একজন মানুষ যখন ফরেক্স মার্কেটে অন্তর্ভুক্ত হন তার মনে একটাই আশা থাকে। সেটি হল তিনি কিভাবে অর্থ উপার্জন করবেন এবং নিজের জীবনযাত্রার মান উন্নত করবেন? আমরা যারা ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সবার মনেই এই বাসনায় রয়েছে। এই আশায় কোনো ভুল নেই কারণ আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং নিজের লক্ষ্য সামনে রেখে যথাযথ নিয়ম মেনে চলেন, তাহলে আপনি চাইলেই আপনার এই সহজ আশা পূরণ করতে পারবেন। তবে সেটি করার জন্য আমাদের কেবল অর্থ উপার্জনের চিন্তা করলে হবে না। ট্রেডিং এ অর্থ উপার্জনের জন্য আমাদের বুদ্ধিমান, বাস্তবমুখী এবং সাফল্যের বাধা সমূহকে পিছনে ফেলতে হবে।
আপনি কি কেবল অর্থকে ভালবাসেন নাকি অর্থ উপার্জনের প্রক্রিয়াকেঃ ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সময় নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি ফরেক্স ট্রেডিং শেখার প্রক্রিয়া, বিশ্লেষণ, চার্ট গবেষণা কিংবা পর্যবেক্ষণ মূলত ফরেক্স ট্রেডিং এর আনুসাঙ্গিক প্রক্রিয়াকে পছন্দ করেন? আপনি কি আসলেই ফরেক্স ট্রেডিং উপভোগ করেন? নাকি আপনি মনে করেন ফরেক্স একটি দ্রুত অর্থ উপার্জনের মাধ্যম? আর এজন্যই এখানে ট্রেড করতে চাচ্ছেন। বেশিরভাগ ট্রেডাররাই বিশেষ করে নতুন ট্রেডারদের উত্তর হবে দ্বিতীয়টি।
ফরেক্স ট্রেডিং হোক কিংবা আপনার বাস্তবিক জীবন হোক, আপনি যদি প্রক্রিয়াকে ভালবাসতে না পারেন তাহলে আপনার লক্ষ্য অর্জন করা অনেক কষ্টকর হয়ে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আপনি অর্থ উপার্জনের প্রক্রিয়া ভালবাসেন নাকি শুধু অর্থকে ভালবাসেন?
নিম্নে কিছু লক্ষণ দেওয়া হলো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি ভুল পথে আগাচ্ছেনঃ
# আপনি এমন অর্থ বিনিয়োগ করছেন যা হারানোর সামর্থ্য আপনার নেই। যদি আপনি এমনটা করে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার মূল মনোযোগ কেবল অর্থের দিকে। এমন ট্রেডার কেবল বিনা লসে দ্রুত অর্থ উপার্জনের জন্য ট্রেড করে থাকেন, অথচ তারা হারানোর সম্ভাবনাকে সম্পূর্ণ উপেক্ষা করে। যা করা একেবারেই অনুচিত। আসল কথা হলো, আপনি যেই অর্থ হারানোর ক্ষমতা রাখেন না সেই অর্থ দিয়ে ট্রেড করাও উচিত না।
# আপনি যদি ফরেক্স ট্রেডিং, ট্রেডিং প্ল্যান কিংবা ট্রেডিং কৌশলের চেয়ে বেশি অর্থ উপার্জনের চিন্তা করেন সবসময়, তাহলে আপনি ভুল পথে যাচ্ছেন। ফরেক্স ট্রেডিং হচ্ছে খেলার মতো এবং অর্থ হচ্ছে সেই খেলায় স্কোর করার একটি মাধ্যম যা আপনি শৃঙ্খলা এবং ধৈর্যের মাধ্যমে বাড়াতে পারবেন। আপনি যদি সঠিকভাবে ট্রেড করেন এবং এর প্রক্রিয়ার উপর মনোযোগ দেন তাহলে দেখবেন আপনি ভাল অর্থ উপার্জন করতে পারছেন। খেলায় যদি জিততে হয় খেলার দিকে মনোনিবেশ করতে হবে স্কোরের উপর না। যদি তা করেন তাহলে হারার সম্ভাবনা বেশি।
# যখন আপনি অর্থ উপার্জনের পূর্বে সেই অর্থ দিয়ে কি করবেন তার পরিকল্পনা করেন তাহলে আপনার মনোভাব সঠিক নয়। এক্ষেত্রে আপনি কেবল লাভের চিন্তা করছেন, লসের না। অনেক অনভিজ্ঞ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে উপার্জিত অর্থ দিয়ে কি করবেন তা নিয়ে উত্তেজিত হয়ে পড়েন, সেই অর্থ উপার্জন করার পূর্বেই। মনে আকাঙ্ক্ষা এবং লক্ষ্য থাকা ভাল। তবে আপনি যদি সেই লক্ষ্য পূরণ করার পূর্বেই তা উৎযাপনের চিন্তা করেন তাহলে আপনি ভুল পথে আগাচ্ছেন।
# কোন কারণ ছাড়া ট্রেড নেওয়া। অনেক ট্রেডার আছেন যারা সবসময় ট্রেড নেন, কারণে-অকারণে কিংবা শুধুমাত্র সময় পার করা জন্য, কিংবা নিজের ট্রেডিং আসক্তি পূরণের জন্য। যদি আপনি এইসব কারণে একটি ট্রেড বন্ধ করার সাথে সাথে অন্য ট্রেড শুরু করেন, তাহলে ধরে নিবেন আপনি ভুল পথে হাটছেন। এটি একধরণের ট্রেডিং আসক্তি যা কখনোই একজন ট্রেডারকে ভাল ফলাফল এনে দিতে পারে না।
# আপনি যদি মার্কেটের ছোট-বড় সবধরনের পরিবর্তনে উত্তেজিত হয়ে পড়েন তাহলে, এখনি সময় নিজেকে শুধরে নেওয়ার। কারণ এই অভ্যাসটি আপনাকে অতি-বিশ্লেষণ এবং ওভার-ট্রেডিং করতে বাধ্য করবে এবং আপনি দ্রুত অর্থ হারাতে থাকবেন।
ট্রেডিং করার সঠিক কারনঃ
# মূলত ফরেক্স ট্রেডিং করার জন্য একটি সহজ এবং সোজা কারনই যথেষ্ট এবং তা হল আপনি ট্রেডিং ভালবাসেন। এখানে ট্রেডিং করার জন্য এর প্রক্রিয়াকে ভালবাসতে হবে। এটিকে অর্থ উপার্জনের শেষ মাধ্যম হিসেবে দেখলে হবে না। আপনাকে ফরেক্স ভালবাসতে হবে। বিশ্লেষণ করা চার্ট পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা, উদ্যোক্তা হওয়া, ফরেক্স অধ্যয়ন করা মোট কথা ট্রেডিং এ সমস্ত প্রক্রিয়াকে ভালবাসতে হবে।
# আপনি যদি ট্রেডিং এ সুশৃঙ্খল এবং গঠনমূলক চিন্তা করেন, পরিকল্পনা তৈরি করেন, নোট কিংবা স্প্রেডশিট রাখা শুরু করেন তাহলে বুঝা যাবে আপনি ট্রেডিং কে অনেক গুরুত্বের সাথে দেখছনে এবং সঠিক পথে যাচ্ছেন। এইসব কর্মকাণ্ড করার মানেই হচ্ছে আপনি ট্রেডিং এর প্রক্রিয়াকে গ্রহণ করেছেন এবং উপভোগ করছেন। এই সমস্ত কর্মকাণ্ডগুলো আপনার মধ্যে জবাবদিহিতা এবং সঠিক ট্রেডিং অভ্যাস ও রুটিন বিকাশে সাহাযা করবে। আজই সল্প স্প্রেডে এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
# আপনি যখন কেবলমাত্র ট্রেডিং ছাড়াও ট্রেডিং এর অন্যান্য বিষয়গুলোর উপর মননিবেশ করবেন, যেমনঃ এখন এই ব্লগটি পড়ছেন, কিংবা ফরেক্স অন্যান্য ভাল বই পড়ছেন, শিখছেন অথবা নতুন কৌশল শিখতে আগ্রহী হচ্ছেন, তখন বুঝবেন আপনি আসলেই এই প্রক্রিয়াকে ভালবাসেন শুধুমাত্র অর্থকে নয়।
# আপনি যখন সর্বদা নিজেকে আরো বেশি উন্নত করার চিন্তা করা শুরু করবেন তাহলে বুঝবেন আপনি ট্রেডিং এর সঠিক পথে আছেন। ট্রেডিং এর অর্থই হচ্ছে আত্ম-উন্নতি করা। তীব্র শৃঙ্খলা, লক্ষ্যমাত্রাই অটল, ধৈর্য এইসব উপাদান শুধুমাত্র ট্রেডিং কে নয় আপনার জীবনেকেও সফল করতে পারে।
# নিজের মধ্যে একধরণের প্রতিযোগি মনোভাব সৃষ্টি হওয়া। আপনি যখন লক্ষ লক্ষ ট্রেডারদের সাথে প্রতিযোগি মনোভাব আনতে পারবেন এবং নিজেকে অন্য ট্রেডারদের চেয়ে ভাল প্রমান করার চেষ্টা করবেন, তখন বুঝবেন আপনার মধ্যে একজন সফল এবং আত্মবিশ্বাসী ট্রেডারের চরিত্র ফুটে উঠেছে। এর মাধ্যমে আপনি এমন একজন মানুষে পরিনত হবেন যিনি নিজের লক্ষ্য পুরনে অবিচল।
ট্রেডিং এ নিজেকে সফলভাবে দেখতে চাইলে আমাদের উচিত এর প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা স্থাপন করা। নিজের উপর, নিজের দক্ষতার উপর এবং নিজের অনুভূতির উপর বিশ্বাস রাখতে হবে। আর সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ট্রেড করতে হবে। আজই ফরেক্স ট্রেড করতে – এখানে ক্লিক করুন।