...
  1. Exness News
  2. Forex News
  3. কেন পারফেক্ট ট্রেডিং লাভ করার আশঙ্খা বৃদ্ধি করবে না?
Forex News

কেন পারফেক্ট ট্রেডিং লাভ করার আশঙ্খা বৃদ্ধি করবে না?

August 23, 2018
BY Emma Richards

ফরেক্স ট্রেডিং এর অন্যতম প্রধান শত্রু হিসেবে ধরা হয় ভয়কে এবং ভয়ের কারণে ট্রেডাররা নানা ধরনের ভুল করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে অতিচিন্তা। ঠিক কি পরিমাণে মূলধন যথেষ্ট? কতটা বিশ্লেষণ করা উচিত, কতক্ষণ মার্কেট গবেষণা করতে হবে, চার্ট বিশ্লেষণ অথবা চার্ট পর্যবেক্ষণ কতক্ষণ করতে হবে? এই সব নিয়ে অতিচিন্তা একজন ট্রেডারকে মার্কেটে ভাল ট্রেড করতে বাধা দেয়।
ট্রেডিং সংক্রান্ত অতিচিন্তা একজন ট্রেডারের ট্রেডিং সাফল্যকে আটকে রাখে। অনেকে এটিকে মাইক্রো-ম্যানেজমেন্ট বলেন, কেউ অতি-বিশ্লেষণও বলে থাকেন। একজন ট্রেডারের মনে যখন অর্থ হারানোর ভয় থাকে তখন তিনি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের আনার জন্য সবকিছু করার চেষ্টা করেন। তবে সত্যি বলতে, ফরেক্স মার্কেটকে নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। ফরেক্স মার্কেটে আপনি শুধু একটি জিনিসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, তা হলো আপনার নিজের চিন্তা এবং ট্রেডিং সংক্রান্ত কার্যকলাপ। পারফেক্ট ট্রেডিং বলে ফরেক্স মার্কেটে কিছু নেই। তাই এর পিছনে নিজের সময় নষ্ট করাও উচিত নয় কোনো ট্রেডারের। নিম্নে আমরা মার্কেট নিয়ন্ত্রণের চিন্তাকে কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা করবো।

নিজের ক্ষমতা এবং অক্ষমতার ধারণা থাকাঃ একজন ট্রেডারের উচিত নিজের ক্ষমতা কতোটুকু তার সম্পর্কে ধারণা রাখা এবং নিজের সীমাবদ্ধতাও জানা। অনেক ট্রেডার আছেন যারা মার্কেটে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যার ফলে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন নাফরেক্স মার্কেটে মাঝেমাঝে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়, তানাহলে ট্রেডার ক্ষতিগ্রস্ত হতে পারেনপ্রথমত একজন ট্রেডারের উচিত সবকিছু জানার চেষ্টা বন্ধ করা। কোনো ট্রেডার চাইলেই ট্রেডিং এর সবকিছু জানতে পারেন না। ফরেক্স ট্রেডিং একটি বিশাল বিষয়। অন্যভাবে বলতে গেলে একজন ট্রেডার কখনো জানতে পারবেন না মার্কেট বর্তমানে যেদিকে যাচ্ছে তা কেন যাচ্ছে এবং ভবিষ্যতে কি হবে? আমরা কেবল অতীতে কি হয়েছে এবং বর্তমানে কি হচ্ছে সেই বিষয়ে নিশ্চিত হতে পারি। ভবিষ্যতে কি হতে পারে তার সম্ভাব্যতা অনুমান করার জন্য আমরা মার্কেটের পূর্বের অবস্থা, প্রাইস অ্যাকশন ইত্যাদি ব্যবহার করতে পারি। একজন ট্রেডারের এটি জানা উচিত যে, অতিমাত্রাই ট্রেডিং নিউজ দেখা অথবা ঘন্টার পর ঘন্টা চার্টের দিকে তাকিয়ে থাকা অথবা অতিমাত্রাই বিশ্লেষণ করা কোনোভাবেই মার্কেটে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা জানতে সাহায্য করবে না। তাই ট্রেডারের উচিত নিজের ক্ষমতা এবং অক্ষমতা সম্পর্কে অবগত হয়ে সেই অনুযায়ী তার কার্যকলাপ নির্ধারণ করা।

