NZDUSD সম্প্রতি ০.৬৭২০ কে প্রবল গতিবেগ নিয়ে দৈনিকভাবে অতিক্রম করে যা আগামিতে প্রাইসকে আরো নিম্নগামী করবে বলে আশা করা যাচ্ছে। মূল প্রবণতা বিয়ারিশ থাকায় আগামির নিম্নমুখী চাপ অতিব সহজতর হবে বলে আশা করা যাচ্ছে।
NZD গতকাল সুদের হারের মান প্রকাশ করে যা পূর্বের ন্যায় ১.৭৫% এ অপরিবর্তিত রাখা হয় এবং গভর্নর আদ্রিয়ানের বক্তব্য মতে এই হার আগামিতেও পরিবর্তন হবে না। এই ব্যাপারটি মার্কেট ইতিবাচকভাবে না দেখার কারনে গতকাল নিউজিল্যান্ড ডলারের পতন ঘটে। বর্তমানে প্রাইস ডাইনামিক লেভেল যেমন ২০ EMA, Tenkan এবং Kijun লাইনের অনেক দূরত্বে অবস্থান করছে যার দরুন আগামিতে প্রাইস কিছুটা ঊর্ধ্বমুখী রিট্রেস করে পরে আবার নিম্নগামী হওয়ার আশঙ্খা রয়েছে। এমতাবস্থায় প্রাইস ০.৬৮৫০ এর নিচে দৈনিকভাবে অবস্থানরত সময়ে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে যার মূল লক্ষ্য হিসেবে রয়েছে ০.৬৫০০ সাপোর্ট এলাকা।
আজই NZDUSD তে সল্প স্প্রেডে এবং দ্রুত এক্সিকিউশনের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি প্রবল নিম্নমুখী হওয়ার সময় বুলিশ কন্টিন্যুয়াস ডাইভারজেন্সের জন্ম দেয় যার ফলে আগামিতে কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে রিট্রেস করার সম্ভাবনা রয়েছে। যদিওবা মূল প্রবণতা বিয়ারিশ তাই ঊর্ধ্বমুখী চাপকে শক্তিসালি কাউন্টার হিসেবে বিবেচনা করা যাচ্ছে না তবে ০.৬৬৫০-০.৬৭০০ এলাকা পর্যন্ত এই ঊর্ধ্বমুখী চাপ লক্ষ্য করা যেতে পারে। এমতাবস্থায় প্রাইস ০.৬৭২০ এলাকার নিচে অবস্থানকালে আগামিতে প্রাইস নিম্নগামী হয়ে ০.৬৫০০ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
আজই NZDUSD তে সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করে লাভের পরিধি বাড়াতে – এখানে ক্লিক করুন।