ফরেক্স বর্তমান অর্থায়নের যুগে খুব পরিচিত একটি নাম হওয়া সত্ত্বেও এদেশের খুব কম সংখ্যক মানুষই এর সম্পর্কে ধারণা রাখে। ধারনার চেয়ে ভুল ধারণা বলাটায় মূলত শ্রেয় হবে, কারণ স্বল্প জ্ঞান এবং অল্প শ্রবনের ভিত্তিতে আমরা খুব সহজেই মনে করা শুরু করি আমরা অনেক কিছু জানি এবং ভুলটা মূলত এখানেই হয়। আর ফরেক্সের বেপারে এই ভুলের মাসুল গুনতে হয় নিজের কষ্টার্জিত অর্থ হারিয়ে। তাই আজ এই আর্টিকেলে আমরা জানবো ফরেক্স এর ৫ টি প্রধান ভুল ধারণার ব্যাপারে এবং তা থেকে আমরা কিভাবে নিজেদের সংশোধন করতে পারি।
১। সহজে ধনী হওয়ার উপায়ঃ আপনি ফরেক্সে টাকা ইনভেস্ট করুন খুব সহজেই লাভবান হবেন। আপনি যদি লাখপতি হোন তাহলে ফরেক্সে আসলেই হয়ে যাবেন কোটিপতি। আর যদি হাজারপতি হন তাহলে অনায়াসেই হয়ে যাবেন লাখপতি, তাও অতি অল্প পরিশ্রমে। প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণই একটি ভুল ধারণা। এটা সত্যি আপনি চাইলেই ফরেক্স থেকে লাখ লাখ বা কোটী টাকাও কামাতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটা করতে হয় মানসিকভাবে। ফরেক্সের সাফল্য নির্ভর করে কঠোর পরিশ্রম, আনুগত্য, মানসিক দৃঢ়তা এবং নিজের ব্যর্থতা থেকে শিক্ষা লাভের মাধ্যমে।
২। ফরেক্সে নামার জন্য অনেক অর্থের প্রয়োজনঃ এককালে শুধুমাত্র সরকার, ব্যাংক এবং বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানই ফরেক্স মার্কেটে অনুপ্রবেশের করতে পারতো এবং তারাই কেবল এখানে লেনদেন করতে পারতো। এথেকে ধারণা হতে পারে যে বিপুল অর্থের মালিক না হলে আপনি খুব সহজে এই ব্যবসায়ের সাথে সংযুক্ত হতে পারবেন না। এটাও একটি ভুল ধারণা। আপনি চাইলেই খুব অল্প সংখ্যক অর্থের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে পারেন। ইলেকট্রনিক ট্রেডিং শুরু হওয়ার পর থেকে ইন্টারনেট সংযোগ এবং একটি ভাল ব্রোকারের মাধ্যমে যেকোন খুচরা ব্যবসায়ী অথবা সাধারণ জনগণ ফরেক্সে যুক্ত হতে পারছেন এবং সফলতার সাথে তাদের ট্রেডিং চালিয়ে যাচ্ছেন। আজকাল ফরেক্স বিনিয়োগ করার জন্য আপনার কাছে ৫০ থেকে ১০০ মার্কিন ডলার থাকলেই হবে। ফরেক্সে এরকম অনেক ভাল ব্রোকার আছে যারা এই অল্প বিনিয়োগে আপনাকে একাউন্ট খুলতে দিবে তাদের প্ল্যাটফর্মে। যদিও আপনি ৫০ ডলারে একাউন্টে অনেক বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন না, এজন্য কিছু ব্রোকার আছে যারা উচ্চহারে লেভারেজ দেয় ট্রেডারদের যাতে তারা কিছুটা হলেও ঝুঁকি নিয়ে ভালো মুনাফা অর্জন করতে পারে। এছাড়াও আপনি চাইলে বিনা খরচেও ফরেক্স ট্রেডিং করতে পারেন ডেমো একাউন্টের মাধ্যমে। প্রায় সবধরনের অনলাইন ব্রোকার এই সুবিধা দিয়ে থাকে। যার সাহায্যে আপনি বিনা ঝুঁকিতেই আপনার ট্রেডিং দক্ষতা যাচাই এবং উন্নয়ন করতে পারবেন।
৩। ফরেক্স একটি পাতানো ব্যবসাঃ দুর্ভাগ্যবশত হলেও সত্যি যে ফরেক্সে লাভবান ব্যবসায়ীদের তুলনায় অসফলদের সংখ্যায় অনেক বেশি। পরিসংখ্যানমতে, কেবলমাত্র ৫% ফরেক্স ব্যবসায়ীরাই এখানে সফলতা পায় এবং বাকি ৯৫% মানুষ তাদের অর্থ নানাবিধ কারণে হারাতে বাধ্য হয়। অনেকে এই হারের কারণ হিসেবে ধরে নেই ফরেক্সকেই। অনেকেরই ভুল ধারণা ফরেক্স একটি পাতানো ব্যবসায় যেখানে মানুষ হারতে বাধ্য। বর্তমানে ফরেক্স বিশ্বের সর্ববৄহৎ অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে প্রতি মিনিটে হাজারেরও বেশি আর্থিক লেনেদেন সংগঠিত হয়। এতো বড় একটি প্রতিষ্ঠানকে কোনোভাবে পাতানো অসম্ভবই বলা যায়। এছাড়াও এই প্ল্যাটফর্মের সাথে প্রায় সব কয়টি দেশের অর্থনীতি সরাসরি জড়িত থাকে ফলে কোনো মুদ্রার মান বাড়ছে কি কমছে যা যাচাই করা খুব একটা ভাবনার বিষয় না।
৪। যত জটিল স্ট্র্যটেজি ততই বেশি সাফল্যঃ স্বাভাবিকভাবেই কোনো ফরেক্স বাবসায়ী যখন তার ফরেক্স ট্রেডিং শুরু করে তখন সহজ কৌশল অবলম্বন করে এবং তার পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলে বিনিময়ে স্বল্প মুনাফা পায়। এর থেকে অনেকের ধারণা হওয়া শুরু হয় যে ট্রেডিং কৌশল যত বেশি পেঁচালো ও জটিল করা যায় হয়তো আপনি ততবেশি মুনাফা অর্জন করা সম্ভব। যা নিতান্তই ভ্রান্ত ধারণা। এই ভুল ধারণার দরুন ট্রেডাররা দেখা যায় বেসিক প্রাইস মুভমেন্ট, মার্কেট ট্রেন্ডিং(trending) নাকি রেঞ্জিং (ranging) এইসব সহজ এবং আবশ্যক বিশয়গুলোকে উপেক্ষা করে তাদের ট্রেডিংকে নানাভাবে জটিল করা শুরু করে এবং বেশি বেশি ট্রেড করতে চায়, ফলাফল যথারীতি নেতিবাচকই হয়ে থাকে। এটা সত্যি যে ফরেক্স থেকে সহজে টাকা ইনকাম করা যায় না, তবে সহজ কৌশল থেকে যদি আপনি ধারাবাহিকভাবে সফলতা পান তাহলে মানি ম্যানেজমেন্ট(money management) এর মাধ্যমে আপনার মুনাফার পরিমাণ বাড়াতে পারেন। সামর্থের বাইরে জটিল কৌশল অবলম্বন না করায় শ্রেয়।
৫। ফরেক্সে ট্রেড করার জন্য অর্থনীতির ডিগ্রি থাকা চায়ঃ ফরেক্স একটি অর্থনীতিক লেনেদেনের প্ল্যাটফর্ম এজন্য এখানে সফলভাবে ট্রেড করতে আপনার অবশ্যই অর্থনীতিক জ্ঞান থাকা চায়। আর অর্থনীতির উচ্চতর ডিগ্রি থাকলে তো কথায় নেই। ফরেক্সে আপনার সফলতা অবধারিত। এই ধারণা সবার থাকলেও কথাটা পুরপুরি সঠিক নয়। এটা ঠিক যে অর্থনীতিক সাধারণ ধারণা থাকা আপনার জন্য একটি বাড়তি সুবিধা হতে পারে কিন্তু আপনি প্রাথমিক ধারণা অথবা ডিগ্রি ছাড়াও এখানে সফল হতে পারবেন। এখানে এমন অনেক সফল ফরেক্স ট্রেডার রয়েছেন যাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড অর্থনীতির বাইরে হলেও তারা বিভিন্ন ব্যাংক এবং বড় আর্থিক প্রতিষ্ঠানের জন্য কাজ করে এবং ভালোভাবেই করে যাচ্ছেন। একজন ভাল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য সংখ্যাতত্ত্বের উপর ভাল কমান্ড, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মার্কেটের ডিরেকশনের উপর ভাল ইন্টিউশন ক্ষমতা থাকায় যথেষ্ট।
পরিশেষে বলা যায়, ফরেক্স মার্কেটে কাল্পনিক ধারণার অভাব নেই যা আপনাকে খুব সহজেই ভুল পথে প্রচালিত করতে পারে এবং আপনার অসফল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। একজন ট্রেডারের উচিত মার্কেট সম্পর্কে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা এবং এই ব্যবসায়ের সাথে আসলে কি জড়িত তা জানা।