ফরেক্স ট্রেডিং এর সাথে জরিত রয়েছে অনেক জল্পনা এবং কল্পনা। অনেক ট্রেডারই এই মার্কেটে যোগদান করেন খুব কম পুঁজিতে অনেক বেশি লাভ করার চিন্তাভাবনা নিয়েই। এক দৃষ্টিতে দেখতে গেলে বিশ্বের সবচেয়ে বড় অর্থ বাজারে তা অসম্ভব কিছু না তবে একজন ট্রেডারকে সাফল্য অর্জন করতে অনেক কিছু জানতে এবং মানতে হয়, এছাড়া তার সাফল্য দীর্ঘস্থায়ী হতে পারে না। ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আমাদের কিছু ব্যাপারে আলোকপাত করা উচিৎ এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আমরা আমাদের ট্রেডিং ক্যারিয়ার সাজাই তাহলেই আমরা অধ্যাবসায় এর মাধ্যমে ট্রেডিং এ সাফল্য অর্জন করার ব্যাপারে অগ্রগামী হতে পারবো। যে ৫ টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ফরেক্স ট্রেডিং শুরু করার আগে জানা দরকার তা হলোঃ
১। ফরেক্স একটি সম্ভাবনার মার্কেট = ফরেক্স মার্কেট এমন একটি অর্থ বাজার যেখানে ১০০% নিশ্চয়তা দ্বারা কোন কিছু বলা সম্ভব নয়। ৫ মিনিট পর মার্কেট বাই যাবে না সেল যাবে এই ব্যাপারে ১০০% নিশ্চয়তা কোন বিজ্ঞ ট্রেডার বা এনালিস্ট দিতে পারবেন না কারন এই মার্কেটের নড়াচড়ার পিছনে অনেক রকম কারন থাকে যার মধ্যে রয়েছে মার্কেটের ভাবপ্রবণতা এবং ফান্ডামেন্টাল খবর যা মার্কেটে অনিশ্চয়তা প্রায়ই সৃষ্টি করে থাকে। তাই একজন ট্রেডারের উচিৎ সম্ভাবনার কথা মাথায় রেখে তার ট্রেডিং স্ট্রাটেজি সাজানো এবং বার বার লস হলেও তার সাজানো স্ট্রাটেজি থেকে সটকে না যাওয়া এবং এই মার্কেটকে সঠিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা।
২। অবাস্তব প্রত্যাশা পতনের মূল = ফরেক্স বিশ্বের অন্যতম এবং সবচেয়ে বড় অর্থ বাজার যেখানে দিনে ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি পরিমাণের ট্রেড করা হয়। তবে এই বাজারে ৳১০০০ পুঁজি নিয়ে প্রতিদিন ৳৫০০ অর্জন করার চিন্তা অনেকটা অবাস্তব। যদিও তা অসম্ভব না তবে ধারাবাহিকভাবে এই পরিমান লাভ করতে গেলে বিপুল পরিমাণের ঝুকি বহন করতে হবে যা একজন ট্রেডারের দীর্ঘমেয়াদি ট্রেডিং অগ্রগতির জন্যে কোনভাবেই প্রতাশিত নয়। অনেক সময় দেখা যায় মার্কেট উত্তেজিত অবস্থায় রয়েছে, সেই সময় ঝুকি নিয়ে ট্রেড করে অল্প সময়ে লাভবান হওয়ার চেষ্টা না করে আমাদের একটি পরিকল্পনা মাথায় রেখে ট্রেড করা উচিৎ।
