...
  1. Exness News
  2. Market Analysis BN
  3. টেকনিকাল এনালাইসিস – ব্রিটিশ পাউন্ড/মার্কিন ডলার (GBPUSD)
Market Analysis BN

টেকনিকাল এনালাইসিস – ব্রিটিশ পাউন্ড/মার্কিন ডলার (GBPUSD)

June 01, 2018
BY Emma Richards

সম্প্রতি GBPUSD তে টানা ৫ দিন ধরে আবেগপ্রবন বুলিশ চাপ লক্ষ করা গেছে যা ১.৪৩৭৫ প্রাইস এলাকা থেকে নিম্নমুখী হয়ে ১.৩৯৫০ এলাকা পর্যন্ত নেমে আসে। এই প্রবল বিয়ারিশ প্রবনতা এর মাঝে গতকাল কিছুটা বুলিশ চাপ দেখা যায় মার্কেটে যা কিছুটা সময়ের জন্যে প্রাইসকে উপরে দিকে উঠাতে সক্ষম হয়।

এখানে লক্ষণীয় ব্যাপার হলো, প্রাইস এখন কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে ১.৪০৫০-১.৪১০০ প্রাইস এলাকা পর্যন্ত যাওয়ার আশঙ্খা রয়েছে। এরপর যদি প্রাইস ১.৪০৫০-১.৪১০০ রেসিস্ট্যান্স এলাকা থেকে প্রত্যাখান হয় তবে নিম্নমুখী প্রবণতা বহাল থাকতে পারে কারন গত ৫ দিনের টানা বিয়ারিশ চাপের পর প্রাইস নিম্ন উচ্চ সুইং লেভেল ১.৪০ ভেদ করে নেমে যায় যা আগামিতে আরো নিম্নমুখী হওয়ার প্রবণতা জাহির করছে। MACD অনুযায়ী সম্প্রতি বিয়ারিশ ডাইভারজেন্সের কারনে টানা ৫ দিনের নিম্নচাপের পর  এখন এই ইন্ডিকেটর শক্তিশালী বিয়ারিশ হিস্টোগ্রাম দ্বারা কোভারজেন্স এর তাগিদ দিচ্ছে তাই প্রাইস কিছুটা ঊর্ধ্বমুখী হলেও আগামিতে নিম্নমুখী প্রবণতা বহাল থাকার আশঙ্খা অনেক বেশি। যতদিন পর্যন্ত প্রাইস ১.৪১০০ এর নিচে দৈনিক ক্যান্ডেল নিয়ে অবস্থান করবে ততদিন পর্যন্ত প্রবল বিয়ারিশ চাপের প্রবণতা অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে।

gbpusd_1

সল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, সম্প্রতি প্রাইস MACD লাইন বুলিশ ডাইভাজেন্স এর জন্ম দিয়েছে যা গতকাল প্রাইসকে ঊর্ধ্বমুখী রাখতে সহায়ক হয়েছিল। তবে এখন কিছুটা বিয়ারিশ চাপ দেখা গেলেও তা তেমন লক্ষণীয় নয় কারন ক্যান্ডল ভলিউম খুবই ছোট যা বিয়ারিশ প্রবণতা বহাল রাখার মত তেমন শক্তিশালী নয়। এছাড়াও ডাইনামিক লেভেল ২০ EMA প্রাইসকে সম্প্রতি সাপোর্ট দিতে সক্ষম হয়েছে যা আগামিতে ১.৪০৫০-১.৪১০০ প্রাইস এলাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী করতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায়, মার্কেট কিছুটা অমিমাংশিত হলেও কিছুটা ঊর্ধ্বমুখী কিছুটা চাপের পর আবারো বিয়ারিশ প্রবণতা দেখা যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে।

gbpusd_2

আজই ফরেক্স ট্রেড শুরু করতে এখানে ক্লিক করুন

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT