GBPUSD সম্প্রতি ১.২৮৫০ এর নিচে অবস্থান করলেও গতকাল দৈনিকভাবে তার উপরে বন্ধ হতে সক্ষম হয় যা বর্তমানে মার্কেটে কিছুটা অস্থিরতার দিকে ঠেলে দেয়। যদিওবা মূল প্রবণতা বিয়ারিশ তবে সম্প্রতি প্রবল বুলিশ চাপ যা ১.২৮৫০ এর উপরে প্রাইসকে অবস্থান করাতে সক্ষম হয়েছে তা মূল প্রবণতা থেকে কিছুটা বিমুখ করার সম্ভাবনাও বর্তমানে বিরাজমান।
GBPUSD বর্তমানে ১.২৮৫০ এর উপরে অবস্থান করার পাশাপাশি ডাইনামিক লেভেল ২০ EMA এর সংস্পর্শে রয়েছে যা রেসিস্ট্যান্স হিসেবে আগামিতে কাজ করতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা প্রাইস ১.২৮৫০ এর উপরে অবস্থান করছে তবে আগামিতে এই প্রাইসের নিচে আবারো যদি আগামিতে দৈনিকভাবে অবস্থান করে তবে মূল প্রবণতা অনুযায়ী প্রাইস আবারো নিম্নগামী হয়ে ১.২৫ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রাইস দৈনিকভাবে ১.২৮৫০ এর উপরে অবস্থানকালে তা ১.৩০৫০ এবং আগামিতে ১.৩২০০ এলাকায় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় প্রাইস ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বর্তমানে বেশি রয়েছে বলে বিশ্লেষণ করা যাচ্ছে।
আজই GBPUSD তে সীমাহীন লেভারেজ ও দ্রুত এক্সিকিউশনের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস ১.২৮৫০ কে অতিক্রম করার আগ থেকেই খুবই প্রবল বুলিশ আকার ধারন করে যার দরুন আগামিতে প্রাইস ১.৩০৫০ ও পরবর্তীতে ১.৩২০০ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। প্রাইস কোন প্রকার গভীর রিট্রেস ছাড়াই ১.২৮৫০ কে অতিক্রম এবং এর উপরে অবস্থান করছে যার দরুন আগামিতে কিছুটা নিম্নগামী হয়ে রিট্রেস করলেও তা ব্যাতিক্রম কিছু হবে না। এমতাবস্থায় প্রাইস ১.২৮৫০ এর উপরে অবস্থানকালে পূর্বের বুলিশ চাপের ভিত্তিতে আগামিতে আরো ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষণ করা যাচ্ছে।
সল্প স্প্রেডে GBPUSD তে ট্রেড করে মুনাফা বৃদ্ধি করতে – এখানে ক্লিক করুন।