GBPUSD সম্প্রতি ১.৩৩২০ এলাকা অতিক্রম করে নিম্নগামী হওয়ার পর আগামিতে তা ১.৩০৫০ এলাকা পর্যন্ত নিম্নবর্তী হতে পারে বলে আশা করা যাচ্ছে। দীর্ঘমেয়াদী প্রবণতা বিয়ারিশ থাকায় আগামিতে প্রাইস আরো নিম্নগামী হওয়াটা তেমন চমকপ্রদ হবে না বরং ১.৩০৫০ এলাকায় নিম্নবর্তী হওয়ার পর প্রাইস আগামিতে কি গঠন করতে যাচ্ছে তা দেখার বিষয়।
GBPUSD ১.৪৩৫০ এলাকা থেকে নিম্নগামী হওয়ার সেই প্রবণতা এখনো অক্ষুন্য রয়েছে যার ফলে প্রাইস তেমন কোন বুলিশ হস্তক্ষেপ ছাড়াই এখন নিম্নমুখী থাকতে সক্ষম হয়েছে। যদিওবা ১.৩৩২০ থেকে কিছুটা বুলিশ চাপ আশা করা গেলেও প্রাইস ডাইনামিক লেভেল ২০ EMA এর কাছাকাছি গিয়ে কিছুটা কারেকশনের পর আবার নিম্নগামী হওয়া শুরু করে যার দরুন প্রাইস ১.৩৩২০ কে দৈনিকভাবে অতিক্রম করে আরো নিম্নবর্তী হয়। এমতাবস্থায় প্রাইস আগামিতে কিছু ফান্ডামেন্টালের কারনে স্বল্পমেয়াদী কারেকশন করলেও ১.৩৩২০ এর নিচে যতদিন পর্যন্ত দৈনিকভাবে অবস্থান করছে, এই পেয়ারে বিয়ারিশ চাপ অপরিবর্তিত থাকবে।
দ্রুততম এক্সিকিউশন এবং সল্প স্প্রেডে বিশ্বের অন্যতম ব্রোকারের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি বিয়ারিশ চাপের মুখে থাকলেও বিগত কয়েক ঘন্টা ধরে তা কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি বুলিশ ডাইভারজেন্সও লক্ষ্য করা গিয়েছে যা আগামিতে প্রাইসকে কিছুটা ঊর্ধ্বমুখী করতে পারে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস কিছু ফান্ডামেন্টালের জোরে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও আগামিতে ১.৩০৫০ পর্যন্ত নিম্নবর্তী হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যতদিন পর্যন্ত ১.৩৩২০ এর নিচে প্রাইস অবস্থান করছে এই নিম্নচাপ অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
আজই GBPUSD তে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।