USDJPY সম্প্রতি ১১২.০০ প্রাইস এলাকা অতিক্রম করলেও তা বর্তমানে কিছুটা নিম্নমুখী অবস্থান রয়েছে যার দরুন আগামিতে প্রাইস আবারো ১১০.৫০-১১১.০০ সাপোর্ট এলাকায় নিম্নবর্তী হতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা মূল প্রবণতা এখনো বুলিশ রয়েছে তাই আগামিতে নিম্নবর্তী হওয়ার সম্ভাবনা থাকলেও তা হবে স্বল্পমেয়াদী রিট্রেসমেন্ট।
USDJPY প্রবল বুলিশ চাপ দ্বারা ১১০.৫০ থেকে ১১২.০০ কে দৈনিকভাবে অতিক্রম করতে সক্ষম হয় তবে সম্প্রতি দৈনিক ক্যান্ডেলের বিয়ারিশ চাপ নিরীক্ষণ করে বিশ্লেষণ করা যায় প্রাইস আগামিতে কিছু সময়ের জন্য নিম্নগামী হয়ে ১১০.৫০-১১১.০০ সাপোর্ট এলাকা পর্যন্ত যেতে পারে। পাশাপাশি MACD Moving Average এ বিয়ারিশ ডাইভারজেন্সের জন্ম নিতে দেখা যাচ্ছে যার আগামির নিম্নমুখী ক্রস বিয়ারিশ ডাইভারজেন্সের নিশ্চয়তা প্রদান করবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১১২.০০ থেকেও নিম্নবর্তী হয়ে ১১০.৫০-১১১.০০ এলাকা পর্যন্ত যাওয়ার পূর্ণ আশঙ্খা রয়েছে এবং আগামিতে একই সাপোর্ট এলাকা থেকে আবারো ঊর্ধ্বগামী হওয়ার প্রবল সম্ভাবনাও আছে কারন এই পেয়ারের মূল প্রবণতা এখনো বুলিশ রয়েছে এবং তা ১০৮.৫০ এর উপরে অবস্থানরত সময়ে অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
আজই USDJPY তে সল্প স্প্রেড এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
সল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস কিছুটা কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে যদিওবা নিম্নমুখী চাপের প্রবণতা অনেক বেশি রয়েছে। সম্প্রতি প্রাইস কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা চালালেও তা রিজেক্ট করে ১১২.৫০ এলাকা থেকে নিম্নগামী হতে দেখা গিয়েছে। যদিওবা বিশ্লেষণ করে বলা যায় প্রাইস নিম্নগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে ১১২.০০ লেভেলকে অতিক্রম না করা পর্যন্ত কিছুটা কারেকশনের মধ্য দিয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১১৩.০০ এলাকার নিম্নবর্তী অবস্থানে থাকা সময়ে আগামিতে এই নিম্নগামী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশঙ্খা করা যাচ্ছে।
আজই USDJPY পেয়ার দ্রুত এক্সিকিউশনের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।