...
  1. Exness News
  2. Forex News
  3. টেকনিক্যাল বিশ্লেষণ – বিস্তারিত
Forex News

টেকনিক্যাল বিশ্লেষণ – বিস্তারিত

August 23, 2018
BY Emma Richards

ফরেক্স ট্রেডিং বিশ্লেষণকে বৈশিষ্ট, কাজের ধরন, গুণগত মান এবং মতবাদের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে টেকনিক্যাল বিশ্লেষণ সবচেয়ে বেশি কার্যকর এবং গ্রহণযোগ্য ফরেক্স ট্রেডারদের কাছে। এই বিশ্লেষণটি একাধারে অধিক পরিষ্কার এবং যুক্তিনির্ভর। এজন্য অধিকাংশ ফরেক্স ট্রেডাররা টেকনিক্যাল বিশ্লেষণের ব্যবহার করে তাদের ট্রেডিং এ। আজ আমরা আলোচনা করব টেকনিক্যাল বিশ্লেষণের বিস্তারিত বিষয় নিয়ে।

টেকনিক্যাল বিশ্লেষণের অন্তর্নিহিত নীতি হলো, অতীতের প্রাইস অ্যাকশনের মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রাইস অ্যাকশন অনুমান করা। যেহেতু ফরেক্স মার্কেট একটি ২৪ ঘণ্টার মার্কেট, এখানে প্রতিদিন অসীম পরিমাণের তথ্য জমা হয়। এই অপরিসীম তথ্য কেবল অতীতেই শেষ হওয়ার যোগ্য না। এর মাধ্যমে ভবিষ্যৎ মূল্য বিশ্লেষণ এবং অনুমান করা যায়। এজন্য অতীত পরিসংখ্যান এর তাৎপর্য অনেক। এই সমস্ত তথ্য সুষ্ঠ এবং সুন্দরভাবে ব্যবহারের জন্য ফরেক্স মার্কেটে কিছু টুলস বা সরঞ্জাম আছে, যেমনঃ ট্রেন্ডস, চার্টস এবং ইনডিকেটরস।

টেকনিক্যাল বিশ্লেষণ বলতে বুঝায় একটি নির্দিষ্ট বৈদেশিক মুদ্রা জোড়ার মূল্য বা মার্কেটের বাজার মূল্য চার্টে কিভাবে পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয় এবং ভবিষ্যতে এর প্রভাব কি তা অধ্যয়ন করা। টেকনিক্যাল বিশ্লেষণ বাজার মূল্যের পরিবর্তন অধ্যয়ন করে এবং সেটি পরবর্তীতে ট্রেডিং এ ব্যবহার করার জন্য কাঠামো বা ফ্রেইমওয়ার্ক তৈরি করে।

টেকনিক্যাল বিশ্লেষকরা বিশ্বাস করেন প্রাইস চার্টের প্রাইস মুভমেন্ট অথবা প্রাইস অ্যাকশনের মধ্যে বর্তমান মার্কেটের মূল্য পরিবর্তন প্রতিফলিত হয়। সুতরাং, আমরা যদি ধরে নেই যে মার্কেট ভেরিয়েবলস মূল্যের পরিবর্তনের মাধ্যমে প্রতিফলিত হয়, তাহলে খুব সহজেই আমরা বুঝে নিতে পারি যে ফরেক্স মার্কেট বিশ্লেষণ এবং ট্রেড করার জন্য আমাদের প্রাইস ছাড়া অন্য কোনো বিষয়ের প্রয়োজন নেই। এর ফলে ট্রেডিং অনেক সহজ হয়ে যায়। যেখানে ফান্ডামেন্টাল বিশ্লেষণে ট্রেডারদের অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়, সেখানে টেকনিক্যাল বিশ্লেষণে কেবলমাত্র প্রাইসের উপর ভিত্তি করে ট্রেড করলেই চলে। এজন্য অধিকাংশ ট্রেডার, বিশেষ করে নতুন ট্রেডাররা টেকনিক্যাল বিশ্লেষণ বেশি ব্যবহার করে।

টেকনিক্যাল বিশ্লেষণে ট্রেডাররা চার্টের মধ্যে কিছু নির্দিষ্ট প্যাটার্ন খুজার চেষ্টা করেন যা পূর্বের অবস্থার পুনরাবৃত্তি হচ্ছে এরকম মনে হয়। এর মাধ্যমে ট্রেডাররা তাদের ট্রেডিং সিস্টেম তৈরি করে। এই কাজের পিছনে যুক্তি হলো, মূল্যের পরিবর্তন মানুষ দ্বারাই প্রভাবিত হয়। আর মানুষের অন্যতম বৈশিষ্ট হলো তারা তাদের আবেগ এবং মিথষ্ক্রিয়া অধিকাংশ ক্ষেত্রেই অপরিবর্তিত রাখে, সেটা সাধারণ জীবনেও এবং ট্রেডিং মার্কেটেও। আর ফরেক্স মার্কেটের মূল্য যেহেতু মানুষের কর্যের উপর নির্ভর করে, সেহেতু ফরেক্স মার্কেটেরও মূল্য পরিবর্তন প্রক্রিয়া অপরিবর্তিত থাকে অধিকাংশ ক্ষেত্রে। এছাড়াও টেকনিক্যাল বিশ্লেষণ বলতে মার্কেটের কাঠামো বিশ্লেষণ, ট্রেন্ড খুজা, সাপোর্ট-রেসিস্টেন্স লেভেল নির্ধারণ, মার্কেটের সাধারণ উত্থান পতন এবং বাজার প্রবাহ বিশ্লেষণ শিখাও বুঝায়। এর মধ্যে আরো অনেক বিষয় আছে যা টেকনিক্যাল বিশ্লেষকদের বিবেচনা করতে হয়। টেকনিক্যাল বিশ্লেষণ অনেকটা শিল্পের মতো। একজন ট্রেডার চাইলেই খুব সহজে এই বিশ্লেষণে অভিজ্ঞ হতে পারে না। এর জন্য ট্রেডারকে তার সময় দিতে হবে এবং যথাযথ অনুশীলন করতে হবে। বিনামূল্যে এবং সহজে টেকনিক্যাল বিশ্লেষণ অনুশীলন করতে- এখানে ক্লিক করুন।

টেকনিক্যাল বিশ্লেষণ আমরা মূলত প্রাইস চার্টে করে থাকি, এজন্য আমাদের প্রাইস চার্টের কিছু ধারণা থাকা উচিত। প্রাইস চার্ট সাধারণত দ্বিমাত্রিক হয়। উলম্ব অক্ষ মুদ্রা জোড়ার মূল্য দেখায় এবং অনুভূমিক অক্ষ সময় দেখায়। ফরেক্স মার্কেট নানাধরনের চার্ট রয়েছে। যেমনঃ

  • টিক চার্ট
  • লাইন চার্ট
  • ক্যান্ডেলস্টিক চার্ট
  • বার চার্ট
  • হেইকিন-আশি চার্ট
  • কাগি চার্ট
  • রেনকো চার্ট
  • পয়েন্ট এবং ফিগার চার্ট

এর মধ্যে লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং বার চার্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্যান্ডেলস্টিক চার্ট বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত এবং প্রতিদিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছেহেইকিন-আশি চার্ট, কাগি চার্ট, রেনকো চার্ট, পয়েন্ট এবং ফিগার চার্ট খুব বেশি ব্যবহৃত হয় না।

টেকনিক্যাল বিশ্লেষণ সহজ করার জন্য ফরেক্স মার্কেটে কিছু টেকনিক্যাল ইনডিকেটরস রয়েছে। যেমনঃ মুভিং এভারেজ (MA)- যা মুদ্রা জোড়ার চলমান গড় দেখাই। আরএসআই (RSI) – যা মুদ্রার আপেক্ষিক শক্তি দেখাই। এমএসিডি (MACD) – এটি রুপান্তর-বিচ্যুতির (Convergence-Divergence) চলমান গড় দেখায়। সব ধরনের ইনডিকেটর সম্বলিত ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে- এখানে ক্লিক করুন।

পরিশেষে বলা যায়, টেকনিক্যাল বিশ্লেষণ ফরেক্স মার্কেট পরীক্ষা এবং ট্রেড করার জন্য সবচেয়ে পরিষ্কার, বাস্তবমুখী এবং কার্যকর উপায়। এর মানে এই না যে ফান্ডামেন্টাল অথবা সেন্টিমেন্টাল বিশ্লেষণের গুরুত্ব কম। একজন ট্রেডার কোন বিশ্লেষণ ব্যবহার করে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তা নির্ধারণ করা পুরোপুরি তার উপর নির্ভর করে। এজন্য সকল ট্রেডারের উচিত সব ধরণের বিশ্লেষণ সম্পর্কে অবগত হওয়া এবং ওইগুলো অনুশীলনের মাধ্যমে তার ট্রেডিং এর জন্য যথার্থ বিশ্লেষণ বাছাই করা।

আজই টেকনিকাল এনালাইসিস দ্বারা ট্রেড করে সফল হতে – এখানে ক্লিক করুন   

{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT