EURJPY ১৩৩.০০ প্রাইস এরিয়াকে দৈনিকভাবে ছেদ করে উপরে উঠে যাওয়ার পর থেকে কিছুটা অনিশ্চয়তায় রয়েছে বলে বিবেচনা করা যাচ্ছে। গত জানুয়ারি মাস থেকে চলতে থাকা প্রবল বিয়ারিশ চাপের মুখে এখনো এই পেয়ার রয়েছে যার ফলে আগামিতে আরো নিম্নমুখী হওয়ার আশঙ্খা করা যাচ্ছে।
আজ ইউরোজোনের মিনিমাম বিড রেট (Minimum Bid Rate) যা এক কথায় সুদের হার বোঝায় তা আজ প্রকাশিত হবে যা আশা করা যাচ্ছে ০.০০% এ অপরিবর্তিত থাকার। তবে এর পরপর ECB প্রেস কনফারেন্স এর সময় এই ব্যাপারে আরো আলোকপাত ঘটলে মার্কেটে কিছুটা উত্তেজনা বিরাজ করতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে। সম্প্রতি দৈনিক চার্টে বিয়ারিশ ডাইভারজেন্স দেখা যাচ্ছে যার ইঙ্গিতে প্রাইস কিছুটা নিম্নবর্তী হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে, গতকাল প্রাইস অনিশ্চয়তায় থাকার কারনে মার্কেট কিছুটা নিম্নমুখী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১৩৩.০০ প্রাইসকে ছেদ করে নিচে নেমে গেলে তা আরো নিম্নবর্তী হওয়ার আশঙ্খা রয়েছে যা প্রাথমিক লক্ষ্য হবে ১৩১.৫০-৬০ এলাকা এবং আগামিতে তার থেকেও নিম্নগামী হলে ১২৯.৫০ এলাকা পর্যন্ত প্রাইস নামতে পারে বলে আশা করা যাচ্ছে।
তবে প্রাইস যদি ১৩৩.০০ কে ছেদ করে নিচে না নেমে বরং তা প্রত্যাখ্যান করে আবারো উপরে উঠে যায় তাহলে তখন আমাদের লক্ষ্য পরিবর্তন করে ১৩৪.৫০ এর দিকে রাখতে হবে। তবে এই মুহূর্তে প্রাইস নিম্নবর্তী হওয়ার আশঙ্খা অনেক বেশি রয়েছে বলে অনুমান করা যাচ্ছে।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস এখন ১৩৩.০০ এর উপরে অবস্থানের পাশাপাশি তা কুম ক্লাউড সাপোর্ট এলাকার উপরেও রয়েছে। অন্যদিকে ডানামিক লেভেল যেমন ২০ EMA, Tenkan এবং Kijun লাইন অনিশ্চয়তার প্রভাবের ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে। এমতাবস্থায় প্রাইস যদি ১৩২.৮০ লেভেল যা কুম ক্লাউডের সাপোর্ট এলাকা ভেদ করে নিচে গেলেই আগামিতে আরো গতিবেগে নিম্নমুখী হতে পারে বলে আশা করা যাচ্ছে। যদি প্রাইস কুম ক্লাউড ভেদ করে নিম্নবর্তী হতে সক্ষম হয় তবে ১৩১.৫০ সাপোর্ট এলাকা এবং আগামিতে ১২৯.৫০ এলাকা পর্যন্ত নিম্নবর্তী হতে পারে বলে আশা করা যাচ্ছে।