...
  1. Exness News
  2. Forex News
  3. টেকনিকাল এনালাইসিস – ইউরো / মার্কিন ডলার
Forex News

টেকনিকাল এনালাইসিস – ইউরো / মার্কিন ডলার

August 23, 2018
BY Emma Richards

EURUSD সম্প্রতি ১.১৭৪০ এলাকা থেকে নিম্নগামী হওয়ার পর বর্তমানে ১.১৫০০ সাপোর্ট এলাকার দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে যেখান থেকে আগামিতে প্রাইসকে আবার ঊর্ধ্বমুখী হতে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।

EURUSD বর্তমানে ডাইনামিক লেভেল ২০ EMA এর নিচে অবস্থান করছে এর পাশাপাশি নিম্নগামী হওয়ার প্রবল গতিবেগ পূর্বে থাকলেও তা ইতিমধ্যে কিছুটা দুর্বলতার ছাপ দেখাচ্ছে। গত জুন মাস থেকে জন্ম নেওয়া কারেক্টিভ Triangle এর মধ্যে বিয়ারিশ চাপ লক্ষ্য করা গেলেও এর সাপোর্ট ১.১৫ এলাকাকে অতিক্রম করে আরো নিম্নগামী হওয়ার মত প্রবল বিয়ারিশ চাপ বর্তমানে দেখা যাচ্ছে না তাই আগামিতে প্রাইস ১.১৫ সাপোর্ট এলাকা অতিক্রম করার চাইতে তা থেকে লাফিয়ে উঠে ১.১৭০০ এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় মূল প্রবনতা বিয়ারিশ থাকায় প্রাইস ১.১৭৫০ এলাকার নিচে দৈনিকভাবে অবস্থানকালে এই পেয়ারে আগামিতে নিম্নগামী চাপ অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

EURUSD তে সল্প স্প্রেড এবং সীমাহীন লেভারেজ নিয়ে লাভের পরিধি বাড়াতে – এখানে ক্লিক করুন।

eurusd_bn1

স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস বর্তমানে কিছুটা চাঞ্চল্যকর অবস্থার মধ্যে রয়েছে যার দরুন আগামিতে প্রাইস কিছুটা সময়ের জন্যে অল্প পরিসরে ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশা করা যাচ্ছে। মুল প্রবনতা এবং মার্কেটের গতিবেগ বিয়ারিশ থাকায় আগামিতে প্রাইস নিম্নগামী হয়ে ১.১৫ এলাকায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অন্যদিকে কু-ম ক্লাউড, Tenkan এবং Kijun লাইন প্রাইসকে রেসিস্ট্যন্স হিসেবে নিম্নমুখী রাখার অবস্থানে রয়েছে যা আগামিতে প্রাইসকে নিম্নবর্তী করার জন্য যথেষ্ট বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস কু-ম ক্লাউড রেসিস্ট্যন্সের নিচে স্বল্পমেয়াদীভাবে অবস্থানরত সময়ে এই পেয়ারে বিয়ারিশ চাপ অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

আজই EURUSD তে ট্রেড করে দ্রুত মুনাফা উত্তলন করতে – এখানে ক্লিক করুন।

eurusd_bn2

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT