আমরা সবাই ফরেক্স মার্কেটে ট্রেড করি মূলত লাভ করার জন্য। নানাবিদ ট্রেডার নানান ধরণের কৌশল, বিশ্লেষণ অবলম্বন করে এই প্রতিযোগিতামূলক বাজার হতে অর্থ উপার্জনের জন্য। একেকজন ট্রেডার মার্কেটকে একেক রুপে দেখে। অভিজ্ঞ ট্রেডার এবং বিশ্লেষকরা বিশ্বাস করেন ফরেক্স ট্রেডিং এর ৫টি মৌলিক সত্য রয়েছে তা যদি একজন ট্রেডার ভালভাবে মেনে চলতে পারেন তাহলে ফরেক্স ট্রেডিং মানসিকভাবে অনেক সহজ হয়ে যায়।
ফরেক্স ট্রেডিং এর শুরুতেই অনেকেই অল্প বিস্তর লাভ করে থাকেন। কিন্তু এর ধারাবাহিকতা ধরে রাখাটাই হলো আসল লক্ষ্য। আজ আমরা আলোচনা করবো ফরেক্স মার্কেটের ৫ টি সত্য যা আপনাকে লাভবান হতে সহায়তা করবে।
ট্রেডিং এর মূল সত্যঃ আজ আমরা ট্রেডিং এর যে সত্য নিয়ে আলোচনা করবো তা হলো ফরেক্সের মুলনীতি। আপনি যদি অর্থ উপার্জন করতে চান তাহলে এই সত্যগুলো স্বীকার করা উচিত, তানাহলে আপনার ট্রেডিং এর পথ সংগ্রাময় হতে পারে। একজন ট্রেডার যেকোনো পদ্ধতি বা কৌশল ব্যবহার করে ট্রেড করতে পারেন, কিন্তু লাভ করার জন্য আসল উপাদান পদ্ধতি কিংবা কৌশল না। আসল উপাদান হলো তার সঠিক মনোভাব পোষণ করা। সঠিক মানসিকতা নিয়ে ট্রেড করতে না পারলে একটি সফল এবং পরীক্ষিত ট্রেডিং কৌশলও ট্রেডারকে লাভ এনে দিতে পারবে না। এজন্যই এক কৌশল ব্যবহার করেও দুইজন ভিন্ন ট্রেডার সম্পূর্ণ ভিন্ন ফলাফল পেতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ট্রেডিং এর মৌলিক সত্যগুলো যা আমাদের মার্কেটকে নতুন করে দেখতে সাহায্য করবে। আজই ট্রেডিং জগতে এক বিশস্থ ব্রোকারের সাথে যোগদান করুন – এখানে ক্লিক করুন।
যেকোনো কিছু হতে পারেঃ ফরেক্স মার্কেটের এই বিষয়টি আমরা সকলেই কমবেশি জানি। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই সত্যটি আমরা ভুলে যায়। ফরেক্স মার্কেট একটি অনিশ্চিত মার্কেট, যেখানে যেকোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তাই একজন ট্রেডারকে মনে রাখতে হবে প্রত্যেক ট্রেডেই কিছু না কিছু রিস্ক থাকে। অনেক সময় দেখা যায় ট্রেডাররা মার্কেটে এমন একটি পরিস্থিতি লক্ষ্য করেন যা তিনি আগেও দেখেছেন এবং সেই পরিস্থিতি থেকে ভাল লাভও তুলে আনতে পেরেছিলেন। সেইজন্য তিনি সাধারণ নিয়মের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ট্রেড নেন। যা একেবারেই উচিত না। কারণ মার্কেট সবসময় একরকম চলে না। আর আপনার সিদ্ধান্ত যদি ভুল প্রমাণিত হয় তবে আপনি মাত্রাতিরিক্ত ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমাদের উচিত সকল পরিস্থিতিতেই ট্রেডিং এর নিয়ম মেনে চলা এবং যথার্থ রিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করা আমাদের প্রতি ট্রেডে। ট্রেডিং রিস্কের ব্যাপারে অবগত হতে আপনি ডেমো ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
