রিস্ক ম্যানেজমেন্ট হছে একটু সুরক্ষিত প্রক্রিয়া যা আপনার ব্যক্তিগত ট্রেডিং একাউন্টের যাবতীয় লোকসান এবং আপনার ব্যালেন্স শূন্য হওয়া থেকে বাঁচায়। আপনি কোন বাধা নিষেধ ছাড়া নিজের ইচ্ছা এবং খুশিমতো যদি ট্রেড করতে থাকেন একসময় দেখা যাবে আপনি বিপুল পরিমাণের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
এক্ষেত্রে আপনি যদি ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করেন, তাহলে আপনার ফরেক্স মার্কেটে সফলভাবে অর্থ উপার্জন করার একটি চমৎকার সুযোগ রয়েছে। রিস্ক ম্যানেজমেন্ট অনেকটা ঘরের ফাউন্ডেশন এর মতো কাজ করে। একটি ঘর তৈরি করার জন্য সবার আগে তার ফাউন্ডেশন মজবুত করে বানাতে হয় এবং এর পর দেওয়াল ও ছাদ বানাতে হয়। যদি ফাউন্ডেশন শক্ত না হয় তাহলে পুরো বাড়িটি ঝুঁকির মধ্যে থাকবে। ঠিক তেমনি রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ভিত্তি।
রিস্ক ম্যানেজমেন্ট টুলসঃ আমাদের নিরাপদ ট্রেডিং এর জন্য রিস্ক ম্যানেজমেন্ট এর একটি ভিত্তি বানানো উচিত এবং তা করতে আমাদের বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। এর ভিত্তি তৈরি করার জন্য কিছু স্তর আছে। নিম্নে আমারা সে বিষয়ে আলোচনা করবোঃ
ঝুঁকি পরিকল্পনাঃ ঝুঁকির পরিকল্পনা আপনাকে ফরেক্স মার্কেটের ঝুঁকির সাথে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে। ফরেক্সে একজন অটল এবং সফল ব্যবসায়ী হওয়ায় একধরনের চ্যালেঞ্জ বলা যায়। কিন্তু আপনি আপনার ট্রেডিং এর প্রথম দিন থেকে যদি সঠিক দিকনির্দেশনায় চলেন তাহলে তা করা অসম্ভব কিছু না। সুতরাং আপনি যখন আপনার ঝুঁকির পরিকল্পনা করবেন সবার আগে একটি প্রশ্নের উত্তর জানতে হবে আপনাকে। প্রশ্নটি হচ্ছে আপনি প্রতি ট্রেডে কি পরিমাণের ঝুঁকি নিতে ইচ্ছুক? সঙ্গত কারণেই এটি অনেকটা ব্যক্তিগত ইচ্ছা, নিজের একাউন্টের ব্যালেন্স এবং আপনার ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে। তবে বিশেষজ্ঞ ট্রেডার এবং অর্থ পরিচালকদের মতে আমাদের ২% এর বেশি রিস্ক নেওয়া উচিত না। ২% রিস্ক নিয়ে ট্রেড করার সুবিধা হচ্ছে আপনি একসময়ে একাধিক ট্রেড করতে সক্ষম হবেন তাও কম ঝুঁকিতে। বিপরীতভাবে, আপনার যদি ট্রেড প্রতি রিস্ক বেশি নেওয়ার প্রবণতা বেশি থাকে আপনি কম ট্রেড করতে পারবেন। অভিজ্ঞ ট্রেডারা খুব সহজে ট্রেড প্রতি রিস্ক বজায় রেখে ট্রেড করতে পারে। এজন্য আপনি শুরুতেই এই বেপারে তাড়াহুড়া না করে ধৈর্যের সাথে শিখার চেষ্টা করায় শ্রেয়।
কিভাবে আপনি কতো পরিমাণ ঝুঁকি নিবেন তা পরিমাপ করবেন?
উদাহরণস্বরূপ আপনার একাউন্ট ব্যালেন্স ১০০০ হাজার মার্কিন ডলার এবং অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ অনুযায়ী আপনি রিস্ক নিবেন ২%। সুতরাং আপনার রিস্ক এমাউন্ট হবে, ১০০০x২%= ২০$।
এই পরিমাপের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি প্রতি ট্রেডে আমারা কি পরিমাণের অর্থ হারাতে সক্ষম এখন সর্বোচ্চ ক্ষেত্রে তার পরিমাণ হবে ২০$।
ঝুঁকি পরিকল্পনা আপনার মানসিক আবেগকে ভালভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। কারণ আপনি শুরুতেই জেনে যাচ্ছেন মার্কেট যদি আপনার অনুমানের বিপক্ষে যায় তবে আপনি কি পরিমাণের অর্থ হারাবেন।
রিস্ক-রিওয়ার্ড অনুপাতঃ রিস্ক-রিওয়ার্ড অনুপাতে মাধ্যমে আপনার জানতে পারি ট্রেড প্রতি আমাদের সম্ভাব্য ক্ষতি বনাম সম্ভাব্য লাভের পরিমাণ। এতে আপনার ট্রেডিং অনেকাংশে সহজ হয়ে যাবে এবং আপনার ট্রেড রিস্ক ম্যানেজমেন্ট এর মধ্যেই বিদ্যমান থাকবেন।
কিভাবে রিস্ক-রিওয়ার্ড অনুপাত পরিমাপ করবেন?
