...
  1. Exness News
  2. Forex News
  3. কিভাবে সফলভাবে একজন ট্রেন্ড ট্রেডার হবেন
Forex News

কিভাবে সফলভাবে একজন ট্রেন্ড ট্রেডার হবেন

August 23, 2018
BY Emma Richards

অধিকাংশ ফরেক্স ট্রেডার মনে করেন ফরেক্স ট্রেডিং এ সাফল্যের অন্যতম উপায় হচ্ছে কারেন্সি পেয়ারের ট্রেন্ড যথাযথভাবে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ট্রেড নেওয়া। ফরেক্স মার্কেটেও ট্রেন্ডকে একজন ট্রেডারের প্রকৃত বন্ধু হিসাবে বলা হয়ে থাকে। কথাটি পুরোপুরি সত্যি। একজন ভাল ট্রেন্ড ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলার জন্য আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। আজকের এই প্রবন্ধে আমরা সেই বিষয়গুলো অনুসন্ধান করবো এবং নিজেকে কিভাবে সফলভাবে ট্রেন্ড ট্রেডার বানানো যায় তা জানবো।

  • মুখ্য সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল বুঝাঃ একজন ভাল ট্রেন্ড ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই মার্কেটের মুখ্য সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বুঝতে হবে। কারণ ট্রেন্ডের উপর এর ভাল প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপঃ একটি শক্তিশালী ঊর্ধ্ব-ট্রেন্ড স্বল্পমেয়াদী রেসিস্টেন্স লেভেল সহজেই ভেঙ্গে উপরে যেতে পারে। কিন্তু সেই ট্রেন্ড এটি মধ্যমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী রেসিস্টেন্স লেভেলে বাধা পেয়ে বিপরীতদিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তেমনিভাবে একটি নিম্ন-ট্রেন্ড স্বল্পমেয়াদী সাপোর্ট লেভেল সহজে ভাঙলেও একটি দীর্ঘমেয়াদী সাপোর্ট লেভেল ভাঙতে পারে না অনেকসময়। তাই ট্রেন্ড ট্রেডারদের মুখ্য অর্থাৎ শক্তিশালী সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল সম্পর্কে ভাল ধারণা থাকা উচিত তানাহলে তারা ট্রেন্ডের শক্তি অনুধাবন করতে পারবে না।
  • ক্রমাগত চার্ট প্যাটার্ন নিরীক্ষণঃ কার্যকর ট্রেন্ড ট্রেডার হতে হলে আপনাকে ক্রমাগত ফরেক্স মার্কেটের চার্ট প্যাটার্ন ভালোভাবে নিরীক্ষণ করতে হবে এবং বুঝতে হবে ট্রেন্ড কখন বিপরীত দিকে ঘুরে যেতে পারে অথবা বর্তমান চার্ট প্যাটার্ন ভেঙ্গে দিবে। এর ফলে আপনি একটি কারেন্সি পেয়ারের সম্ভাব্য অবস্থান অনুমান করতে পারবেন। কিছু কিছু চার্ট প্যাটার্ন আছে যা একজন ট্রেডারদের বিশেষভাবে মনে রাখা উচিত, যেমনঃ ঘন এবং ক্রমবর্ধমান ওয়েডজেস (Wedges), স্বাভাবিক এবং বিপরীত হেড এন্ড শোল্ডার, ডাবল টপ-ডাবল বটম, ট্রিপল টপ-ট্রিপল বটম ইত্যাদি। এইসমস্ত প্যাটার্ন একটি কারেন্সি পেয়ারের ভবিষ্যৎ অবস্থান নির্ণয় করতে সাহায্য করে।
  • বিদ্যমান ট্রেন্ড লাইন ভাঙ্গা পর্যবেক্ষণঃ ফরেক্স মার্কেটে মূলত তিন ধরনের ট্রেন্ড লাইন রয়েছে, গাঢ় ট্রেন্ড লাইন, মাধারি ট্রেন্ড লাইন এবং অগভীর ট্রেন্ড লাইন। একজন ট্রেন্ড ট্রেডার হিসেবে আপনার বিদ্যমান ট্রেন্ড লাইন ভাঙ্গা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারণ এর পরই আপনি পরবর্তী ট্রেন্ডের শক্তি কিংবা দিক অনুমান করতে পারবেন। উল্লেখিত ৩টি ট্রেন্ড ভাঙ্গার প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। একটি গাঢ় ট্রেন্ড যখন ভাঙ্গে তখন এটি সচরাচর বিপরীত দিকে ঘুরে যায় না। এটি একটি মাঝারি ট্রেন্ড লাইনে পরিণত হয়। তেমনিভাবে যখন একটি মাঝারি ট্রেন্ড লাইন যখন ভাঙ্গে তখন সেটি অগভীর ট্রেন্ড লাইনে পরিণত হয়। তবে, একটি অগভীর ট্রেন্ড লাইন যখন ভাঙ্গে তখন অনেক ভাল সম্ভাবনা থাকে মার্কেটে বিপরীত ট্রেন্ড সৃষ্টি হওয়ার। সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করে মার্কেটে নিজের স্থান ধরে রাখতে – এখানে ক্লিক করুন।
  • ডাইভারজেন্স এবং কনভারজেন্স ইনডিকেটরস ব্যাবহারঃ বর্তমানে ফরেক্স মার্কেটে সর্বাধিক ব্যবহৃত ট্রেন্ড ইনডিকেটর এর নাম মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স, যাকে আমরা সংক্ষিপ্ত করে এমএসিডি (MACD) নামে চিনি। যখন একটি কারেন্সি পেয়ার প্রাইস মার্কেটের সর্বোচ্চ অবস্থানের দিকে অগ্রসর হই এবং এমএসিডি তার বিপরীত দিকে যায় তাকে ডাইভারজেন্স বলে। এমএসিডি এবং ট্রেন্ড এর মধ্যে এই ডাইভারজেন্সের অর্থ হলো ট্রেন্ড বিপরীত দিকে ঘুরতে যাচ্ছে। অন্যদিকে কনভারজেন্স ট্রেন্ড এর সহায়ক অবস্থান প্রকাশ করে। যখন মার্কেট প্রাইস সর্বোচ্চ অথবা সর্বনিম্ন অবস্থানে থাকে এবং এমএসিডি ইনডিকেটরস সেই দিকে নির্দেশ করে তারমানে বর্তমান ট্রেন্ড নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং এটি আরো অনেকদূর অগ্রসর হবে। তাই এই ইনডিকেটর ব্যবহার করে একজন ট্রেডার ভাল মুনাফা অর্জন করতে পারে। আজই সকল প্রকার ইন্ডিকেটরযুক্ত প্লাটফর্মে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
  • নিজের ট্রেড পর্যালোচনা করাঃ কেবলমাত্র ট্রেন্ড ট্রেডার হিসেবে না, নিজেকে একজন ভাল ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য আমাদের উচিত আমাদের ট্রেডসমূহ ভালোভাবে পর্যালোচনা করা। আমরা কি ট্রেড নিচ্ছি, সেই ট্রেড নেওয়ার কারণ, সেই ট্রেড বন্ধ করার কারণ প্রভৃতি নোট করা উচিত। এটি করলে আমরা জানতে পারবো আমাদের ট্রেডিং সিস্টেমে কোথায় কি ভুল ছিল এবং পরবর্তীতে আমরা সেই ভুল এড়াতে পারবো।

নিখুঁত ফরেক্স ট্রেডিং সিস্টেম বলে মূলত কিছু নেই ফরেক্স মার্কেটে। তবে উপরুক্ত পদ্ধতিগুলো সেরা ট্রেন্ড ট্রেডারদের দ্বারা পরীক্ষিত এবং সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি । তাই আপনিও যদি একজন সফল ট্রেন্ড ট্রেডার হতে চান তাহলে উপরুক্ত পদ্ধতিসমুহ এবং যথাযথ রিস্ক রিওয়ার্ড মেনে ট্রেড করার চেষ্টা করুন।

আজই সঠিক চার্ট এবং সল্প স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT