EURJPY সম্প্রতি নিম্নগামী হতে দেখা গেলেও বর্তমানে কিছুটা বুলিশ চাপ অনুভব করা যাচ্ছে। যদিওবা দীর্ঘমেয়াদী প্রবণতা এখনো বিয়ারিশ রয়েছে তাই স্বল্পমেয়াদী বুলিশ চাপ শুধুমাত্র রিট্রেস হিসেবে বিবেচনার মধ্যে আসে।
EURJPY ১২৯.৫০ লেভেল অতিক্রম করে নিম্নগামী হওয়ার পর থেকেই এই পেয়ারে বিয়ারিশ চাপ দেখা দেয় কিন্তু তার গতিবেগ সল্প হওয়ায় এর মধ্যে স্বল্পমেয়াদী বুলিশ চাপ লক্ষ্য করা যায়। এমতাবস্থায় দীর্ঘমেয়াদী প্রবণতা নিম্নমুখী হলেও তা ১২৫.০০ এর সাপোর্ট এলাকায় অবতীর্ণ হতে কিছুটা কারেকশনের মধ্যে দিয়ে যেতে পারে। এখন পর্যন্ত কোন বুলিশ ডাইভারজেন্স দেখা না যাওয়ায় আগামিতে প্রাইস আরো বিয়ারিশ চাপের মুখে থাকবে বলে আশা করা যাচ্ছে। অতএব, প্রাইস যতদিন ১.২৯৫০ এর নিচে দৈনিকভাবে অবস্থান করছে তা আগামিতে ১২৫.০০ পর্যন্ত নিম্নবর্তী হওয়ার আশঙ্খা রয়েছে।
আজই EURJPY তে সল্প স্প্রেডে এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস গতকাল থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও এর পাশাপাশি বিয়ারিশ ডাইভারজেন্সের জন্ম দিয়েছে যা খুব শিগ্রই প্রাইসকে আবারো নিম্নগামী করে তুলতে পারে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ডাইনামিক লেভেল ২০ EMA কে কোন বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা অতিক্রম করতে দেখা গেলে আগামির বিয়ারিশ চাপের ব্যাপারে কিছুটা নিশ্চয়তা পাওয়া যাবে এবং ১২৫.০০ পর্যন্ত নিম্নবর্তী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
আজই EURJPY ট্রেড করতে – এখানে ক্লিক করুন।