রিস্ক বলতে বুঝায় আপনার নেওয়া ট্রেড এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লসের দূরত্ব।
আর রিওয়ার্ড বলতে বুঝায় আপনার নেওয়া ট্রেড এন্ট্রি পয়েন্ট থেকে টেক প্রফিটের দূরত্ব।
প্রকৃতপক্ষে, রিস্ক-রিওয়ার্ড অনুপাত গণনা করার জন্য আমাদের তিনটি উপাদান দরকার:
এই অনুপাতটি নির্ধারণ করার জন্য আপনার সম্ভাব্য মোট রিস্ক এবং মোট রিওয়ার্ড ভাগ করে নিতে হবে।
রিস্ক-রিওয়ার্ড অনুপাত= মোট রিস্ক/মোট রিওয়ার্ড।
এক্ষেত্রে সকল অভিজ্ঞ ট্রেডার এবং মার্কেট বিশেষজ্ঞদের মতে ১:২ রিস্ক-রিওয়ার্ড অনুপাত সবচেয়ে উত্তম।
উদাহরণসরূপ, আপনি জিবিপি/ইউএসডি পেয়ারে ট্রেড করতে চাচ্ছেন এবং এর বর্তমান মার্কেট পসিশন ১.১০০০। এই পেয়ারে যদি আপনি ক্রয় হুকুম (Buy order) দেন এবং স্টপ লস সেট করেন ১.০৯৫০ পসিশনে এবং টেক প্রফিট সেট করেন ১.১১০০ তে তাহলে আপনার ১:২ রিস্ক-রিওয়ার্ড অনুপাতের লক্ষ্যমাত্রা পেয়ে যাবেন। এই অনুপাতে আপনি ১$x(১.১০০০-১.০৯৫০)= ১$x৫০= ৫০$ এর পরিবর্তে ১$x(১.১০০০-১.১১০০)= ১$x১০০=১০০$ আয় করতে পারবেন।
রিস্ক-রিওয়ার্ড অনুপাত কার্যকর করার জন্য আমাদের দুটি টুলস এর ব্যবহার অত্যাবশ্যক।
১। স্টপ লস
২। টেক প্রফিট
লটের পরিমাপঃ লটের পরিমাপ কতো হবে এটা জানাও অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট পালন করতে চাইলে এটা জানা খুবই জরুরী। আপনার পসিশন কতো বড় হবে তা নির্ধারণের বেশ কয়েকটি উপায় রয়েছে। কিন্তু আসল পসিশন কতো নিবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দের উপর। রিস্ক ম্যানেজমেন্টের নিয়মে লটের পরিমাপ নির্ধারণের জন্য আমাদের ৩ টি বিষয় জানতে হবে।
এই তিনটি উপাদানের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার লটের সাইজ পরিমাপ করতে পারবেন। সুত্রটি হচ্ছে, (একাউন্টের আকারx রিস্ক %)/স্টপ লস
উদাহরণস্বরূপ, আমার একাউন্ট ব্যালেন্স ১০০০ হাজার মার্কিন ডলার, আমার রিস্ক % ২ এবং আমি স্টপ লস পূর্বের ট্রেড অনুযায়ী ৫০ পিপ্স (pips) সেট করতে চাচ্ছি। সুতরাং সূত্রমতে, (১০০০$x২%)/৫০= ০.৪ লট।
অর্থাৎ আমি আমার একাউন্ট ব্যালেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম সঠিকভাবে মেনে চললে আমার লট সাইজ হওয়া উচিত ৪ মাইক্রো লট।
ট্রেইলিং স্টপের ব্যবহারঃ ট্রেইলিং স্টপ রিস্ক ম্যানেজমেন্টের একটি অন্যতম কার্যকরী মাধ্যম। এটি একটি বিশেষ ধরনের ট্রেড অর্ডার। এই অর্ডারে স্টপ লস নির্ধারিত এককে সীমাবদ্ধ থাকে না। মার্কেট যখন আপনার ট্রেডের অনুকূলে যায় তখন এই অর্ডারটি আপনার স্টপ লস মার্জিন কমানো শুরু করে। মার্কেট যখনি আপনার ট্রেডের প্রতিকূলে যাওয়া শুরু করে এই অর্ডার আপনার স্টপ লস যেখানে টেনে আনা হয়েছে সেখানে থেমে যায়। ট্রেইলিং স্টপ একটি স্বয়ংক্রিয় অর্ডার মাধ্যম যা মার্কেটের নেতিবাচক দিক থেকে আপনার ট্রেডকে রক্ষা করে এবং আপনার ক্ষতি কমিয়ে আনতে সাহায্য করে।
উপরিউক্ত আলোচনায় আমরা জানতে পারলাম কিভাবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে আমরা সহজেই নিজেদের একাউন্টকে সুরক্ষিত রাখতে সক্ষম হবো এবং যথাসম্ভব কম ক্ষতি করে ট্রেডিং করতে পারবো। কিন্তু ফরেক্সে সফলতা পাওয়ার জন্য এইসমস্ত নিয়ম শুধু মনে রাখলেই হবে না, এর যথাযত প্রয়োগও আবশ্যিক।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}