...
  1. Exness News
  2. Forex News
  3. কিভাবে ফরেক্স ট্রেডিং দক্ষতা উন্নত করবেন?
Forex News

কিভাবে ফরেক্স ট্রেডিং দক্ষতা উন্নত করবেন?

August 23, 2018
BY Emma Richards

ফরেক্স একটি সার্বজনীন ব্যবসা। এখনে শিক্ষিত, অর্ধ-শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ, অদক্ষ, বিনিয়োগকারী, চাকরিজীবী, বেকার মোট কথা সব ধরণের মানুষই ট্রেড করতে পারে। এখানে অনেক ট্রেডার আছেন যারা পূর্ব থেকেই ফরেক্স এবং অর্থনীতি সম্পর্কে ভাল ধারণা রাখেন। অন্যদিকে এমন অনেক ট্রেডার আছেন যারা কিছুই জানেন না। সবাই চাইলেই এই মার্কেটে  ভাল আয় করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন।

অনেক ট্রেডারের মতে, ফরেক্স মার্কেটে যত বেশি সময় দিবেন আপনার ট্রেডিং দক্ষতা তত বৃদ্ধি পাবে। এই মতবাদটি শুধুমাত্র নতুন ট্রেডারদের জন্য উপকারি, কারণ তাদের অনেক কিছু শিখার আছে, যেমনঃ মার্কেট বিশ্লেষণ, চার্ট বিশ্লেষণ, ট্রেডিং কোর্স ইত্যাদি এবং এজন্য মার্কেটে তাদের অধিক সময় প্রদান করা বাধ্যতামূলক। কিন্তু যারা ইতিমধ্যে এইসব তথ্যের উপর ভাল জ্ঞান রাখেন, তাদের এতো সময় ব্যয় করতে হয় না। তাই নিজের ট্রেডিং দক্ষতা বাড়াতে চাইলে নিম্নে দেওয়া কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন।

কৌশল, বিশ্লেষণ এবং প্রতিলিপিঃ নিজের ট্রেডিংকে উন্নত করার জন্য একজন ট্রেডারের চাই সুন্দর এবং কার্যকরী ট্রেডিং কৌশল, মার্কেটের সুস্পষ্ট বিশ্লেষণ এবং তার দৈনিক কাজের যথাযথ লিপিবদ্ধ করণ। এই তিনটি ধাপ একজন ট্রেডারকে মার্কেটে দক্ষতার সাথে ট্রেডিং করতে সাহায্য করবে। নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলো।

১। কিভাবে ট্রেড করবেন তা পরিকল্পনা করুনঃ ফরেক্সে একটি প্রবাদ আছে, আপনি যদি পরিকল্পনা করতে ব্যর্থ হন, তবে আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করেছেন। একজন ট্রেডার কিভাবে তার ট্রেডিং পরিকল্পনা করবেন?

মুদ্রা জোড়া নির্বাচন- কিছু মুদ্রা জোড়া আছে যা অনেক বেশি ভলাটাইল বা চঞ্চল এবং এই জোড়া একদিনে অনেক বেশি মূল্য পরিবর্তন করে। আবার কিছু মুদ্রা জোড়া আছে যার মূল্য ধীর গতিতে পরিবর্তিত হয়। ঝুঁকির পরিমিতি এবং ট্রেডিং কৌশল অনুসারে একজন ট্রেডারের উচিত মুদ্রা জোড়া নির্বাচন করা উচিত।

ট্রেডিং পসিশনের সময় নির্ধারণ- মুদ্রা জোড়া, ঝুঁকি, একাউন্ট টাইপ, একাউন্ট ব্যাল্যান্স এবং আপনার ট্রেডিং মতবাদের উপর ভিত্তি করে নির্ধারণ করুন আপনি আপনার ট্রেড পসিশন কতক্ষণ ধরে রাখবেন।

লক্ষ্য সেট করুন- মার্কেটে ট্রেডিং অবস্থান নেওয়ার পূর্বে নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং ওই অনুসারে ট্রেড বন্ধ করার আদেশ দিন। একজন ট্রেডারের অবশ্যই নির্ধারণ করা উচিত ঠিক কত লাভে তিনি ট্রেড বন্ধ করবেন এবং কতটা ক্ষতি হলে ট্রেড বন্ধ করা উচিত।

২। মার্কেট অনুসরণ করাঃ মার্কেটের তথ্য এবং টেকনিক্যাল লেভেল যা আপনার ট্রেডিং পসিশনকে প্রভাবিত করে যা জানার জন্য ফরেক্স চার্ট এবং মার্কেট বিশ্লেষণ করুন। চার্টের মাধ্যমে আপনি ফরেক্সের যাবতীয় সকল তথ্য পেতে পারেন এবং মার্কেট বিশ্লেষণ করে আপনার সম্ভাব্য ট্রেড নির্বাচন করতে পারবেন। একজন ট্রেডারের জন্য এই দুটি উপাদান অনেক গুরুত্বপূর্ণ।

৩। ফরেক্স ডাইরি রাখুনঃ অনেক ট্রেডার ফরেক্স মার্কেটে এজন্যই ব্যর্থ হয় কারণ তারা একই ভুল বার বার করেন। আপনি যদি ডাইরির মাধ্যমে আপনার ট্রেডিং এর যাবতীয় সকল কাজ লিপিবদ্ধ রাখেন, তাহলে খুব সহজে কোন কৌশল আপনার ট্রেডিং এর জন্য কার্যকরী এবং কোনটি না তা বের করতে পারবেন। কি কি লিপিবদ্ধ করবেন ডাইরিতে? ট্রেডিং পসিশন নেওয়ার সময় ও তারিখ, লট সাইজ, ট্রেড নেওয়ার কারণ, ট্রেডিং কৌশল, ট্রেড বন্ধ করার সময় ও তারিখ, লাভ/ক্ষতির পরিমাণ, ট্রেড বন্ধের কারণ এবং আপনি কি আপনার ট্রেডিং কৌশল ঠিক মতো অনুসরণ করেছেন এইসব ক্রমানুসারে লিপিবদ্ধ করবেন। এভাবে আপনি যদি একবার সফল ট্রেডিং প্যাটার্ন নির্ধারণ করতে পারেন, সেই অনুসারে ট্রেড করে সহজেই লাভ করতে পারবেন।

ঝুঁকি পরিচালনা করা শিখুনঃ ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছেন যাদের উইনিং অনুপাত বেশি হওয়া সত্ত্বেও সফল হতে পারছেন না। এর একটি কারণ হচ্ছে ঝুঁকি পরিচালনা করতে না পারা। কিভাবে ঝুঁকি পরিচালনা শিখতে পারবেন? সর্বপ্রথম একজন ট্রেডারের উচিত তার লেভারেজ নির্ধারণ করা। লেভারেজ কম হলে তিনি মার্কেটে ভাল পসিশন নিতে পারবেন না এবং লেভারেজ বেশি হলে মার্কেটে তার ঝুঁকি এবং লাভ উভয়ই বেশি হবে। একজন ট্রেডারের উচিত পর্যাপ্ত পরিমাণের লেভারেজ নেওয়া ব্রোকার থেকে। উচ্চ-নিন্ম সব হারে লেভারেজ পেতে-এখানে ক্লিক করুন।

ট্রেডের মধ্যে লিমিট অর্ডার ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার ট্রেডিং পসিশন সীমাবদ্ধ থাকবে, যা আপনাকে মাত্রাতিরিক্ত ক্ষতি থেকে রক্ষা করবে। পেশাদারীভাবে ট্রেড করার জন্য ট্রেডারের উচিত আবেগকে নিয়ন্ত্রণ করে ট্রেডিং এর শৃঙ্খলা মান্য করা।

ট্রেডিং এপ্রোচঃ ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট ট্রেডিং বিশ্লেষণ রয়েছে। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল। আপনি আপনার ট্রেডিং এর জন্য কোন পন্থাটি গ্রহণ করবেন তা শুরুতেই নির্ধারণ করে নেওয়া উচিত। আবার অনেক ট্রেডার আছেন যারা দুটি পন্থাই ব্যবহার করেন তাদের ট্রেডিং এ। তবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য শুরুতে দুটি একসাথে ব্যবহার না করে আলাদাভাবে চেষ্টা করা উচিত।

মনস্তাত্ত্বিক ফাঁদ এড়িয়ে চলুনঃ ফরেক্স ট্রেডিং একটি পেশাদারী ক্ষেত্র। এখানে আবেগের স্থান নেই। এই মার্কেটে ট্রেড করতে হলে একজন ট্রেডারের উচিত পেশাদারী মনোভাব গড়ে তোলা এবং যাবতীয় সকল আবেগ নিয়ন্ত্রণ করা। কোনো ট্রেডের উপর অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। ট্রেড হচ্ছে লাভ-ক্ষতির একটি মাধ্যম, এটি সবসময় মনে রাখার চেষ্টা করবেন। নিজের ট্রেডিং শৃঙ্খলা এবং কৌশল মেনে চলার চেষ্টা করা উচিত।

অনুশীলনঃ উপরুক্ত সকল পদক্ষেপ সফল এবং সুষ্ঠভাবে মেনে চলার একমাত্র উপায় হচ্ছে অনুশীলন। অনুশীলনের মাধ্যমে একজন ট্রেডার তার কৌশল, ঝুঁকি, ট্রেডিং এপ্রোচ এবং মনস্তাত্ত্বিক ফাঁদ এড়ানোর সকল কৌশল শিখতে পারেন। ফরেক্স মার্কেটে অনুশীলন করার অনেক উপায় রয়েছে। আপনি চাইলে অল্প বিনিয়োগে কিংবা বিনামূল্যে ট্রেড অনুশীলন করতে পারেন। বিনামূল্যে ফরেক্স ট্রেডিং অনুশীলনের জন্য- এখানে ক্লিক করুন।

পরিশেষে, ফরেক্স ট্রেডিং মার্কেটে লাভ করার সম্ভাবনার পাশাপাশি অনেক ঝুঁকিও রয়েছে যা অনেক বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত না। ফরেক্স মার্কেটে নিজেকে উপযুক্ত করে তুলার জন্য আমাদের উচিত প্রতিনিয়ত নিজেকে আরো দক্ষ এবং উন্নত করা। সেটি করার জন্য উপরুক্ত ধাপগুলো যথাযথ মেনে চলা উচিত।  

আজই ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।

{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT