকভাবে প্রভাবিত হয়। যা শেষ পর্যন্ত ওই দেশের মুদ্রার চাহিদা স্তরকে প্রভাবিত করে। এই বিশ্লেষণের মূল ধারনাই হচ্ছে যদি একটি দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ভাল হয় তবে সেই দেশের মুদ্রার মান শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতির কাঠামো যতটা মজবুত হবে ততই বৈদেশিক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ওই দেশের মুদ্রায় বিনিয়োগ করতে আগ্রহী হবে।

সংক্ষিপ্তভাবে মৌলিক/ফান্ডামেন্টাল বিশ্লেষণের ধারণাঃ

ধরা যাক, বাংলাদেশের মুদ্রা অর্থাৎ টাকার মান শক্তিশালী হচ্ছে কারণ বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়ন করছে। বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়নের ফলে মুদ্রার মান বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বৃদ্ধির প্রয়োজন হতে পারে। উচ্চতর সুদের হার টাকাকে সম্পদ হিসেবে আরো বেশি আকর্ষণীয় করে তুলবেসুতরাং এই সম্পদকে নিজের করার জন্য ট্রেডার এবং বিনিয়োগকারীরা অধিকমাত্রায় টাকা ক্রয় শুরু করবে। যার ফলস্বরূপ টাকার মূল্য ক্রমবর্ধমানে বৃদ্ধি পাবে। এটি হচ্ছে মৌলিক/ফান্ডামেন্টাল বিশ্লেষণের মূল ধারণা।

টেকনিক্যাল বা কারিগরি বিশ্লেষণঃ টেকনিক্যাল বিশ্লেষণ হচ্ছে একটি কাঠামো যার মাধ্যমে ফরেক্স ট্রেডার মূল্যের পরিবর্তন অধ্যয়ন করে এবং মার্কেটের একটি নির্দিষ্ট মডেল দাড় করানোর চেষ্টা করে। এই বিশ্লেষণের মূল তত্ত্ব হলো, পূর্বের মূল্য পরিবর্তনের উপর গবেষণা করে আগামীর মুদ্রার মান পরিবর্তনের সম্ভাব্য ধারণা নির্ধারণ করা। তাত্ত্বিকভাবে, মুদ্রার মূল্যের উপরই বর্তমান মার্কেটের যাবতীয় তথ্য প্রতিফলিত হয়। এজন্য যদি মুদ্রার মূল্যের উপর মার্কেটের সব তথ্য প্রতিফলিত হয়, তবে এই মার্কেটে সফলভাবে ট্রেড করার জন্য কেবলমাত্র প্রাইস অ্যাকশনই যথেষ্ট।

আপনি নিশ্চয় শুনেছেন এই প্রবাদটি, “History tends to repeat itself“ অর্থাৎ ইতিহাস নিজেই পুনরাবৃত্তি করে। এটির টেকনিক্যাল বিশ্লেষণের মূলমন্ত্র। টেকনিক্যাল বিশ্লেষণের নিয়মানুসারে যদি কোন মুদ্রার প্রাইস লেভেল পূর্বের একটি মুখ্য সাপোর্ট (Support) অথবা রেসিসটেন্স (Resistance) লেভেল এর সাথে সামঞ্জস্য হয়, তবে ট্রেডাররা পূর্বের প্রাইস লেভেল এর উপর নজর রাখবে এবং ওই ভিত্তিতে নিজের ট্রেড গঠন করবে। টেকনিক্যাল বিশ্লেষণ অতীতে সংঘটিত ট্রেড প্যাটার্ন সন্ধান করে এবং এই বিশ্বাসে ট্রেড করে যে মূল্যের মান ঠিক আগের মতোই পরিবর্তিত হবে।

ফরেক্স মার্কেটে যখনি টেকনিক্যাল বিশ্লেষণ নিয়ে কথা উঠে, প্রথম যে বিষয়ের কথা মাথায় আসে তা হলো চার্ট। এই বিশ্লেষণে চার্টের ব্যবহার প্রচুর কারণ মার্কেটের পূর্বের তথ্যের ধারণা নেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটি। আপনি মার্কেটের সম্ভাব্য ট্রেন্ড এবং মডেল নির্ধারণের জন্য অতীতের তথ্যগুলো দেখতে পারেন, যা আপনাকে ভাল ট্রেড এর সুযোগ করে দিতে পারবে। এজন্য টেকনিক্যাল বিশ্লেষণের জন্য আমাদের প্রয়োজন পরিষ্কার এবং সহজ বোধগম্য ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে খুব ভালভাবে চার্ট পর্যবেক্ষণ করা যায়। সেরা টেকনিক্যাল ইনডিকেটরসযুক্ত প্ল্যাটফর্মে ট্রেড করতে এবং নির্ভুল চার্ট পেতে- এখানে ক্লিক করুন।

পরিশেষে বলা যায়, যদি কোন ট্রেডার এই বাজারে শান্তিপূর্ণভাবে এবং সফলভাবে ট্রেড করতে চায় তবে তার মার্কেট বিশ্লেষণের অবশ্যই প্রয়োজন। সেই বিশ্লেষণটি ফান্ডামেন্টাল হবে নাকি টেকনিক্যাল হবে তা পুরোপুরি নির্ভর করবে ট্রেডারের নিজের মতামতের উপর। ট্রেডারের উচিত তার নিজস্ব পছন্দের ভিত্তিতে মার্কেট বিশ্লেষণ করা, যা তার কাছে অধিক গ্রহণযোগ্য। বিশেষ বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ সংবাদের ব্যাপারে বাংলা ভাষায় বিস্তারিত জানতে প্রতিদিন চোখ রাখুন – EXNESS BLOG এ।

আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।

{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT