GBPUSD ১.৩০৫০ পর্যন্ত নিম্নবর্তী হওয়ার পর সম্প্রতি কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে এখন ১.৩৩২০ এলাকা পর্যন্ত অগ্রসর হতে দেখা যাচ্ছে তবে মূল প্রবণতা বিয়ারিশ থাকায় প্রাইস আগামিতে আবারো নিম্নমুখী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আশঙ্খা করা যাচ্ছে।
GBPUSD সম্প্রতি যদিওবা কিছুটা বুলিশ চাপ প্রয়োগে সক্ষম হয়েছে তবে এই ব্যাপারে আগাম সংবাদ দিয়েছিল বুলিশ ডাইভারজেন্স। গত এপ্রিল মাস থেকে নিম্নগামী হওয়া প্রাইসের পাশাপাশি বিয়ারিশ ভ্লিউম কমতে দেখা গিয়েছে যার দরুন পূর্বে কিছুটা বুলিশ চাপ লক্ষ্য করা গেলেও তা তেমন প্রভাব ফেলতে পারেনি। মূল প্রবণতা বিয়ারিশ থাকায় বর্তমান বুলিশ চাপকে সাময়িক রিট্রেস হিসেবে বিবেচনা করা হচ্ছে যার ফলে আগামিতে ১.৩৩২০ এলাকার নিচে দৈনিকভাবে অবস্থানকালে আরো নিম্নগামী হয়ে আবারো ১.৩০৫০ এবং এর পরবর্তীতে ১.২৮৫০ এলাকা পর্যন্ত এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে যদি প্রাইস ১.৩৩২০ কে দৈনিকভাবে অতিক্রম করতে সক্ষম হয় তবে, বিয়ারিশ প্রবণতা বুলিশে রুপান্তর হতে দেখা যেতে পারে বলে তবে তার সম্ভাবনা খুবই কম।
আজই GBPUSD তে সল্প স্প্রেডে প্রফিটেবল ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি বিয়ারিশ প্রথম শ্রেণীর রেগুলার ডাইভারজেন্সের জন্ম দিয়েছে যার দরুন প্রাইস নিম্নগামী হওয়ার আশঙ্খা অনেকটুকু বৃদ্ধি পেয়েছে। যদিওবা এর আগে কিছুটা বিয়ারিশ ডাইভারজেন্সের আভাস পাওয়া যাচ্ছিল তবে তা দ্বিতীয় শ্রেণীর রেগুলার ডাইভারজেন্স হওয়াতে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। এমতাবস্থায় প্রাইস ১.৩৩২০ রেসিস্ট্যান্সের নিচে অবস্থানরত সময়ে আগামিতে আরো নিম্নগামী হওয়ার সম্ভাবনার কথা প্রকাশ করছে যা আগামিতে ১.৩০৫০ এবং পরবর্তীতে ১.২৮৫০ এলাকা পর্যন্ত নিম্নবর্তী করতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে।
সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করে প্রফিটের মাত্রা বাড়াতে – এখানে ক্লিক করুন।