USDCAD এ সম্প্রতি কিছুটা বিয়ারিশ রিট্রেস হওয়ার পর ১.৩০ সাপোর্ট এলাকায় অবস্থান করছে যেখানে থেকে বর্তমানে কিছুটা বুলিশ চাপ লক্ষ্য করা যাচ্ছে যার দরুন আগামিতে প্রাইস আরো ঊর্ধ্বগামী হয়ে ১.৩৪ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
USDCAD এর মূল প্রবণতা এখনো বুলিশ রয়েছে যার কারনে সম্প্রতি ঘটে যাওয়া বিয়ারিশ চাপ রিট্রেস হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি গত কয়েকদিনের বিয়ারিশ চাপের মধ্যে বুলিশ ডাইভারজেন্স জন্ম নেয় এবং কু-ম ক্লাউড সাপোর্টের মাঝে অবস্থানরত প্রাইস আগামিতে ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি রয়েছে। এমতাবস্থায় প্রাইস যতদিন পর্যন্ত ১.৩০ এলাকার উপরে এবং কু-ম ক্লাউড ডাইনামিক সাপোর্ট এলাকার উপর দৈনিকভাবে অবস্থান করছে তা আগামিতে ঊর্ধ্বগামী হয়ে ১.৩৪ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। মার্কেট কন্টেক্সট মতে সম্প্রতি বিয়ারিশ রিট্রেস কারেকটিভ হওয়ায় আগামি বুলিশ চাপ প্রবল আকার ধারন করতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে।
আজই USDCAD এ সল্প স্প্রেড এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি ১.৩০ এর নিচে কিছু False Break এর পর বর্তমানে আবারো ১.৩০ এর উপরে অবস্থান করতে সক্ষম হয়েছে যার দরুন আগামিতে প্রাইস ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে বিবেচনা করা যাচ্ছে। MACD Histogram এ তেমন কোন ডাইভারজেন্স দেখা না গেলেও MACD Line অনুযায়ী কিছুটা বুলিশ প্রবণতার আবির্ভাব হওয়ার অনুমান করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১.২৯৫০-১.৩০ এলাকার উপরে স্বল্পমেয়াদীভাবে অবস্থানকালে প্রাইস ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে, যার মূল লক্ষ্য হবে ১.৩৪।
USDCAD এ দ্রুত এক্সিকিউশনের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।