AUDUSD সম্প্রতি ০.৭৩ এলাকার উপরে দৈনিকভাবে অতিক্রম করলেও তা বর্তমানে এর নিচে প্রবল বিয়ারিশ চাপের দরুন অবস্থান করছে যা আগামিতে আরো নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষণ করা যাচ্ছে। মূল প্রবণতা বিয়ারিশ হওয়ায় এমন ঊর্ধ্বগামী False Break যুক্তিসম্মত বলে বিবেচনা করা হচ্ছে।
AUDUSD ০.৭৫ এলাকা অতিক্রম করার পর বেশ কয়েক সপ্তাহ ধরে কারেকশনের মধ্য দিয়ে অবস্থান করেছে যার কিছুদিন পূর্বে নিম্নগামী হয়ে ০.৭৩ এর নিচে অবস্থান করলেও তা রিট্রেস করতে অগ্রসর হয়ে ঊর্ধ্বগামী False Break এর জন্ম দেয়। বর্তমানে প্রাইস ডাইনামিক লেভেল ২০ EMA এর নিচে অবস্থান করছে এবং আগামিতে তা নিম্নগামী হয়ে ০.৭১৫০-০.৭২০০ এলাকা পর্যন্ত নিম্নবর্তী হতে পারে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় প্রাইস ০.৭৫ এর নিচে দৈনিকভাবে অবস্থানরত সময়ে মূল প্রবণতা অনুযায়ী নিম্নগামী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।
আজই AUDUSD তে দ্রুত এক্সিকিউশন এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
স্বল্পমেয়াদী চার্ট H1 অনুযায়ী, প্রাইস সম্প্রতি এক্সট্রিম বুলিশ ডাইভারজেন্সের জন্ম দেয় যার দরুন আগামিতে প্রাইস রিট্রেস করে ০.৭৩ এলাকা পর্যন্ত ঊর্ধ্বগামী হতে পারে বলে আশা করা যাচ্ছে। মূল প্রবণতা বিয়ারিশ হওয়ায় আগামিতে ০.৭৩ এলাকা থেকে আবারো নিম্নগামী চাপ দেখা যাওয়ার আশঙ্খা রয়েছে। এমতাবস্থায় প্রাইস স্বল্পমেয়াদীভাবে ঊর্ধ্বমুখী হয়ে সর্বচ্চো ডাইনামিক লেভেল রেসিস্ট্যান্স ২০ EMA পর্যন্ত যেতে পারে বলে আশা করা যাচ্ছে কারন মূল প্রবণতা বিয়ারিশ থাকায় আগামিতে প্রাইস নিম্নগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
সল্প স্প্রেডে AUDUSD তে লাভের পরিধি বাড়াতে – এখানে ক্লিক করুন।