GBPUSD সম্প্রতি ১.৩৩২০ এর নিম্নবর্তী এলাকায় কিছুটা কারেকশনের মধ্য দিয়ে গেলেও গতকাল প্রবল বিয়ারিশ চাপ দেখা যায় যা প্রাইসকে বর্তমানে ১.২৮৫০-১.৩০৫০ সাপোর্ট এলাকার কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছে।
GBPUSD মূল প্রবণতা এখনো বিয়ারিশ রয়েছে যা আগামিতে প্রাইসকে ১.২৮৫০-১.৩০৫০ সাপোর্ট এলাকার মধ্যে অবস্থান করাতে সক্ষম হলেও তারপর কিছুটা বুলিশ চাপ অনুভব করা যাবে বলে আশঙ্খা করা যাচ্ছে। কারন কারেকশন শুরু হওয়ার আগে থেকেই মার্কেটে কিছুটা বুলিশ ডাইভারজেন্সের প্রভাব ছিল যা মার্কেটকে সম্প্রতি কিছুটা চাঞ্চল্যকর অবস্থার দিকে নিয়ে যায় তবে তা এখনো বিরাজমান আছে বলে বিশ্লেষণ করা যাচ্ছে। তাই মার্কেট বর্তমানে কিছুটা নিম্নগামী হয়ে ১.২৮৫০-১.৩০৫০ এর মধ্যে আগামিতে অবস্থান করলেও এর মাঝে আবারো ঊর্ধ্বমুখী হওয়ার কিছুটা প্রবণতা দেখা দিতে পারে। এমতাবস্থায় প্রাইস ১.২৮৫০ এর উপরে দৈনিকভাবে অবস্থানকালে এই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকবে বলে আশঙ্খা করা যাচ্ছে।
আজই GBPUSD তে সল্প স্প্রেড এবং দ্রুত লাভ উত্তলন করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি প্রবল বিয়ারিশ চাপের সময় Extreme Divergence এর জন্ম দেয় যার দরুন বর্তমানে প্রাইসকে কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিওবা এই ঊর্ধ্বমুখী প্রভাব খুবই স্বল্পমেয়াদী বা রিট্রেস জাতীয় হবে কারন মার্কেটের মূল চাপ এখন বিয়ারিশ রয়েছে এবং তা ১.২৮৫০-১.৩০৫০ এলাকা পর্যন্ত প্রাইসকে আগামিতে নিম্নগামী করবে বলে আশা করা যাচ্ছে। Extreme Divergence এর কারনে সাময়িক ভাবে বুলিশ চাপ দেখা গেলেও তা বিয়ারিশ চাপের পূর্বের রিট্রেস হিসেবে আপাতত বিবেচনা করা হচ্ছে এবং ১.৩৩২০ এর নিচে অবস্থানরত সময়ে এই পেয়ারে বিয়ারিশ চাপ অব্যাহত থাকবে বলে আশঙ্খা করা যাচ্ছে।
আজই সীমাহীন লেভারেজ এবং সম্পূর্ণ বাংলা ভাষায় ট্রেড বিষয়ক সাপোর্ট পেতে – এখানে ক্লিক করুন।