...
  1. Exness News
  2. Forex News
  3. টেকনিকাল এনালাইসিস – ইউরো / মার্কিন ডলার
Forex News

টেকনিকাল এনালাইসিস – ইউরো / মার্কিন ডলার

August 23, 2018
BY Emma Richards

EURUSD গত কয়েকদিন ধরে কিছুটা কারেকশন এবং চাঞ্চল্যকর অবস্থানে থাকলেও এর মধ্যে সম্প্রতি কিছুটা ঊর্ধ্বমুখী চাপ লক্ষ্য করা গেছে যার দরুন প্রাইস ১.১৫৫০ এলাকা থেকে ঊর্ধ্বস্থর হয়ে ১.১৭৫০ এলাকা পর্যন্ত উন্নত হয়। যদিওবা মূল প্রবণতা বিয়ারিশ তবে বর্তমানে দুদিকে অগ্রসর হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে।

EURUSD বর্তমানে ১.১৭৫০ এর আওতায় রয়েছে যার থেকে প্রাইস আগামিতে নিম্নগামী হওয়ার আশঙ্খা অনেক বেশি রয়েছে কারন মূল প্রবণতা এখনো বিয়ারিশ। উপরন্ত, সম্প্রতি কারেকশনে প্রাইস Lower High জন্ম দিতে সক্ষম হয়েছে যার দরুন মূল প্রবণতার দিকে প্রাইস নিম্নগামী হওয়ার প্রবল আশঙ্খা রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। MACD Histogram বিয়ারিশ চাপ দেখালেও, MACD লাইন বুলিশ ডাইভারজন্সের আশা দেখাচ্ছে তবে কোন কিছুই বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট নয়। এমতাবস্থায় প্রাইস যদি আজ ১.১৭৫০ এর নিচে দৈনিকভাবে বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা বন্ধ হয় তবে তা নিম্নগামী হয়ে ১.১৫০০-৫০ সাপোর্ট এলাকা পর্যন্ত অগ্রসর হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে, যদি প্রাইস ১.১৭৫০ এলাকাকে অতিক্রম করে ঊর্ধ্বমুখী হয়ে তবে তা ১.১৯৫০ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে। যদি মূল প্রবণতার ব্যাপারে চিন্তা করি তবে প্রাইস নিম্নগামী হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে বলে বিশ্লেষণ করা যাচ্ছে।

আজই EURUSD তে সল্পস্পেডে এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

eurusd_1-3

স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি ১.১৭৫০ এলাকা পৌঁছানোর পর কিছুটা বিয়ারিশ চাপ প্রয়োগ করতে দেখা যাচ্ছে যার দরুন আগামিতে প্রাইস নিম্নগামী হওয়ার আশঙ্খা প্রবল রয়েছে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি MACD Histogram এ বিয়ারিশ ডাইভারজেন্স জন্ম নিয়েছে যা আগামির বিয়ারিশ চাপের মূল সংকেত হিসেবে কাজ করতে যাচ্ছে বলে বিশ্লেষণ করা যাচ্ছে। যদিওবা স্বল্পমেয়াদী চার্টে তেমন কোন বিয়ারিশ প্রবল প্রবণতা এখনো দেখা যাচ্ছে না তবে পূর্বের বুলিশ চাপ গ্রাস করতে প্রবল বিয়ারিশ চাপের প্রয়োজন হতে পারে নাহয় প্রাইস আবারো ঊর্ধ্বমুখী হওয়ার কিছুটা সম্ভাবনা এখনো বিরাজমান রয়েছে। এমতাবস্থায় প্রাইস ১.১৭৫০ এর নিচে অবস্থানকালে বিয়ারিশ চাপ অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে।

EURUSD তে সুক্ষ চার্ট এবং তাৎক্ষনিক এক্সিকিউশন নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

eurusd_2-4

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT