মুদ্রাবাজার একাধারে চ্যালেঞ্জিং এবং লাভজনক। এই বেপারে আমরা সকলেই অবগত রয়েছি। লাভের পাশাপাশি এখানে ক্ষতি করার সম্ভাবনাও প্রচুর। এজন্য প্রত্যেক ট্রেডারের উচিত তাদের ট্রেড পসিশন সম্পর্কে অবগত থাকা এবং যথাযথ সতর্কতা অবলম্বন করা। কারণ, একজন ট্রেডারের সাফল্যতা নির্ভর করে ট্রেডে লাভ লোকসানের ভিত্তিতে। প্রতিটি ট্রেডারের উচিত তাদের লাভ-ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। এটি সরাসরি তাদের ট্রেডিং মার্জিনকে প্রভাবিত করে। যদি একজন ট্রেডার লাভ করে তাহলে তার মার্জিন ব্যালেন্স বৃদ্ধি পাবে আর যদি তিনি ক্ষতি করেন তাহলে মার্জিন ব্যালেন্স কমে যাবে। সুতরাং লাভ-ক্ষতি কিভাবে গণনা করা হয় তা আমাদের জানা উচিত। আজকে আমরা আলোচনা করবো কিভাবে সহজে আমাদের ট্রেডিং এর গণনা করা যায়।
লট আকারঃ ফরেক্স মার্কেটে ট্রেডারদের মার্কেট পসিশন ধরাকে লটের মাধ্যমে গণনা করা হয়। ফরেক্সে লটের কিছু ভাগ রয়েছে। যেমনঃ স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট এবং ন্যানো লট। এই সব লটের মাধ্যমে একজন ট্রেডার ঠিক কতো ইউনিট পসিশন ধরতে পারে তা নিম্নে দেখানো হলো।
স্ট্যান্ডার্ড লটঃ ১,০০,০০০ ইউনিট
মিনি লটঃ ১০,০০০ ইউনিট
মাইক্রো লটঃ ১,০০০ ইউনিট
ন্যানো লটঃ ১০০ ইউনিট
প্রতি পিপ এর মান নির্ণয়ঃ আমরা সবাই ইতিমধ্যে জানি যে ফরেক্সে মুদ্রার মান নির্ধারণ করা হয় পিপ এর মাধ্যমে। পিপ হচ্ছে মুদ্রার মান পরিবর্তনের একক। ১ পিপ মান বৃদ্ধি অথবা হ্রাসের মাধ্যমে মুদ্রার ক্ষুদ্রতম মান পরিবর্তন বুঝানো হয়। একজন ট্রেডার এই মার্কেটে পিপের মাধ্যমে জানতে পারেন তিনি কি পরমাণের লাভ অথবা ক্ষতিও করেছেন। তার আগে আমাদের জানা উচিত লট সাইজ কিভাবে পিপ প্রতি মানকে প্রভাবিত করে।
গণনাঃ আমরা ধরে নিচ্ছি আমরা স্ট্যান্ডার্ড লট ব্যবহার করে ট্রেড করছি যার মানে ১,০০,০০০ ইউনিট।
১। বর্তমানে USD/JPY পেয়ারের বিনিময় মূল্য ১০৯.৩২। এই পেয়ারের প্রতি পিপ মূল্য নির্ধারণ স্ট্যান্ডার্ড লটে- (০.০১/১০৯.৩২)x ১,০০,০০০= ৯.১৫$ প্রতি পিপ।মিনি লটে এর মান হবে-(০.০১/১০৯.৩২) x ১০,০০০= ০.৯২$।মাইক্রো লটে-(০.০১/১০৯.৩২)x ১,০০০= ০.০৯$ প্রতি পিপ ন্যানো লটে-(০.০১/১০৯.৩২)x ১০০= ০.০০৯$ প্রতি পিপ। জাপানিস ইয়েন এর ক্ষেত্রে দুই দশমিক মান ধরা হয় ফরেক্সে। কিন্তু অন্যান্য পেয়ারে ৪ দশমিক পর্যন্ত মান ধরা হয়। এবার তাহলে ৪ দশমিক পেয়ারের পিপ প্রতি মান নির্ণয় করা দেখি।
২। বর্তমান USD/CAD পেয়ারের বিনিময় মূল্য ১.২৮৬৬। সুতরাং স্ট্যান্ডার্ড লটে- (০.০০০১/১.২৮৬৬)x ১,০০,০০০= ৭.৭৭$ প্রতি পিপ। মিনি লটে (০.০০০১/১.২৮৬৬)x ১০,০০০= ০.৭৮$ প্রতি পিপ।মাইক্রো লটে-(০.০০০১/১.২৮৬৬)x ১,০০০= ০.৭$ প্রতি পিপ প্রায়। ন্যানো লটে-(০.০০০১/১.২৮৬৬)x ১০০= ০.০০৮$ প্রতি পিপ প্রায়।
যেসমস্ত পেয়ারের মার্কিন ডলার কোট মুদ্রা অর্থাৎ দ্বিতীয় মুদ্রা হিসেবে আছে, সেই পেয়ারের স্ট্যান্ডার্ড লট প্রতি পিপ এর মান ১০$ করে হয়, মিনি লট ১$ প্রতি পিপ, মাইক্রো লট ১০ সেন্ট প্রতি পিপ এবং ন্যানো লট ১ পেনি প্রতি পিপ। যেমনঃ EUR/USD, GBP/USD, AUD/USD, NZD/USD ইত্যাদি।
সকল মেজর পেয়ারে কম স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
