...
  1. Exness News
  2. Forex Education
  3. একজন সফল ট্রেডারের ১০ টি অভ্যাস
Forex Education

একজন সফল ট্রেডারের ১০ টি অভ্যাস

June 01, 2018
BY Emma Richards

ফরেক্স ট্রেডিং খুব লাভজনক এবং ফলপ্রসূ একটি ব্যবসায় ক্ষেত্র, তবে এটি ঝুঁকিহীন নয়। অন্যান্য ব্যবসার মতোই এখানে নিজেকে সফল করার জন্য একজন ট্রেডারকে এই ব্যবসার প্রাথমিক এবং মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে হবে ভালভাবে। এই ব্যবসায়ে যেহেতু কোনো একটি নির্দিষ্ট ট্রেডিং অ্যাপ্রোচ দিয়ে সবসময় সফলতা পাওয়া কষ্টকর, সেহেতু এখানে সফল হওয়ার জন্য কিছু অভ্যাস এবং নীতিমালা মেনে চলা উচিত। যা আপনার ব্যবসায়ের সফলতার সম্ভাবনা সর্বাধিক করতে পারে।

সফলভাবে ফরেক্স ট্রেডিং করতে কিছু অভ্যাস রয়েছে যা সচরাচর সব সফল ফরেক্স ট্রেডারদের মধ্যে দেখা যায়। আজ আমরা আলোচনা করবো সেই সব অভ্যাস নিয়ে যা একজন সফল ফরেক্স ট্রেডারদের মধ্যে পরিলক্ষিত হয়।

# গবেষণা এবং নিরীক্ষণঃ একজন সফল ফরেক্স ট্রেডার কখনই মার্কেট গবেষণা এবং নিরীক্ষণ ছাড়া ট্রেড নেয় না। মার্কেটে হঠাৎ ঝাপিয়ে না পড়ে অভিজ্ঞ ট্রেডাররা মার্কেটের ট্রেন্ড বুঝার চেষ্টা করে, কারণ এই মার্কেটে ট্রেন্ড হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। স্রোতের অনুকূলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এজন্য ফরেক্সের সাগরে একজন ভাল মাঝি হতে চাইলে ভাল মতো স্রোতের অনুমান করা উচিত যথেষ্ট গবেষণা এবং নিরিক্ষনের মাধ্যমে।

# নিজের কার্যবিধি লক্ষ্য রাখাঃ একজন সফল ট্রেডার নিজের ট্রেডিং কার্যবিধি সবসময় নজরে রাখে এবং তা প্রতিনিয়ত পর্যবেক্ষণের মাধ্যমে শেখার চেষ্টা করে নতুন কিছু করতে যা তার ট্রেডিংকে নতুন উচ্চতা দিতে পারে। এর মাধ্যমে তিনি জানতে পারেন কোন পথটি তার জন্য কার্যকর এবং কোনটি নয়। প্রত্যেক দিনের এই সামান্য প্রচেষ্টা একজন ট্রেডারকে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে এবং ব্যবসায়িক সাফল্যের পথ তৈরি করতে সাহায্য করে।

# ধৈর্যঃ একজন অভিজ্ঞ এবং সফল ট্রেডার জানেন কিভাবে এই মার্কেটে নিজের ধৈর্য ধরে রাখতে হয়। তিনি কখনোই হঠাৎ করে কোনো ট্রেড নেন না। ফরেক্স মার্কেটে আপনি সবসময় ভাল ট্রেড সেট আপ পাবেন না। একটি ভাল ট্রেডের জন্য এই মার্কেটে মাঝেমাঝে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা সবাই করতে পারে না এজন্য মার্কেটে সফল ট্রেডারের সংখ্যাও সীমিত। নিজেকে যদি আপনি সফল ট্রেডারদের দলে অন্তর্ভুক্ত করতে চান তাহলে অবশ্যই নিজের ধৈর্যের সীমা বাড়ানোর চেষ্টা করা উচিত।

# ভুল থেকে শিক্ষাঃ মানুষ মাত্রই ভুল একথা আমরা সবাই জানলেও এর থেকে শিক্ষা খুব কমসংখ্যক মানুষই নিয়ে থাকে। ফরেক্স মার্কেটে ভুল সবাই করে। কেবল সফল ট্রেডাররাই নিজের ভুল বুঝার চেষ্টা করেন এবং সেই ভুল থেকে শিক্ষা লাভ করেন। নিজের খারাপ অভিজ্ঞতা এবং ভুল পদক্ষেপকে সামনে এগিয়ে যাওয়াকে আটকাতে দেওয়া উচিত না। একজন ট্রেডারকে সবসময় চেষ্টা করা উচিত নিজের ভুল স্বীকার করা এবং যতটা সম্ভব তা থেকে বিরত থাকা।

# ডেমো একাউন্টের সুবিধা নেওয়াঃ ডেমো একাউন্ট শুধুমাত্র নতুন ট্রেডাররাই ব্যবহার করেন না এটি অভিজ্ঞ ট্রেডারারও নিজের ট্রেডিং উন্নত করার জন্য ব্যবহার করে থাকেন। নতুন ট্রেডিং প্ল্যান তৈরি করতে এবং নতুন কৌশল পর্যবেক্ষণের জন্য ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টের চেয়ে ভাল কোনো উপায় নেই। অভিজ্ঞ ট্রেডাররা লাইভ একাউন্টে নতুন কৌশল পর্যবেক্ষণ না করে ডেমো একাউন্ট ব্যবহার করেন যাতে লস না হয়। ডেমো একাউন্টের মাধ্যমে নিজের ট্রেডিং কৌশল উন্নত করতে- এখানে ক্লিক করুন।

