আমরা যেই ক্ষেত্রে কাজ করি তার মধ্যে যারা অভিজ্ঞ, তাদের থেকে আমাদের অনেক কিছু জানার এবং শিখার আছে। তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারলে আমাদের সফলতার পথ অনেকাংশেই সুগম হবে। আজকে আমরা ফরেক্স মার্কেটের সবচেয়ে বিচক্ষণ এবং সেরা ট্রেডারদের জ্ঞান নিয়ে আলোচনা করবো। এই আলোচনায় আমরা বিশ্বের সেরা ১০ জন ট্রেডারদের সম্পর্কে জানার চেষ্টা করবো এবং জানবো তাদের বলা কিছু উক্তি, যা থেকে আমদের অনেক কিছু শিখার আছে।
জর্জ সোরোসঃ জর্জ সোরোস সর্বপ্রথম ফরেক্স মার্কেটে সবার নজরে আসেন ১৯৯২ সালে। যখন তিনি কেবল মাত্র একটি কারেন্সি তে (ব্রিটিশ পাউন্ড) ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন এবং সেখান থেকে মাত্র একদিনে ১ বিলিয়ন ডলার লাভ করে। পরবর্তীতে জানা যায়, তার মুনাফার পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছিল। এই ঘটনার জন্য তাকে উপাধি দেওয়া হয়, “দা ম্যান হু ব্রোক দা ব্যাংক অব ইংল্যান্ড” অর্থাৎ যিনি একাই ইংল্যান্ড ব্যাংকে ধস নামিয়েছেন। তিনি সোরোস ফান্ড ম্যানেজমেন্টের কোম্পানির প্রতিষ্ঠাতা যা পরবর্তীতে কোয়ান্টাম ফান্ড নামে সুপরিচিত। প্রায় দুই দশক ধরে তিনি এই এগ্রেসিভ মনোভাব নিয়ে সফলতার সাথে তার হেজ ফান্ড চালান, যা থেকে প্রতি বছর ৩০% রিটার্ন আসে। কয়েকবছর তার ফান্ডের বার্ষিক রিটার্ন ১০০% এর বেশিও ছিল।
জর্জ সোরোস বিখ্যাত উক্তিঃ “Market are constantly in a state of uncertainty and flux and money is made by discounting the obvious and betting on the unexpected” অর্থাৎ, ফরেক্স মার্কেট সবসময় অনিশ্চিত পরিস্থিতির মধ্যে থাকে এবং অর্থ উপার্জনের জন্য অনেক সময় আপনাকে অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে হয়। এর মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি যে, ফরেক্সে শতভাগ নিশচয়তা বলে কিছু নেই এবং এখানে মাঝে মাঝে নিয়মের বাইরেও চিন্তা করতে হয় নিজের ট্রেডিং অনুভূতি কাজে লাগিয়ে। আজই ফরেক্স ট্রেডে নিজের সাফল্যের রচনা করতে – এখানে ক্লিক করুন।
জেসি লিভারমোরঃ জেসি মিভারমোর “হাউ টু ট্রেড ইন স্টকস” বই এর লেখক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ট্রেডারদের একজন। ১৯২৯ সালে তার মোট সম্পদ ছিল ১০০ মিলিয়ন ডলার, যার বর্তমান মূল্য হিসাব করলে দাড়াই প্রায় ১.৫-১২ বিলিয়ন ডলার। ১৯২৯ সালের আমেরিকান মার্কেটে ধস নামার পূর্বে তিনি মার্কিন স্টক সেল করে তার মূলধন ১০০ মিলিয়নে নিয়েছিলেন এবং এর জন্য তিনি বিখ্যাত হয়ে যান।
জেসি লিভারমোর বিখ্যাত উক্তিঃ “Play the market only when all factors are in your favor. No person can play the market all the time and win. There are times when you should be completely out of the market, for emotional as well as economic reasons.” । যার অর্থ, মার্কেটের পরিস্থিতি যখন সম্পূর্ণ নিজের পক্ষে পাবেন তখনি আপনার ট্রেড করা উচিত। কোনো ট্রেডারই সবসময় ট্রেড করে জিততে পারেন না। ফরেক্স মার্কেটে আবেগের কোনো জায়গা নেই। তাই যারা সবসময় ট্রেড অর্থাৎ ওভার-ট্রেডিং করতে চান তাদের জন্য লিভারমোরের এই উক্তিটি একটি শিক্ষা বলা যায়।
এড সিকোটাঃ এড সিকোটাকে ট্রেন্ড ফলোয়ার হিসেবে মানা হয়। তিনি দীর্ঘ ১২ বছরে তার একাউন্ট মাত্র ৫ হাজার ডলার থেকে ১.৫ কোটি ডলারে নিয়ে গিয়েছিলেন। ১৯৭০ সালে তাকে একটি ব্রোকার ফার্ম বিশ্লেষক হিসেবে নিয়োগ দেয়। ক্লায়েন্টদের অর্থ পরিচালনার জন্য তিনি প্রথম কমার্শিয়াল কম্পিউটারাইজড ট্রেডিং সিস্টেম তৈরি করেন।
এড সিকোটার বিখ্যাত উক্তিঃ “Fundamentals that you read about are typically useless as the market has already discounted the price, and I call them “funny-mentals”. I am primarily a trend trader with touches of hunches based on about twenty years of experience. In order of importance to me are: (1) the long-term trend, (2) the current chart pattern, and (3) picking a good spot to buy or sell. Those are the three primary components of my trading. Way down in a very distant fourth place are my fundamental ideas and, quite likely, on balance, they have cost me money.”
