...
  1. Exness News
  2. Forex News
  3. টেকনিকাল এনালাইসিস – ব্রিটিশ পাউন্ড / মার্কিন ডলার
Forex News

টেকনিকাল এনালাইসিস – ব্রিটিশ পাউন্ড / মার্কিন ডলার

August 23, 2018
BY Emma Richards

GBPUSD এর মূল প্রবণতা বিয়ারিশ থাকা সত্তেও গত কয়েকদিন ধরে কিছুটা ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা দেখা দিয়েছিল যার মূল কারন হিসেবে বিবেচনা করা হচ্ছে MACD এর মুভিং এভারেজ ডাইভারজেন্সকে। যদিওবা কিছুটা ঊর্ধ্বমুখী প্রভাব মার্কেটে দেখা যায় তবে আগামিতে প্রাইস আবারো নিম্নগামী হয়ে ১.২৭৫০ এর দিকে অগ্রসর হবে বলে আশা করা যাচ্ছে।

GBPUSD বর্তমানে কিছুটা চাঞ্চল্যকর অবস্থায় থাকলেও তা ডাইনামিক লেভেল যেমন ২০ EMA, Tenkan এবং Kijun লাইনকে তেমনভাবে উলঙ্ঘন করেনি যার ফলে আগামিতে নিম্নমুখী চাপ অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে। পূর্বের বুলিশ চাপ মুভিং এভারেজের বুলিশ ডাইভারজেন্সের কারনে হলেও তা এখন কিছুটা দুর্বল হয়ে যাওয়ার আশঙ্খা আছে এবং প্রাইস মূল প্রবণতা অনুসরন করে আবারো নিম্নগামী হবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস দৈনিকভাবে ১.৩৩২০ এলাকার নিচে অবস্থানকালে বিয়ারিশ চাপ অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে।

আজই GBPUSD তে সল্প স্প্রেডে এবং দ্রুত ট্রেড এক্সিকিউট করতে – এখানে ক্লিক করুন।

gbpusd technical analysis 1

সল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি বিয়ারিশ রেগুলার ডাইভারজেন্সের জন্ম দিয়েছে যা MACD Histogram এবং MACD মুভিং এভারেজের সমন্বয়ে আগামিতে প্রাইস নিম্নগামী হবে বলে ইঙ্গিত দিচ্ছে। যদিওবা প্রাইসের কিছুটা নিচে কু-ম ক্লাউড সাপোর্ট এবং ১.৩০৫০-৬০ সাপোর্ট এলাকা রয়েছে যা আগামিতে প্রাইসের নিম্নগামী প্রবল আচরনকে কিছুটা ধীরস্থায়ী করতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস আগামিতে যদি ১.৩০৫০-৬০ সাপোর্ট এলাকাকে সম্পূর্ণভাবে অতিক্রম করে নিম্নবর্তী হয় তবে তা আগামিতে ১.২৭৫০ এলাকা পর্যন্ত অনায়েসে যেতে পারে বলে আশা করা যাচ্ছে।

আজই ট্রেডের লাভের অংশ কোন ফি ছাড়াই দ্রুত উত্তলন করার সুবিধা পেতে – এখানে ক্লিক করুন।

gbpusd technical analysis 2

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT