USDJPY সম্প্রতি ১১০.৫০ এলাকার নিচে দৈনিকভাবে অবস্থান করতে সক্ষম হয় যার দরুন আগামিতে প্রাইস আরো নিম্নগামী হয়ে ১০৮.৫০-১০৯.২০ সাপোর্ট এলাকা পর্যন্ত নিম্নবর্তী হতে পারে বলে আশা করা যাচ্ছে। মূল প্রবণতা বুলিশ থাকলেও তা এখন বিপরীতমুখী হওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে ধারনা করা যাচ্ছে।
USDJPY বর্তমানে কিছুটা বুলিশ চাপ দেখাচ্ছে যার দরুন প্রাইস আজ সকালে কিছুটা নিম্নগামী হলেও তা এখন রিজেক্ট করে আবারো ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে তবে তা হবে খুবই স্বল্পমেয়াদী রিট্রেস সরূপ। ডাইনামিক লেভেল ২০ EMA এর সাথে সামাঞ্জশ্য রেখে আগামিতে প্রাইস ১১০.৫০ পর্যন্ত ঊর্ধ্বগামী হয়ে রিটেস্ট করে আগামিতে আবারো এই নিম্নগামী ধারা অব্যাহত রাখবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১১০.৫০ এর নিচে দৈনিকভাবে অবস্থানরত সময়ে আগামিতে এই নিম্নগামী প্রবণতা অপরিবর্তিত থাকবে বলে আশা করা যাচ্ছে যার গন্তব্য হিসেবে সাপোর্ট এলাকা ১০৮.৫০-১০৯.২০ কে বিবেচনা করা হচ্ছে।
আজই সল্পস্প্রেড এবং সোয়াপ বিহীন অনুসারে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস বর্তমানে কিছুটা বুলিশ চাপের মধ্যে রয়েছে যা আগামিতে ১১০.৫০ এলাকা পর্যন্ত ঊর্ধ্বগামী হতে পারে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি সম্প্রতি এই পেয়ারে বুলিশ ডাইভারজেন্সের আবির্ভাব দেখা দিয়েছে যার দরুন এই বুলিশ চাপের স্বচ্ছতা কিছুটা অনুমান করা যায় এবং আগামিতে ঊর্ধ্বমুখী চাপ কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে বলেও আশা করা যাচ্ছে। স্বল্পমেয়াদী প্রবণতা বিয়ারিশ হওয়ায় আগামিতে প্রাইস আরো নিম্নগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যা ১০৮.৫০-১০৯.২০ সাপোর্ট এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
সীমাহীন লেভারেজ নিয়ে USDJPY তে লাভের পরিধি বাড়াতে – এখানে ক্লিক করুন।