এই উক্তিতে যদিওবা ফান্ডামেন্টাল বিশ্লেষণ নিয়ে কিছু নেতিবাচক কথা তিনি বলেছেন। তবুও এর থেকে ভাল কিছু শিখার আছে। যেমনঃ ট্রেন্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান ফরেক্স ট্রেডিং এর জন্য এবং অনেকের মতে ফরেক্সে সফলভাবে ট্রেড করতে ফান্ডামেন্টাল জানা অত্যন্ত জরুরি, এই কথাটি ভুল। আপনি যেকোনো একটি বিষয়ে অভিজ্ঞ হয়েও ভাল ট্রেডার হতে পারেন।
জন পলসনঃ জন পলসন ২০০৭ সালে আমেরিকান সাবপ্রাইম মর্টগেজ ধস পূর্বে অনুমান করে এর বিপক্ষে ক্রেডিট ডিফল্ট সয়াপের (Credit Default Swaps) মাধ্যমে প্রায় ৪ বিলিয়ন ডলার মুনাফা করেন। তার এই ট্রেডকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ট্রেড হিসেবে উল্লেখ করা হয়। সর্বশ্রেষ্ঠ ট্রেডিং প্লাটফর্মে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
জন পলসনের বিখ্যাত উক্তিঃ “Many investors make the mistake of buying high and selling low while the exact opposite is the right strategy.”
অনেক ট্রেডার আছেন যারা মার্কেট প্রাইস যখন অনেক উপরে থাকে তখন বাই অর্ডার নিতে চাই এবং অনুরূপভাবে যখন মার্কেট প্রাইস নিচে থাকে তখন সেল অর্ডার নেই। যা পুরোপুরি একটি ভুল। কারণ ওই সময় মার্কেট রিভার্স করার সম্ভাবনা বেশি থাকে। জন পলসন তার উক্তিতে সেই কথাই বলেছেন।
পল টিউডর জোন্সঃ পল টিউডর জোন্সের ব্ল্যাক মানডে (Black Monday) ট্রেডটি এখনো ইতিহাসের অন্যতম সেরা ট্রেড হিসেবে ধারণা করা হয়। তিনি তার ১৯৮৬ সালের ডকুমেন্টারিতে চার্ট প্যাটার্নের ভিত্তিতে মার্কেটের সম্ভাব্য ধসের ভবিষ্যৎবানী করেন। ১৯৮৭ সালে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী আমেরিকান স্টক মার্কেটে বিশাল ধস নামে, যা শতকরা হার অনুযায়ী এখনো পর্যন্ত সবচেয়ে বড় ধস। যখন অন্যান্য ট্রেডাররা এই ধসে লস করছিলেন তখন তিনি এই পরিস্থিতিতে তার একাউন্ট ৩ গুন করে প্রায় ১০০ মিলিয়ন ডলার করেন। সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
পল টিউডর জোন্সের বিখ্যাত উক্তিঃ “That was when I first decided I had to learn discipline and money management. It was a cathartic experience for me, in the sense that I went to the edge, questioned my very ability as a trader, and decided that I was not going to quit. I was determined to come back and fight. I decided that I was going to become very disciplined and businesslike about my trading.”
এখানে জোন্স আমাদের বুঝাতে চেয়েছেন, ফরেক্স ট্রেডিং এ প্রত্যেক ট্রেডারের জীবনে এমন একটি সময় আসবে যখন তিনি অর্থ পরিচালনায় বড় ধরণের ভুল করবেন। তখন তার ভেঙ্গে না পরে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে তিনি পরবর্তীতে কি করবেন। ভুলভাবে অর্থ পরিচালনা করে নিজের মূলধন কমাবেন নাকি নিয়ন্ত্রিত এবং শৃঙ্খল ট্রেডিং এর মাধ্যমে নিজের ট্রেডিং সমৃদ্ধ করবেন? ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট আপনার ভাগ্য নির্ধারণ করে দেয়। তাই সকলের উচিত মানি ম্যানেজমেন্ট ব্যবহার করা।
আজ আমরা ইতিহাসের সেরা ৫ জন ট্রেডারদের সম্পর্কে জানলাম এবং তাদের অভিজ্ঞতা থেকে কিছু শিখার চেষ্টা করলাম। পরবর্তীতে আরো ৫ জন সেরা ট্রেডারের ট্রেডিং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হবে।
আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।