EURJPY গত কয়েকদিন ধরে প্রবল মাত্রায় বুলিশ চাপের মধ্য দিয়ে যাচ্ছিল যা গতকাল ১২৯.৫০ লেভেলে পৌঁছানোর পর কিছুটা বিয়ারিশ প্রভাব দেখা যায়। যদিওবা দীর্ঘমেয়াদী প্রবণতা এখনো বিয়ারিশ তাই সম্প্রতি বুলিশ চাপকে রিট্রেস হিসেবে বিবেচনা করা যাচ্ছে।
EURJPY এখন ১২৯.৫০ লেভেলে অবস্থান করছে যেখান থেকে প্রাইস নিম্নবর্তী হয়ে ১২৫.০০ প্রাইস এলাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া বুলিশ চাপ যদিওবা অনেক গতি সম্পন্ন ছিল তবে তা ১২৯.৫০ এর কাছাকাছি এসে দৈনিকভাবে দুর্বল হয়ে পরে যার দরুন এতটুকু অনুমান করা যায় যে মার্কেটে এখনো সেলাররা বিদ্যমান রয়েছে। প্রাইস লেভেল ১২৯.৫০ পূর্বে অনেকবার প্রাইসকে বাধাগ্রস্থ করতে সক্ষম হওয়ায় এই লেভেল থেকে আগামিতে নিম্নগামী হওয়ার আশঙ্খা অনেক বেশি। এমতাবস্থায় প্রাইস যতক্ষন পর্যন্ত ১২৯.৫০-১৩০.৫০ এলাকার নিচে দৈনিকভাবে অবস্থান করবে, এই পেয়ারে বিয়ারিশ চাপ অবধারিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
আজই EURJPY পেয়ারে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, সম্প্রতি গঠিত বিয়ারিশ ডাইভারজেন্সের কারনে গতকালের বিয়ারিশ প্রভাব দেখা যায় যা বর্তমানে বিয়ারিশ কোভারজেন্সের জন্ম দিয়েছে। এর ফলে আগামিতে প্রাইস আরো নিম্নগামী হওয়ার সম্ভাবনা অনেকটুকু বৃদ্ধি পেয়েছে। যদিওবা প্রাইস এখন ১২৯.৫০ এলাকার মধ্যে অবস্থান করছে যার সাথে ডাইনামিক লেভেল ২০ EMA ও রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে। এমতাবস্থায় কিছুটা কারেকশন লক্ষ্য করা গেলেও প্রাইস যতক্ষন পর্যন্ত ১২৯.৫০-১৩০.৫০ এলাকার নিচে অবস্থান করবে তা আগামিতে নিম্নবর্তী হয়ে ১২৫.০০ পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
কম স্প্রেডে এবং দ্রুততম ট্রেডিং এক্সিকিউশন নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।