আপনি ভবিষ্যৎবক্তা ননঃ মনে রাখবেন ফরেক্স কোনো ভবিষৎবাণীর জায়গা না। তাই মার্কেটে কি ঘটতে যাচ্ছে তা অনুমান করাও ট্রেডারের কাজ না। একজন ট্রেডারের উচিত তার ট্রেডিং কৌশল এবং বিশ্লেষণ বাছাই করা এবং সেই অনুযায়ী ট্রেড করা। এই নিয়মের বাইরে অন্য সকল ধরণের কার্যবিধি আমাদের বর্জন করা উচিত। শুধুমাত্র অনুভূতির বশে কিংবা জুয়ার মতো ট্রেড করলে তার কোনো নিশ্চয়তা থাকে না। সুতরাং নিজেকে ভবিষ্যৎভক্তা মনে না করে, সঠিক কৌশল এবং পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করুন।
লাভ-ক্ষতি উভয় আবশ্যিকঃ ফরেক্স ট্রেডিং এ আপনি যদি লাভজনক অবস্থানে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি কিছু ভাল ট্রেডিং সিদ্ধান্ত নিয়েছেন অথবা ভাল পরিস্থিতির মধ্যে আছেন। এর মানে এই না যে আপনি কখনো ট্রেড হারবেন না। অনেক ট্রেডার কিছু ট্রেড পর পর জিতলে অথবা কয়েকদিন লাভবান ট্রেডিং করলে মনের মধ্যে অপরাজেয় মনোভাব নিয়ে আসে। যা প্রকৃত অর্থে ট্রেডারকে ক্রমশ ঝুঁকি নিতে উৎসাহ দেই। একজন ট্রেডারকে মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে আপনি সবসময় জয়ি হতে পারবেন না। আপনি যত ভালই কৌশল বা বিশ্লেষণ অথবা পদ্ধতি ব্যবহার করুন না কেন, লাভ-ক্ষতি দুটোই ফরেক্স ট্রেডিং এ বিদ্যমান। তাই প্রত্যেক ট্রেডারের উচিত যথাযথ মানি ম্যানেজমেন্ট ব্যবহার করা প্রতি ট্রেডিং এ।
শতভাগ নিশ্চিত বলে কিছু নেইঃ ফরেক্স ট্রেডিং এ ১০০% বলে কিছু নেই। আপনার ট্রেডিং সেট আপ যতই ভাল হোক না কেন, এটি শুধুমাত্র আপনার ফলাফল ভাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে পারবে। আপনার সাফল্য শতভাগ নিশ্চিত করতে পারবে না। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছেন, যারা দাবি করেন তিনি শতভাগ নিশ্চিত ট্রেডিং এর গ্যারান্টি দিতে পারবেন। সত্যি বলতে এমনটা কেউ দিতে পারে না। তাই মনে রাখার চেষ্টা করবেন ভাল কৌশল, বিশ্লেষণ, পদ্ধতি অথবা ট্রেড সেট আপ আপনার ট্রেডিং এ উচ্চ সম্ভাবনা সৃষ্টি করতে পারে শুধু, শতভাগ নিশ্চয়তা দিতে পারে না।
ফরেক্স মার্কেটে প্রতিটি মুহূর্ত অনন্যঃ ফরেক্স মার্কেটে বলতে প্রতিটি মুহূর্তই নতুন করে সৃষ্টি হই। মার্কেটে ট্রেডিং প্যাটার্ন মূলত ট্রেডারদের আচরণের ভিত্তিতেই সৃষ্টি হই। যদি অনেক ট্রেডার একসাথে বিক্রয় সিদ্ধান্ত নেই তাহলে দাম কমে যায়, আর যদি ক্রয় সিদ্ধান্ত নেই তাহলে দাম বাড়ে। কিন্তু একরকম ট্রেডিং অবস্থা পুনরায় তৈরি হওয়া অনেকটাই অসম্ভব। এজন্য দুইটি ট্রেড সেট আপ যতই দেখতে এক লাগুগ না কেন, দুটি যে এক ফলাফল দিবে তার কোনো নিশ্চয়তা নেই।
অধিকাংশ ট্রেডারই ফরেক্স মার্কেটে সবসময় সফলভাবে ট্রেড করতে পারে না তাদের চিন্তাধারার জন্য। তাদের ট্রেড হারার পিছনে সিস্টেম বা পদ্ধতি দায়ী থাকে না। যদি একজন ট্রেডার প্রত্যেক ট্রেডিং এ একই ধরণের চিন্তাধারা ব্যবহার করেন, তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা খুব কম। এজন্য ফরেক্স মার্কেটকে ভিন্নভাবে দেখা উচিত এবং পরিস্থিতিকে ভিন্নভাবে চিন্তা করতে শিখা উচিত প্রতিটি ট্রেডারের।
আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}