...
  1. Exness News
  2. Forex News
  3. ক্যানাডার সুদের হার বৃদ্ধির চিন্তা কি উন্নতির আশঙ্খা?
Forex News

ক্যানাডার সুদের হার বৃদ্ধির চিন্তা কি উন্নতির আশঙ্খা?

August 23, 2018
BY Emma Richards

গত সপ্তাহে ব্যাংক অব ক্যানাডার মনিটারি পলিসি মিটিং অনুষ্ঠিত হয় এর পাশাপাশি সুদের হার ১.২৫% এ অপরিবর্তিত থাকতে দেখা যায়। তবে কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব বাজারে কিছু চাঞ্চল্যকর অবস্থা থাকলেও আগামিতে সুদের হার বৃদ্ধির ব্যাপারে ইঙ্গিত দিয়েছে।

গত বছরের মধ্য সময়ের থেকে প্রায় তিন বার ব্যাংক অব ক্যানাডা তার সুদের হার বৃদ্ধি করেছে যখন অনেক বছর ধরে সুদের হারে নিম্নবর্তী ছিল। সম্প্রতি তৈলের দাম বৃদ্ধির কারনে আগামিতে সুদের হার বৃদ্ধির এই ইঙ্গিতকে জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মনিটারি পলিসি স্ট্রেট্মেন্টে, ব্যাংক অব ক্যানাডা আন্ত অর্থনীতির ব্যাপারে ইতিবাচক ভাব প্রকাশ করছে। সেখানে উল্লেখ করা হয় যে এই বছরের প্রথম কোয়ার্টারের ডাটা আশানুরূপ আরো শক্তিশালী ছিল এবং মুদ্রাস্ফিতিও লক্ষ্য অনুযায়ী ২% পর্যন্ত থাকতে সক্ষম হয় যার দরুন আগামিতে এই অর্থনীতি আরো উন্নতির দিকে এগোবে বলে আশা করা যাচ্ছে।

CAD পেয়ারে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার বড় সব ব্যাবসায়িক দেশগুলোর সাথে আগামি লেনদেনের ব্যাপারে ইতিবাচক ভাব প্রকাশ করছে যার দরুন আগামিতে আন্তর্জাতিক লেনদের এবং ব্যাবসা ক্ষেত্রের প্রসার ঘটতে পারে বলে আশা করা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার মধ্যকার North American Free Trade Agreement (NAFTA) এর চলাকালীন দরকষাকষির জন্যে ব্যাংক অব ক্যানাডার সুদের হার অপরিবর্তিত রেখেছে বলে অনুমান করা যাচ্ছে। এর পাশাপাশি গত শুক্রবার ক্যানাডার Steel এবং Aluminum Tariff এর লিমিটের সময়সীমা শেষ হয় যার দরুন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প এর সাথে এই ব্যাপারে বিশেষ বৈঠকও করা হয়।

সবকিছু বিবেচনা করে, ব্যাংক অব ক্যানাডা উল্লেখ করেন মুদ্রাস্ফীতির হার ঠিক রাখতে সুদের হার বৃদ্ধি অতিব প্রয়োজনীয়। যদিওবা তা নিয়ে তারা কোন তাড়াহুড়ো করতে চান না তাই ধীরে সুস্থে সুদের হার বৃদ্ধি করার কথা চিন্তা করছেন। যদিওবা আগামিতে প্রকাশ হওয়া অর্থনৈতিক অবস্থার উপরেও বিবেচনা করে সুদের হার বৃদ্ধি করতে পারেন বলে আশা করা যাচ্ছে।

গত ৪ মাস ধরে রপ্তানি খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবং নানা রকম মেশিনারী এবং যন্ত্রপাতি আমদানি করার উপর ভিত্তি করে এমন বিবেচনা করা যায় যে আগামিতে ক্যানাডিয়ান ব্যাবসা ক্ষেত্র আরো প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিওবা আবাসন ক্ষেত্রে সুদের হার পূর্বে চড়া থাকলেও গত ৪ মাসে নিম্নগামী হতে দেখা গিয়েছে।

মার্কেটের মতে এইবারের ব্যাংক অব ক্যানাডার স্টেট্মেন্ট ইতিবাচক ছিল যা আগামিতে ক্যানাডিয়ান ডলারকে আরো শক্তিশালী করে তুলতে পারে বলে আশা করা যাচ্ছে। জুলাই মাসে সুদের হার বৃদ্ধি হওয়ার যে প্রবল সম্ভাবনা রয়েছে তা বিবেচনা করে ক্যানাডিয়ান ডলারে বিশেষ দৃষ্টি রাখছেন অনেক বিশ্লেষক এবং ট্রেডাররা।

এই সুদের হার বৃদ্ধির রিপোর্ট যদিওবা আগামি জুলাই মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একবার তা বৃদ্ধি পেলে তা পরপর আরো বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন বিশ্লেষকরা যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছিল।

আজই ক্যানাডিয়ান ডলারে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT