“মানুষ মাত্রই ভুল” একথা আমরা সবাই জানলেও, খুব কম মানুষ আছে যারা এটি মানে এবং জীবনে প্রয়োগ করে। ফরেক্স মার্কেট একটি অপার সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনি চাইলেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। সবকিছুর মধ্যে যেমন কিন্তু থাকে এখানেও ঠিক একটা কিন্তু থেকে যায়। ফরেক্স মার্কেটে যেমন দ্রুত অর্থ উপার্জন করা যায়, তেমনি সামান্য কিছু ভুলে সেই অর্থ হারানো কোনো কঠিন ব্যাপার না। আপনি যদি নাই জানেন আপনার ভুল কোথায়, তাহলে সেটি হচ্ছে আপনার সবচেয়ে খারাপ ভুল। তাই ফরেক্সে ক্ষতি কমাতে এবং আয় বাড়াতে আপনার জানতে হবে ট্রেডিং এর সাধারণ ভুলগুলো কি এবং তা থেকে কিভাবে নিজেকে বাচিয়ে রাখা যায়।
স্বল্প জ্ঞানঃ প্রত্যেকদিন ফরেক্স মার্কেটে হাজার হাজার ব্যবসায়ী অন্তর্ভুক্ত হচ্ছেন এই মার্কেটের সভাবনা বিবেচনা করে। কিন্তু সবাই খুব সহজে এখানে লাভ করতে চাই। এজন্য এই ব্যবসায়ের সম্পর্কে খুব বেশি কিছু না জেনে অধিকাংশ ট্রেডার বিনিয়োগ করে এবং ট্রেডিং শুরু করে। কিন্তু ট্রেডিং শুরু করার আগে, একজন ট্রেডারকে ট্রেড পরিচালনা, ফরেক্সের টুলস কিভাবে ব্যাবহার করে, ট্রেড কিভাবে নিতে হয়, ফরেক্স ইনডিকেটরস ইত্যাদি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এইসব না জেনে অনেকেই ট্রেড করতে চাওয়ার কারনে দুর্ভাগ্যবশত নিজের অর্থ হারাতে থাকে।
উপায়ঃ বর্তমানে ইলেক্ট্রনিক ট্রেডিং এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকার ফলে ফরেক্স ট্রেডিং শিখা অনেকটা সহজ হয়ে গেছে। আপনি খুব সহজেই অনলাইনে ফরেক্সের বেসিক সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। ফরেক্স শিখার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে ডেমো একাউন্ট। এই একাউন্টের মাধ্যমে আপনি সরাসরি ফরেক্স মার্কেটের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং বিনা খরচে ট্রেড করতে পারবেন। এই একাউন্টে আপনি ফরেক্সের সবধরনের টুলস, ইনডিকেটরস, সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। সুতরাং যাদের ফরেক্স মার্কেট এবং ট্রেডিং সম্পর্কে কোনো প্রকার ধারণা নেই তারা ডেমো একাউন্টের মাধ্যমে সহজেই ট্রেডিং শিখতে পারবেন। সর্বাধিক সুবিধার সাথে ডেমো একাউন্টে ট্রেড করতে- এখানে ক্লিক করুন।
ওভার-ট্রেডিং: বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা দীর্ঘমেয়াদীভিত্তিতে ফরেক্সে লাভবান হতে পারে না, তার একটি অন্যতম কারণ হচ্ছে ওভার-ট্রেডিং। বেশিরভাগ ট্রেডাররা এটাই বুঝতে পারেন না যে তারা অনেক বেশি ট্রেড নিয়ে ফেলছেন একই সময়ে, যেগুলো একসাথে পরিচালনা করা তার ক্ষমতার বাইরে। একবার যখন ট্রেডার ট্রেড নিয়ে ফেলে এর পর তা পরিচালনা সঠিকভাবে না করতে পারলে তিনি ক্ষতির শিকার হবেন। একসাথে একাধিক ট্রেড পরিচালনা অভিজ্ঞ ট্রেডারদের জন্যও অনেক কঠিন। এছাড়া ওভার-ট্রেডিং আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মানতে দেয় না ফলে একজন ট্রেডার যখন ট্রেড হারেন, তার ক্ষতির মাত্রাটাও বেশি হয়।
উপায়ঃ ওভার-ট্রেডিং এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ট্রেডাররা বুঝতেই পারে না তারা তাদের সীমার অধিক ট্রেড নিয়ে ফেলছেন। তাই এই ভুল থেকে বাচার উপায় হচ্ছে আমাদের প্রত্যেকদিন একটি সীমাবদ্ধ লক্ষ্য নিয়ে ট্রেড করতে হবে। ট্রেড শুরু করার আগেই সম্ভাব্য ট্রেড প্ল্যান করে নিতে হবে এবং আজকে কি পরিমাণ আয়-অথবা ক্ষতি আপনি তা মানসিকভাবে নির্ধারণ করে রাখবেন। এই নিয়মে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে খুব সহজেই ওভার-ট্রেডিং থেকে নিজেকে বাচাতে পারবেন।
ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করাঃ ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে প্রচলিত ভুলগুলোর একটি হচ্ছে কোনো প্রকার ট্রেডিং প্ল্যান ছাড়াই ট্রেড করা। অধিকাংশ ট্রেডাররা মনে করেন কিছুটা লাভ করার পর ট্রেডিং প্ল্যান করবেন নাহয় মনে করেন তাদের ট্রেড প্ল্যান এর প্রয়োজনই নেই। এইসমস্ত চিন্তাই তাদের সাফল্য ধরে রাখে মূলত। একজন ট্রেডার যখন কোনো একটি নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া ট্রেড করেন তখন মানসিক আবেগ তাকে প্রভাবিত করতে পারে সহজেই এবং ট্রেডিং অনেকটা জুয়ার মতো হয়ে যায়। আর এই ভুলের কারণে অধিকাংশ ট্রেডার প্রতিদিন ফরেক্স মার্কেটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপায়ঃ এর একমাত্র উপায় হচ্ছে একটি নির্দিষ্ট ট্রেড প্ল্যান তৈরি করা এবং তা যথাযথভাবে পালন করা। ট্রেডিং প্লান তৈরি করার জন্য আমরা ডেমো একাউন্টের সহায়তা নিতে পারি। ডেমো একাউন্টে ট্রেড করে কোন ট্রেডিং সিস্টেম আমাদের জন্য উপযোগি তা নির্ধারণ করা অনেক সহজ। এছাড়া যারা নতুন ট্রেডার তাদের উচিত ট্রেড প্ল্যান লিখিতভাবে তৈরি করা এবং প্রতিদিন ট্রেড করার পূর্বে দেখে দেখে ট্রেড করা।
অতিরিক্ত লেভারেজ নেওয়াঃ লেভারেজ একটু দুমুখি রাস্তার মতো। যার একটি রাস্তা আপনাকে অতিরিক্ত মূলধন শক্তি দিয়ে ব্যাপক অর্থ লাভের দ্বার খুলে দেয় এবং অন্য রাস্তা আপনাকে অতিরিক্ত ঝুঁকি নিতে উৎসাহিত করে। অর্থ লাভের বিষয়টি সব ট্রেডাররাই মাথায় রাখলেও, ঝুঁকির বিষয়টা দেখা যায় অনেকেই উপেক্ষা করে এবং এখানেই ভুলটা করে ফেলে। ক্ষমতার ভাল ব্যবহার যেমন আপনার ভবিষ্যৎ উজ্জল করতে পারে, তেমনি ক্ষমতার অপব্যবহার আপনার ভবিষ্যৎ অন্ধকারেও ঠেলে দিতে পারে। এক্ষেত্রে দেখা যায় অধিক অর্থলাভের আশায় উচ্ছহারে লেভারেজ নিয়ে ট্রেড করে অনেক ট্রেডার লাভের পাশাপাশি অধিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন। আপনার পছন্দসই লেভারেজ মার্জিন পেতে- এখানে ক্লিক করুন।
উপায়ঃ পারতপক্ষে আমাদের অতিরিক্ত লেভারেজ না নেওয়ায় উচিত। তাও যদি কোনো ট্রেডারের মূলধন কম থাকে এবং উচ্চহারে লেভারেজ অত্যাবশ্যক হয়, তাহলে অবশ্যই ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্টের যথাযথ ব্যবহার করা উচিত। এতে আমাদের একাউন্ট সুরক্ষিত থাকবে।
স্টপ লসঃ স্টপ লস আমাদের ক্ষতির পরিমাণকে সীমাবদ্ধ করে। এর ফলে আমরা অনাকাঙ্ক্ষিত অধিক ক্ষতি থেকে বেচে যাই। তবে দেখা যায় অনেক ট্রেডার খুব অল্প মার্জিনে স্টপ লস অর্ডার সেট করে থাকেন। এজন্য মার্কেট যদি সামান্য ট্রেডের প্রতিকূলে যাওয়া শুরু করে, স্টপ লস হিট করে ট্রেড বন্ধ হয়ে যায় এবং না চাইতেও ট্রেডাররা প্রতিনিয়ত ভাল ট্রেড থেকেও লস করে থাকে।
উপায়ঃ ক্ষতি কম করার আশায় বেশি অল্প মার্জিনে স্টপ লস সেট না করে রিস্ক-রিওয়ার্ড অনুপাত ব্যবহার করা উচিত। রিস্ক ম্যানেজমেন্ট সুত্র অনুসরণ করে আমরা একটি ট্রেডে কি পরিমাণ ক্ষতি বহন করা উচিত তা নির্ধারণ করতে পারি সহজে এবং সেই অনুযায়ী আমাদের স্টপ লস সেট করা উচিত।
একজন বুদ্ধিমান ব্যক্তি ভুল করে তার থেকে শিক্ষালাভ করে এবং সেই ভুল আর করে না। কিন্তু একজন বিজ্ঞ ব্যক্তি একজন বুদ্ধিমান মানুষ খুঁজে বের করে এবং তার থেকে ভুলগুলো কিভাবে এড়ানো যায় তা শিখে। তাই আপনি চাইলে নিজে ভুল করে তার থেকে শিক্ষালাভ করে বুদ্ধিমান হতে পারেন অথবা উপরিউক্ত ভুলগুলো এড়িয়ে বিজ্ঞ ট্রেডার হতে পারেন।
আজই ট্রেডিং শুরু করতে – এখানে ক্লিক করুন
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}