কেন্দ্রীয় ব্যাংকের নিউজ এবং সুদের হারের পাশাপাশি ননফার্ম পেইরোল (এনএফপি) ফরেক্স মার্কেটের অন্যতম বড় একটি ট্রেডিং নিউজ। যা এই মার্কেটে অনেক বড় পরিবর্তন আনতে সক্ষম। প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো যুক্তরাষ্ট্রের নতুন চাকরির হার বৃদ্ধি-হ্রাসের সংখ্যা প্রকাশ করে এবং এর সাথে শ্রম বাজারের অন্যান্য তথ্যও সংযুক্ত থাকে।
এতে সরকারি কর্মচারী, ঘরোয়া কর্মচারী, অলাভজনক প্রতিষ্ঠান এবং কৃষিজীবী শিল্প ছাড়া অন্যান্য বেতনভোগী শ্রমিকদের তথ্য দেওয়া থাকে। একটি শক্তিশালী ননফার্ম পেইরোলের অর্থ হচ্ছে দৃঢ়, ক্রমবর্ধমান এবং প্রাচুর্যপূর্ণ অর্থনীতি। অন্যদিকে দুর্বল সংখ্যার মানে ধীর অর্থনীতি।
এনএফপি তিনটি আলাদা অংশ রয়েছে। প্রথম অংশে প্রকাশ পায় কি পরিমাণের নতুন চাকরি সৃষ্টি হয়েছে কিংবা হ্রাস পেয়েছে। দ্বিতীয় অংশে দেখানো হয় সামগ্রিক বেকারত্বের হার এবং তৃতীয় অংশে একজন শ্রমিক গড়ে কি পরিমাণে অর্থ উপার্জন করে তা দেখায়। এনএফপি মার্কিন শ্রমবাজার অর্থনীতি কতটা ভাল করছে এবং ভবিষ্যতে কি হতে পারে তা সম্পর্কে তথ্য প্রদান করে। যদি শ্রমবাজার অর্থনীতি ভাল না থাকে তবে কোম্পানিগুলো নতুন শ্রমিক নিয়োগ দিবে না এমনকি কিছু শ্রমিক ছাটাইও করতে পারে। এতে তাদের আয় হ্রাস হয় এবং তারা খরচ করতে পারে না। যা সামগ্রিক রাজস্ব এবং সাধারণ ভোক্তা খরচের হার কমিয়ে দেয় এবং অর্থনীতি আরো ধীর করে ফেলে।
অন্যদিকে যদি শ্রমবাজার অর্থনীতি ভাল কাজ করে তবে কোম্পানিগুলো নতুন কর্মচারী নিয়োগ দিবে এতে দেশের মোট ভোক্তার আয় বাড়বে এবং তারা সেই আয় দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। যার ফলাফল একটি সক্রিয় অর্থনীতি।
আজকে আমরা ননফার্ম পেইরোল নিউজের মধ্যে কিভাবে সহজে ট্রেড করে অর্থ উপার্জন করা যায় তার একটি কৌশল দেখবো।
একটি সহজ এনএফপি ফরেক্স কৌশলঃ আমরা যেই কৌশল নিয়ে আলোচনা করবো তা মূলত মেজর পেয়ারের (যেমনঃ EUR/USD, GBP/USD) ১৫ মিনিটের চার্টে ব্যবহৃত হয়। ১৫ মিনিটের চার্ট মার্কেটে এনএফপি এর মাধ্যমে সংঘটিত প্রাথমিক ভলাট্যালিটি উপেক্ষা করতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি সহজে নিউজের অবস্থার উপর ভিত্তি করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেয় সেই সহজ কৌশলটি। আজই নির্ভুল চার্টে, কম স্প্রেডে NFP ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
চিত্রে দেখা যাছে একটি নিউজের পর একটি বিস্তৃত ক্যান্ডেলের (Wide range bar) পরই একটি ইনসাইড বার ক্যান্ডেল যার হাই এবং লো পূর্বের ক্যান্ডেলের ভিতরে রয়েছে। ইনসাইড বার ক্যান্ডেল সবসময় নিউজের ক্যান্ডেলের পরে হবে না। নিউজের পর ৩-৪ টি ক্যান্ডেলের পরও ইনসাইড বার ক্যান্ডেল গঠন হতে পারে। ইনসাইড বারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেট এখন শান্ত হয়েছে এবং যুক্তিসঙ্গত দিকে এটি ধাবিত হবে।
উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি নিউজের পর একটি বিস্তৃত ক্যান্ডেলের পর একটি ইনসাইড বার আছে এবং মার্কেটের প্রাইস ইনসাইড বারের হাই পয়েন্টকে দুটি ক্যান্ডেলের পর অতিক্রম করেছে। এজন্য একটি লং ট্রেড অর্থাৎ ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শেষ বারের লো পয়েন্টে স্টপ লস সেট করা হয়েছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি স্টপ লসের পরিমাণ ৩০ পিপ্সেরও কম। এই কৌশলে ট্রেড নেওয়ার জন্য আমাদের ক্যান্ডেল বন্ধ হওয়ার অপেক্ষা করতে হবে না। যখনি মার্কেট প্রাইস ইনসাইড ক্যান্ডেলের হাই অথবা লো অতিক্রম করবে তার সাথে সাথে ট্রেড নেওয়া যাবে। সীমাহীন লেভারেজ নিয়ে NFP তে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
উপরের চিত্রে আমাদের দেখানো কৌশলের একটি পরিষ্কার উদাহরণ দেখা যাচ্ছে। যেখানে ইনসাইড বারের লো প্রাইস অতিক্রান্ত করার পর একটি শর্ট ট্রেড অর্থাৎ বিক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার স্টপ লস ১৬ পিপ্স। সবুজ অংশ হচ্ছে ট্রেড নেওয়ার পরবর্তী ৪ ঘণ্টায় মার্কেটের অবস্থা। যেখানে ট্রেডের লাভ ১:২ এবং ১:৩ অনুপাত অতিক্রম করেছে।
উপরের কৌশলটি ননফার্ম পেইরোলে ট্রেড করার একটি সহজ এবং কার্যকর কৌশল। তবে মনে রাখবেন এনএফপি একটি উচ্চমানের এবং অধিক ক্ষমতাসম্পন্ন নিউজ, যার ফলে মার্কেটে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই ছোট লটে ট্রেড নেওয়ায় উত্তম।
আজই মেজর পেয়ারগুলোতে NFP এর সময়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}