...
  1. Exness News
  2. Forex News
  3. টেকনিকাল এনালাইসিস – মার্কিন ডলার / ক্যানাডিয়ান ডলার
Forex News

টেকনিকাল এনালাইসিস – মার্কিন ডলার / ক্যানাডিয়ান ডলার

August 23, 2018
BY Emma Richards

USDCAD সম্প্রতি কিছুটা কারেকশনের মধ্যে দিয়ে গেলেও তা বর্তমানে নিম্নগামী হয়ে ১.২৯৫০-১.৩১২০ সাপোর্ট এলাকায় অবতীর্ণ হতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা মূল প্রবণতা বুলিশ রয়েছে তাই এই বিয়ারিশ চাপ সাময়িক রিট্রেস হিসেবে বিবেচনা করা হচ্ছে।

USDCAD ১.৩১২০ দৈনিকভাবে অতিক্রম করে ঊর্ধ্বমুখী হওয়ার পর পুরো সপ্তাহজুড়ে কিছুটা বিচলিত অবস্থায় ছিল যা এখন নিম্নগামী হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। সম্প্রতি ট্রেড যুদ্ধের কারনে এই পেয়ারে আগামিতে চাঞ্চল্যকর প্রাইস একশন দেখা যেতে পারে যা মার্কেটে অনিশ্চয়তার প্রভাব জন্ম নেয়াতে পারে বলে আশা করা যাচ্ছে। MACD অনুযায়ী বিয়ারিশ ক্রসওভার এর দ্বারপ্রান্তে রয়েচে যা ক্রস হয়ে নিচের দিকে গেলেই তা আগামির নিম্নগামী হওয়ার প্রবণতার মূল সাক্ষী হিসেবে কাজ করবে বলে বিবেচনা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১.৩৪০০ এলাকার নিচে দৈনিকভাবে অবস্থানকালে প্রাইস নিম্নবর্তী হয়ে ১.২৯৫০-১.৩১২০ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে।

আজই USDCAD এ সল্প স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
usdcad_1-2

স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস এখন ডাইনামিক লেভেল ২০ EMA এর নিচে অবস্থান করছে এবং এর পাশাপাশি বুলিশ ডাইভারজেন্সের জন্ম নিতে দেখা যাচ্ছে যা স্বল্পমেয়াদীভাবে বুলিশ চাপের মাধ্যমে সাময়িক কারেকশনের জন্ম দিতে পারে বলে অনুমান করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস কিছুটা ঊর্ধ্বমুখী কারেকশন হতে দেখা গেলেও, মূল প্রবণতা বিয়ারিশ থাকায় তা ১.২৯৫০-১.৩১২০ সাপোর্ট এলাকা পর্যন্ত নিম্নগামী হবে বলে আশা করা যাচ্ছে।

আজই সীমাহীন লেভারেজ নিয়ে বিশস্থ ব্রোকারের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

usdcad_2-2

 

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT