GBPUSD সম্প্রতি ১.৩৩২০ এর উপরে অতিক্রম করে কিছুটা রিট্রেস করতে দেখা গেলেও তা আগামিতে নিম্নগামী হওয়ার এক প্রবল প্রবণতার ব্যাপারে বর্তমানে জানান দিচ্ছে। যদিওবা প্রাইস এখন ১.৩৩২০ এর উপরে দৈনিকভাবে অবস্থান করছে তবে এর দীর্ঘমেয়াদী প্রবণতা এখনো নিম্নমুখী রয়েছে।
GBPUSD গত কয়েকদিন ধরে ডাইনামিক লেভেল ২০ EMA এর সঙ্গে কিছুটা প্রতিযোগিতা করলেও তা দৈনিকভাবে তা অতিক্রম করে ঊর্ধ্বমুখী হতে সক্ষম হয়নি। এর ফলে প্রাইস ২০ EMA এর নিচে অবস্থান করা আগামিতে প্রাইসকে আরো নিম্নগামী হওয়ার আশঙ্খার ব্যাখ্যা দিচ্ছে। এর পাশাপাশি তেমন কোন বুলিশ ডাইভারজেন্স দেখা না যাওয়ায় আগামিতে নিম্নগামী প্রবণতা অপরিবর্তিত থাকবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১.৩৩২০ এর উপরে থাকাকালীন সময়েই আমরা ১.৩০৫০ পর্যন্ত নিম্নবর্তী হওয়ার প্রবল আশঙ্খা লক্ষ্য করা যাচ্ছে। তবে ১.৩৩২০ কে দৈনিকভাবে অতিক্রম করলে আগামিতে নিম্নগামী হওয়ার আশঙ্খা বৃদ্ধি পাবে। প্রাইস যতদিন ১.৩৫০০ এর নিচে এবং ডাইনামিক লেভেল ২০ EMA এর নিচে অবস্থান করছে, এর বিয়ারিশ প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে যা আগামিতে প্রাইসকে ১.৩০৫০ পর্যন্ত নিম্নবর্তী করতে পারে।
আজই এই পেয়ারে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি কিছুটা চাঞ্চল্যকর অবস্থায় রয়েছে যা ডাইনামিক লেভেল ২০ EMA কে কয়েকবার ছেদ করে বিচলিত করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় প্রাইস ১.৩৩২০ লেভেলকে অতিক্রম করে নিম্নগামী হওয়ার পূর্বে কিছুটা কারেকশন এবং বুলিশ চাপ দেখাতে পারে তবে আগামিতে ১.৩৩২০ কে অতিক্রম করলে তা গতবেগের সাথে আরো নিম্নগামী হতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা মার্কেট এখন কিছুটা বিচলিত অবস্থায় আছে তবে এর পাশাপাশি Lower High তৈরি করতে দেখা যাচ্ছে যা আগামির বিয়ারিশ চাপের ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে তবে ১.৩৩২০ অতিক্রম করার পর তার প্রবল প্রবণতার ব্যাপারে মার্কেটকে জানান দিবে বলে আশা করা যাচ্ছে যার লক্ষ্য হবে ১.৩০৫০ সাপোর্ট এলাকা।
আজই GBPUSD পেয়ারে কম স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।