সম্প্রতি ক্যানাডায় চাকুরীর বাজার কিছুটা চাঙ্গা হতে দেখা গিয়েছে যার দরুন বেকারত্বের হার গত মার্চ মাসে ৫.৯% থেকে ৫.৮% এ নিম্নবর্তী হয় যা আজ প্রকাশিত রিপোর্টেও অপরিবর্তিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
চাকুরীর হার বা Employment Change গত মে মাসে ৩২.৩ হাজার থেকে এক লাফে -১.১ হাজারে নিম্নবর্তী হয় যার দরুন ক্যানাডিয়ান ডলারের অগ্রগামীতে এর নেতিবাচক প্রভাব পরে। তবে আজ -১.১ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১৯.১ হাজার পর্যন্ত যেতে পারে যার ফলাফল ক্যানাডিয়ান ডলারের জন্যে আগামিতে ইতিবাচক হতে পারে বলে আশা করা যাচ্ছে।
চাকুরীর দিক দিয়ে ২৪ থেকে ৫৪ বছরের মহিলাদের সংখ্যা অনেকটুকু বৃদ্ধি পেয়েছে যার পাশাপাশি ১৫ থেকে ২৪ বছরের কিশোর কিশোরীদের চাকুরীর হার কমতে দেখা গিয়েছে। গত মাসের পরিসংখ্যান অনুযায়ী মানিটোবা এবং নোভা স্কোশিয়া প্রোভিন্সে চাকুরীর হার বৃদ্ধি পেতে দেখা গিয়েছে এবং কমতে দেখা গিয়েছে সাস্কাচুয়ান প্রভিন্সে।
মুলত এখন প্রফেশনাল, বৈজ্ঞানিক, টেকনিকাল এবং একোমোডেশন সার্ভিসে চাকুরীর হার বৃদ্ধি পেয়েছিল যা এবারো কিছুটা অগ্রগতি হওয়ার আশঙ্খা রয়েছে। যদিওবা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং স্বনির্ভর চাকুরীর হারের মধ্যে তেমন কোন পরিবর্তন গতবার দেখা যায়নি তবে বিশ্লেষকদের মতে এবং চাকুরীর হারের আশানুরূপ পরিসংখ্যান মতে যা আজ ১৯.১ এ উন্নত হলে ক্যানাডিয়ান ডলারের জন্যে আগামিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করলে ক্যানাডার বেকারত্বের হার কিছুটা বেশি রয়েছে তবে প্রতিবছর দুটো দেশেই প্রাইস ০.৫% করে কমতে দেখা গিয়েছে গত কয়েকবছর ধরে। চাকুরীর হারও এই দুই দেশের প্রায় সমান লক্ষ্য করা গিয়েছে যেমন ক্যানাডায় ছিল ৬২.১% এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল ৬০.৩%।
এমতাবস্থায় আজ ক্যানাডার চাকুরীর এবং বেকারত্বের হার এর ফল প্রকাশ বিস্তর প্রভাব ফেলতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিওবা প্রত্যাশা করা যাচ্ছে এর ফলাফল ইতিবাচক হতে পারে, তাই আজ ক্যানাডিয়ান ডলারের কিছুটা অর্জন লক্ষ্য করা যেতে পারে। তবে যদি ফলাফল নেতিবাচক হয় তাহলে আগামিতে ক্যানাডিয়ান ডলারকে আরো দুর্বল হতে দেখা যেতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে।
আজই ক্যানাডিয়ান ডলার পেয়ারে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।