লাভ-ক্ষতি গণনাঃ ফরেক্সে লাভ-ক্ষতি গণনা করা অনেক সহজ একটি কাজ। এর জন্য আপনার জানতে হবে লট সাইজ এবং কতো পিপ মূল্য পরিবর্তন হয়েছে। প্রকৃত লাভ অথবা ক্ষতি নির্ণয় জন্য আপনার পসিশন সাইজ দিয়ে পিপ দিয়ে গুন দিতে হয়।
শুরুতেই আমরা সহজ গণনা করে দেখবো যেখানে USD কোট মুদ্রা হিসেবে আছে। ধরে নেই আমরা EUR/USD পেয়ারে ট্রেড করছি যার বর্তমান বিড মূল্য ১.১৯৩৩। এই পেয়ারে আমরা একটি লং ট্রেড নিলাম যার অর্থ এর পেয়ারের দাম যদি বাড়ে আমরা লাভবান হবো আর যদি কমে তাহলে ক্ষতিগ্রস্ত। প্রথমে ধরে নেয় পেয়ারের প্রাইস ১.১৯৫৩ হয়েছে এবং আমরা ট্রেড ক্লোস করে দিয়েছি। এতে আমারে (১.১৯৫৩-১.১৯৩৩)= ২০ পিপস লাভ হয়েছে। স্ট্যান্ডার্ড লট অনুযায়ী আমাদের লাভ হয়েছে, (১.০০,০০০x০.০০২০)= ২০০$। অনুরুপভাবে ধরে নেই আমরা লং ট্রেড না নিয়ে আমরা শর্ট নিয়েছি যার আস্ক প্রাইসও ১.১৯৩৩ এবং ট্রেড ১.১৯৪৮ প্রাইসের বন্ধ করেছি। তারমানে আমাদের ক্ষতি হয়েছে (১.১৯৪৮-১.১৯৩৩)= ১৫ পিপস। যার মূল্য স্ট্যান্ডার্ড লট হিসেবে (১.০০,০০০x০.০০১৫)=১৫০$।
এবার আমরা দেখবো মার্কিন ডলার যেখানে কোট মুদ্রা হিসেবে নেই সেই সমস্ত পেয়ারে কিভাবে গণনা করা যায়।
ধরে নেই, আমরা USD/CHF পেয়ারে ট্রেড করতে ইচ্ছুক এবং যার বিড প্রাইস বর্তমানে ১.০০৩৫। প্রথম ট্রেডে আমরা ক্রয় করলাম এবং ট্রেড ১.০০৫৫ মার্জিনে বন্ধ করলাম এতে আমাদের ২০ পিপস লাভ হলো। উপরের সুত্রমতে আমাদের পিপ প্রতি মূল্য (০.০০০১/১.০০৫৫)x১,০০,০০০= ৯.৯৫৳। সুতরাং মোট লাভ- ৯.৯৫x২০= ১৯৯$।
দ্বিতীয় ট্রেডে যদি মার্কেট ১.০০৫৫ প্রাইসে বন্ধ না করে আমরা ১.০০০৫ প্রাইসে ট্রেড বন্ধ করি তাহলে আমাদের ক্ষতি হবে- (১.০০৩৫-১.০০০৫)= ৩০ পিপস। পিপ প্রতি মূল্য হবে (০.০০০১/১.০০০৫)x১,০০,০০০= ৯.৯৯$। সুতরাং মোট ক্ষতি হবে ৯.৯৯x৩০= ২৯৯.৭ ডলার।
আমাদের মনে রাখতে হবে এই মার্কেট যখন আমরা ট্রেড করবো আমাদের দুটি ভিন্ন মূল্য নিয়ে কাজ করতে হবে যাকে বিড প্রাইস এবং আস্ক প্রাইস বলে। আপনি যখন মুদ্রা কিনবেন তখন আস্ক প্রাইস অনুসারে কিনবেন এবং যখন মুদ্রা বিক্রয় করতে চান তখন বিড প্রাইস অনুসারে বিক্রয় করবেন। এর সাথে আমাদের স্প্রেড এর বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। ব্রোকার অনুসারে স্প্রেড এর মান কম বেশি হয়। সর্বনিম্ন স্প্রেডের সাথে ট্রেড করার জন্য- এখানে ক্লিক করুন।
ফরেক্সে আমাদের লাভ-ক্ষতির এই গণনা নিজে করতে হয় না তেমন। এই কাজটি ব্রোকাররাই করে থাকে এবং তদ্রূপ মান আমাদের একাউন্টে যোগ করে দেয় অথবা কেটে রাখে। কিন্তু তাও আমাদের জানা উচিত কিভাবে লাভ-ক্ষতি নির্ণয় করা যায় কারণ এর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের আশানুরূপ ট্রেড করার জন্য কি পরিমাণ মার্জিন প্রয়োজন। আপনি মার্কেটে কি পরিমাণ পসিশন ধারন করতে পারবেন তা নির্ভর করে আপনার লেভারেজের উপর। আপনি যদি ১০০০$ বিনিয়োগ নিয়ে একটি স্ট্যান্ডার্ড লট নিতে চাই তাহলে আমাদের সর্বনিম্ন ১:১০০ লেভারেজ প্রয়োজন। প্রতিটি ব্যবসায়ের মধ্যে কতটা ঝুঁকি রয়েছে তা স্পষ্ট বোঝার মাধ্যমে আপনি আপনার ঝুঁকিকে কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন। সব ধরণের লেভারেজ মার্জিন পেতে- এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}