ফরেক্স ট্রেডিং একটি অফুরন্ত সম্ভাবনার জগত কেননা এখানে ব্যবসা শুরু করার আগে ডেমো ট্রেডিং সুযোগ রয়েছে। ফলে ব্যবসার ঝুকি কমিয়ে দেয়। কিন্তু অনেকে ডেমোতে ট্রেড করার পরেও রিয়েল একাউন্টে ট্রেড করতে সাহস পান না , তাদের নিয়েই আজকের এই লেখা।
ফরক্স ট্রেডিংয়ে ভাল করতে হলে অবশ্যই ডেমো একাউন্টে কিছুদিন প্রাকটিস করা দরকার। পাশাপাশি মার্কেট এনালাইসিস শেখার জন্য দরকার পড়াশোনা করা । কিন্তু অনেক সময় দেখা যায় অনেকেই ডেমোও করছেন পাশাপাশি পড়াশোনাও করছেন অনেকদিন, ডোমোতে ভাল প্রফিটও হচ্ছে কিন্তু রিয়েল একাউন্টে ট্রেড শুরু করতে পারছেন না। কেন? কারন সাহস পাচ্ছেন না । তাহলে ভয়টা কিসের? বেশিরভাগ ক্ষেত্রেই এই ভয়টা অজানা।
সাধারনত এই ভয়ের পিছনে যে কারনগুলো পাওয়া যায় তা নিম্নরুপ:
প্রথম সমস্যাটা অনেকেরই হয় যে তারা রিয়েল ইনভেস্ট করতে ভয় পান। সেটা শুধু ফরেক্স মার্কেট নয় যেকোন ব্যবসার ক্ষেত্রেই এরকম হতে পারে। অভীজ্ঞ করো সাহচার্যে এ সমস্যা চলে যায়।
অনেকেই মনে করেন, ডেমো আর রিয়েল এক নয়। ডেমোর চার্ট আলাদা তাই ডেমোতে সহজে প্রফিট হয়। রিয়েল এর চার্ট আলাদা, সুতরাং রিয়েল একাউন্টে ট্রেড করতে গেলেই লস হয়ে যাবে। আসলে এ ধারনাটি ঠিক নয়। রিয়েল এবং ডেমো মার্কেটের মুভমেন্ট একই সাথে একই দিকে হয়ে থাকে। দুটি চার্ট পাশাপাশি মিলিয়ে দেখলেই এই ভুল ধারনা ভেঙে যাবে।
অনেকে ডেমোতে প্রফিটে থাকার পরেও রিয়েল করতে এজন্য ভয় পায় যে মাঝে মাঝে তো লস হয়ে যায়। এই মাঝে মাঝে লস অনেক অভীজ্ঞ ট্রেডারেরও হয়। এটাকে কমিয়ে ফেলাটা খুব কঠিন কিছু নয়। আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আপনাকে ভাল ফলাফল দিচ্ছে। সেই স্ট্যাট্রেজিটাতেই নিয়মিত হোন। মার্কেট না বুঝলে ট্রেড করা থেকে বিরত থাকুন। যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে ডেমোতে করুন। আসা করি এতেই রিয়েল একাউন্টে নিয়মিত প্রফিট হবে।
অনেকই জানেন না কিভাবে রিয়েল একাউন্টে ডিপোজিট করতে হয়। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ কারো সহযোগীতা নিয়ে লাইভ একাউন্ট খুলতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন এছাড়া এক্সনেসের লাইভ সাপোর্ট আছে । বাংলা বা ইংরেজি ভাষায় আপনাকে সর্বপরি সবরকম সহযোগীতা করবে।
এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বড় একটা সমস্যা। অনেকেই সবরকম প্রস্তুতি থাকা সত্বেও রিয়েল একাউন্টে ডিপোজিট করতে পারেন না শুধুমাত্র ভার্চুয়াল কারেন্সির অভাবে। এটার সহজ সমাধান আছে। আপনার আশেপাশেই অনেক ট্রেডার বা ফ্রীল্যান্সার আছে। তাদের মধ্যে বিশ্বস্ত কারো হেল্প নিয়ে আপনি সহজেই ডিপোজিট করতে পারেন। এক্ষেত্রে যেকোন পরামর্শের জন্য একনেক্স লাইভ সাপোর্টে যোগাযোগ করতে পারেন। এক্সনেস এর বাংলা সাপোর্ট টিম আছে । তারা আপনাকে সবরকম সহযোগিতা করবে বা প্রয়োজনীয় পরামর্শ দিবে অথবা বিশ্বস্ত কারো সাথে পরিচয় করিয়ে দেবে।
পরিশেষ বলতে চাই, যেকোন কাজের শুরুতে একটু দ্বিধা, একটু ভয়, একটু বাধা থাকবেই। ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেরকম থাকবে। আপনার প্রস্তুতি যদি পূর্নাংঙ্গ থাকে তাহলে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। কেননা ফরেক্স শুধু ট্রেডিং ই না এটা একটা যুদ্ধ। এই যুদ্ধে টিকে থাকে শুধু বীরেরা। আর বীরদের শুরু আর শেষ সবই হয় সাহসিকতার সাথে।