ট্রেড প্ল্যান তৈরি করুন এবং প্ল্যান অনুযায়ী ট্রেড করুনঃ যদিও শুনতে অনেক গতানুগতিক মনে হতে পারে, তবে নিজেকে অতিমাত্রাই চিন্তা থেকে বাচানোর জন্য ট্রেড প্ল্যান মেনে চলা খুবই কার্যকরী একটি প্রক্রিয়াএকজন ট্রেডার যদি একটি সহজ কার্যকরী ট্রেড প্ল্যান তৈরি করেন এবং কোনো ধরণের ব্যতিক্রম ছাড়া তা যথাযথ মেনে চলেন তবে তাকে একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে মেনে নেওয়া যায়। একজন ট্রেডারের উচিত এমন ট্রেড প্ল্যান তৈরি করা, যেখানে নিয়ম থাকবে অতি-চিন্তা বা মাইক্রো ম্যানেজমেন্ট করা যাবে নাপ্রত্যেক ট্রেডারের একটি নির্দিষ্ট ট্রেডিং রুটিন করা উচিত যাতে তার সারাদিন মার্কেটে বসে থেকে চিন্তা করতে না হয়। আপনি যদি অতিমাত্রাই মার্কেট মুভমেন্ট দেখেন তাহলে স্বাভাবিক নিয়মেই মাইক্রো-ম্যানেজমেন্টের প্রক্রিয়া আপনার মধ্যে সক্রিয় হয়ে যাবে। আপনি যদি ট্রেড নেওয়ার পর আপনার ট্রেড প্ল্যান এর বাইরে কিছু চিন্তা করেন মনে করবেন এটি আপনার ট্রেডিং এর জন্য ক্ষতিকর। সুতরাং কেবল নিজের ট্রেড প্ল্যান অনুসরণ করুন। আজই ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।

ট্রেডিং এ লস স্বীকার করুনঃ অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে তার লস স্বীকার করতে চান না এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মাইক্রো-ম্যানেজিং। মাইক্রো-ম্যানেজিং মানে হচ্ছে ট্রেডিং এর ছোট থেকে ছোট বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা করা। যারা মাইক্রো-ম্যানেজিং করে তাদের ধারণা তারা চাইলেই মার্কেটের পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা করে লস এড়াতে পারবেন। কিন্তু সত্যি বলতে আপনি যতই অভিজ্ঞ অথবা শিক্ষিত ট্রেডার হয়ে থাকুন না কেনো, এই মার্কেটে লস আপনাকে করতেই হবে। তাই, আমাদের উচিত লস স্বীকার করা এবং এর মাত্রা কিভাবে কমানো যায় তার দিকে নজর দেওয়া। আর মনে রাখতে হবে প্রত্যেক ট্রেডে আমরা লস করতে পারি, তাই সেই চিন্তা মাথাই রেখেই আমাদের ট্রেড করতে হবে।

ওভার-ট্রেডিং বন্ধ করাঃ ওভার-ট্রেডিং হচ্ছে মাইক্রো-ম্যানেজিং এবং অতিচিন্তার ফসল। একজন ট্রেডার যখন মার্কেটকে খুব ঘনিষ্ঠভাবে দেখা, গবেষণা এবং চিন্তা করা শুরু করে তখন অনিবার্যভাবে তার মাথায় অনেক ট্রেড আইডিয়া আসা শুরু করে। তিনি না চাইতেও এমন সব সেট আপ অথবা সম্ভাবনা দেখা শুরু করেন যা আসলে সাময়িক মার্কেট পরিস্থিতি এবং যা থেকে আসলে ভাল কোনো ফলাফল আসা করা যায় না। তাই আমাদের ওভার-ট্রেডিং বন্ধ করতে হবে। ট্রেড প্ল্যান অনুযায়ী যদি ভাল কোনো ট্রেড সেট আপ পাওয়া না যায় তাহলে জোর করে ট্রেড না করে পরবর্তী দিন চেষ্টা করা উচিত।

ছাড়তে শিখাঃ আপনি চাইলেই আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারেন ঘণ্টার পর ঘণ্টা মার্কেটের দিকে তাকিয়ে থেকে অথবা নিজের কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করে মার্কেট থেকে দূরে চলে যেতে পারেন। নিজেকে মাইক্রো-ম্যানেজিং অথবা অতি-চিন্তা থেকে বাচানোর এটিই সবচেয়ে সহজ উপায়। সত্যি বলতে দীর্ঘমেয়াদী ট্রেডাররা স্বল্পমেয়াদী অথবা ডে-ট্রেডারদের তুলনায় অধিক সফল। কারণ তারা সব সময় চার্টের দিকে তাকান না। তারা মার্কেট বিশ্লেষণ করে সেই অনুযায়ী ট্রেড নেন এবং লাভ-ক্ষতি নির্ধারণ করে মার্কেট থেকে সরে দাঁড়ান। তাই ট্রেড নেওয়ার পর তার অতিরিক্ত পর্যবেক্ষণ না করে নিজের গতিতে চলতে দেওয়া উচিত।

যারাই ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছেন তাদের সকলেরই মনে রাখা উচিত অতিরিক্ত কোনো কিছুই ভাল না। আমাদের উচিত নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা না করে, নিজের ভুলত্রুটি, অক্ষমতা, সীমাবদ্ধতা স্বীকার করে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা।

আজই সফলভাবে  ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT