EURUSD এর মূল প্রবণতা সাধারনত বিয়ারিশ থাকলেও সম্প্রতি ১.১৩ এলাকা থেকে লাফিয়ে উঠার পর কিছুটা বুলিশ রিট্রেস হতে দেখা গিয়েছে যার দরুন প্রাইস আরো কিছুটা সময় এই বুলিশ চাপের মুখে থাকবে বলে আশা করা যাচ্ছে।
EURUSD বর্তমানে ১.১৫ এলাকার দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে যা স্বল্পমেয়াদী রিট্রেস হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাইস বর্তমানের বুলিশ চাপ দ্বারা আগামিতে ১.১৫ এলাকা যা ডাইনামিক লেভেল ২০ EMA কে সাথে নিয়ে আবারো প্রাইসকে নিম্নমুখী করতে সক্ষম হতে পারে বলে আশা করা যাচ্ছে যা আগামিতে ১.১৩ এবং তারও নিম্নবর্তী করতে পারে বলে আশা করা যাচ্ছে। ব্রেকাউট রিট্রেস ট্রেডিং অবকাঠামো অনুযায়ী প্রাইসের এমন আচরন স্বাভাবিক বলেই বিশ্লেষণ করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১.১৫ এর নিচে দৈনিকভাবে অবস্থানকালে এই পেয়ারে বিয়ারিশ প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।
আজই EURUSD তে সল্প স্প্রেডে এবং দ্রুততার সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস বর্তমানে ডাইনামিক লেভেল যেমন ২০ EMA, Tenkan এবং Kijun লাইনের উপরে অবস্থান করছে যার দরুন প্রাইস ১.১৫ পর্যন্ত ঊর্ধ্বস্থর হওয়ার প্রবল এক সম্ভাবনা রয়েছে তবে MACD তে বিয়ারিশ ডাইভারজেন্সের আভাস পাওয়ায় ১.১৫ থেকে নিম্নমুখী হওয়ার সম্ভাবনাও অনেক প্রবল বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ১.১৫ পর্যন্ত ঊর্ধ্বগামী হলেও তার মূল প্রবণতা অনুযায়ী ১.১৫ থেকে বুলিশ রিজেকশন বা বিয়ারিশ শক্তিশালী চাপের পর আবারো প্রাইস নিম্নমুখী হবে বলে আশা করা যাচ্ছে যা ১.১৩ পর্যন্ত আগামিতে প্রাইসকে আবারো নিয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
সীমাহীন লেভারেজ নিয়ে EURUSD তে লাভের পরিধি বাড়াতে – এখানে ক্লিক করুন।