GBPUSD সম্প্রতি ১.২৯৫০ সাপোর্ট এলাকা থেকে ঊর্ধ্বমুখী হওয়ার পর ১.৩২০০ এলাকা থেকে আবারো রিজেক্ট করতে সক্ষম হয় যার দরুন পূর্ব মূল প্রবণতা অনুযায়ী প্রাইস আবারো ১.২৯৫০ এলাকা পর্যন্ত নিম্নবর্তী হতে পারে বলে বর্তমানে আশা করা যাচ্ছে।
GBPUSD ১.৩২০০ এলাকা থেকে নিম্নগামী হওয়ার পর গত ২ দিন ধরে মার্কেট কিছুটা কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। যদিওবা এই কারেকশন এবং চাঞ্চল্যকর পরিস্থিতি মূল বিয়ারিশ প্রবণতা দিকেই ধাবিত করার জন্যেই তৈরি হচ্ছে যা আগামিতে ১.২৯৫০ এলাকা পর্যন্ত প্রাইসকে নিম্নবর্তী করার ইঙ্গিত সরূপ। পাশাপাশি ডাইনামিক লেভেল ২০ EMA প্রাইসকে রেসিস্ট্যান্স হিসেবে নিম্নমুখী রাখার চেস্টায় রয়েছে। এমতাবস্থায় প্রাইস যতদিন পর্যন্ত দৈনিকভাবে ১.৩২০০ এলাকার নিচে অবস্থান করছে, এই পেয়ারে বিয়ারিশ চাপ অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে যা আগামিতে প্রাইসকে আরো নিম্নবর্তী করতে সক্ষম হবে বলে আশঙ্খা করা যাচ্ছে।
আজই GBPUSD তে সল্প স্প্রেডে এবং দ্রুত এক্সিকিউশনের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস বর্তমানে কিছুটা কারেকশনের মধ্যে অবস্থান করলেও ইতিমধ্যে বিয়ারিশ ডাইভারজেন্সের জন্ম দিয়েছে যা আগামিতে প্রাইসকে ১.২৯৫০ পর্যন্ত নিম্নবর্তী করার ইঙ্গিত দিচ্ছে। প্রাইস ১.৩২০০ এলাকা থেকে নিম্নগামী হওয়ার পর তেমন কোন বিয়ারিশ চাপ মার্কেটে দেখা যায়নি যার দরুন আগামিতে কিছুটা বুলিশ চাপ দেখা গেলেও তা সল্পমেয়াদী রিট্রেস হিসেবে বিবেচনা করা হবে এবং প্রাইস যতদিন দৈনিকভাবে ১.৩২০০ এলাকার নিচে অবস্থান করছে তা ১.২৯৫০ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
সীমাহীন লেভারেজ নিয়ে GBPUSD ট্রেড করে লাভের পরিধি বাড়াতে – এখানে ক্লিক করুন।