৩। জ্ঞ্যান অর্জনের কোন শেষ নেই = ফরেক্স এমন একটি অর্থ বাজার যেখানে প্রতিদিনই নতুন কিছুর মোকাবেলা করতে হয়। মার্কেট সবসময় পরিবর্তন হতে থাকে এবং এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে চলে এই মার্কেটে লাভ করতে হলে ক্রমাগতভাবে জ্ঞ্যান অর্জন করতে থাকতে হবে। জ্ঞ্যান অর্জনের এই অর্থ নয় যে প্রতিদিন নতুন স্ট্রাটেজি খোজ করা এবং তা নিয়ে আরো কিভাবে লাভবান হওয়া যায় তা চিন্তা করা। জ্ঞ্যান অর্জনে অব্যাহত রাখার মুল উদ্দেশ্য হচ্ছে মার্কেটের ব্যাপারে বিস্তারিত খোজখবর রাখা এবং মার্কেটের গতিবিধি বোঝার জন্যে যা শিখার প্রয়োজন বা জানার প্রয়োজন তা জানার চেষ্টা করা। এই ব্যাপারে অনেক ফরেক্স ব্রোকার ফ্রিতে নানা রকম সেমিনার, ওয়েবিনার এবং নানা রকম শিক্ষার ব্যাবস্থা করে থাকেন যা একজন ট্রেডারকে ভালোভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
৪। মুনাফা থেকেও প্রক্রিয়াকে গুরুত্ব দিন = ফরেক্সে সবাই অনেক বেশি মুনাফা অর্জন করার চিন্তা ভাবনা নিয়ে প্রবেশ করে ফলে নানা রকম বিভ্রান্তিতে পরে আরো ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই একজন ট্রেডারের দরকার মুনাফার কথা চিন্তা করার আগে কিভাবে একটি সুশৃঙ্খল প্রক্রিয়া বাস্তবায়ন করা যায় তা বুঝা। এমন একটি স্ট্রাটেজি নিয়ে কাজ করা যা তার মানসিকতার এবং ট্রেডিং ধরনের সাথে মিলে। একজন ট্রেডার যদি সারাদিন এনালাইসিস বা ট্রেড করতে না পারে তবে তার উচিৎ স্ক্যাল্পিং ট্রেডিং না করে সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং এর স্ট্রাটেজি নিয়ে কাজ করা। নতুন ট্রেডাররা তাদের স্ট্রাটেজি বা ট্রেডের ধরন জানার ক্ষেত্রে ব্রোকারের ডেমো একাউন্টে চর্চা করতে পারে যার দরুন সে মার্কেটের সাথে আরো পরিচিত এবং নিজের ট্রেডিং ধরনের ব্যাপারে আরো অবগত হতে পারবে।
৫। ভালো ব্রোকার নিবাচন = নতুন ফরেক্স ট্রেডারদের উচিৎ ভালো একটি ব্রোকারের সাথে ট্রেড করা যার সাহায্য এবং সহযোগিতায় সে তার ট্রেডিং অগ্রগতিকে আরো গতিময় করে তুলতে পারবে। একটি ভালো ব্রোকার নির্বাচন ততটাই গুরুত্বপূর্ণ যতটা একটি ভালো স্ট্রাটেজি নির্ণয় করা। তাই যে ব্রোকার খুব দ্রুত উত্তলন, সার্বিক সহায়তা, নির্ভরযোগ্য এবং ভালো ট্রেডিং পরিবেশ দিতে পারবে, সে ব্রোকারের সাথে ট্রেড করা উচিৎ। ব্রোকার যাচাই করতে একজন ট্রেডার ডেমো একাউন্ট খুলে ব্রোকারের সার্ভিস এবং মানানসই কিনা তা যাচাই করতে পারবেন। ডেমো একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
একজন ট্রেডার যদি ফরেক্স মার্কেটে প্রবেশের পূর্বে এই ৫ টি গুরুত্বপূর্ণ ব্যাপারে মনোনিবেশ করতে পারে তবে সে একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। যদি একজন ট্রেডার অধ্যাবসায় এবং শৃঙ্খলা মেনে ট্রেড করে তবে এই মার্কেটে সাফল্য অর্জন করা তার জন্যে সহজলভ্য হবে।
আজই ফরেক্স ট্রেড শুরু করতে এবং বিশ্বমানের সেবা পেতে – এখানে ক্লিক করুন
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}