# প্রমাণিত পদ্ধতির অবলম্বনঃ সফল ট্রেডাররা কখনোই শুধুমাত্র শুনা বা দেখার উপর বিশ্বাস করেন না। তারা যথাযথভাবে প্রমাণিত পদ্ধতি নিজের ট্রেডিং এ ব্যবহার করে থাকেন। যেমনঃ মার্কেট ট্রেন্ডের সাথে যাওয়া, ক্ষতি হ্রাস করা, যদি ট্রেড লাভজনক হয় তবে তা ধরে রাখা এনং রিস্ক ম্যানেজমেন্ট ভালভাবে পরিচালনা করা। তবে এটা মনে রাখা উচিত যে পদ্ধতিগুলো সময়ের ব্যবধানে পরিবর্তন করতে হয়, তবে সাধারণত প্রমাণিত পদ্ধতিগুলো সবচেয়ে ভাল কাজ করে ফরেক্স মার্কেটে।

# দীর্ঘমেয়াদী পরিকল্পনাঃ সফল ট্রেডাররা ফরেক্স মার্কেটে স্বল্পকালীন লাভের চিন্তা করেন না। তারা জানেন ফরেক্স মার্কেটে সফলতার সাথে অধিক লাভ করতে চাইলে, এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। তারা অল্প লাভে তৃপ্ত হয় না। অভিজ্ঞ ট্রেডাররা মার্কেটকে বড় আকারে দেখার চেষ্টা করেন। তারা দ্রুতগতিতে তাৎক্ষনিক লাভ করার আশা করে না।

# আবেগতারিত সিদ্ধান্ত না নেওয়াঃ বিশেষজ্ঞ ট্রেডার আবেগের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত নেন না, কারণ তারা জানেন আবেগ আমাদের অধিকাংশ সময় যুক্তিহীন এবং তড়িৎ সিদ্ধান্ত নিতে বাধ্য করেন যা আমাদেরকে বিপর্যয়ের পথে পরিচালিত করে। একজন সফল ট্রেডার সর্বদা তার কৌশলগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ এবং নিশ্চিত করে যা যুক্তিবিজ্ঞান দ্বারা সমর্থিত।

# রিস্ক-রিওয়ার্ড অনুপাতঃ যেকোনো ব্যবসায় লাভ করতে চাইলে লসের বেপারটাও মাথায় রাখতে হয়। অভিজ্ঞ ট্রেডাররা জানেন ফরেক্স মার্কেটে কেউ সবসময় জিততে পারে না, লসের স্বাদ সবাইকেই নিতে হয়। অনেকসময় দেখা যায় ৩ টা ট্রেডে লাভ করে যা আয় করা হয় তা মাত্র একটা ট্রেডেই হারিয়ে ফেলে ট্রেডাররা। এর প্রধান কারণ তারা রিস্ক-রিওয়ার্ড অনুপাত মেনে ট্রেড করেন না। আপনি সফলভাবে ট্রেড করতে চাইলে ট্রেডিং এ রিস্ক-রিওয়ার্ড অনুমাত মেনে চলা উচিত। সাধারণ নিয়মে রিস্ক-রিওয়ার্ড আনুপাত ১:২ হয়।

# ব্যক্তিগত নিয়ম সেট করে তা ভালভাবে অনুসরণ করাঃ সুস্থ, সুন্দর এবং শৃঙ্খলার সাথে ট্রেডিং করার জন্য একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান থাকা উচিত। সফল ফরেক্স ট্রেডাররা নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যক্তিগত ট্রেডিং প্ল্যান তৈরি করেন এবং তা মেনে চলেনসফলভাবে যদি আপনি ট্রেড করতে চান তাহলে শুরু থেকে নিজের লক্ষ্য স্থির করে সেই অনুসারে ট্রেডিং কৌশল এবং প্ল্যান তৈরি করা উচিত।

অনুপ্রেরণা আপনাকে ফরেক্স ট্রেডিং করতে উৎসাহিত করবে, কিন্তু সঠিক অভ্যাস আপনার আগামীর পরচলাকে সুন্দর এবং সফল করতে পারে। অভ্যাস একদিনে গড়ে উঠে না। এজন্য আমাদের প্রয়োজন অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম।

এই ১০ টি অভ্যাস যদি একজন ট্রেডার সফলভাবে আয়ত্ত করতে পারে তবে সে নির্দ্বিধায় একজন সফল ট্রেডারে পরিণত হতে পারবে। ফরেক্স ট্রেডিং ক্যারিয়ারে সকল বিষয়ে জ্ঞ্যান রাখা যেমন জরুরী ঠিক তেমন নিজের অভ্যাস এবং শৃঙ্খলা বজায় রাখাও তেমন জরুরী। তবে তা একদিনে সম্ভব মোটেও হবে না বরং তা অটুট পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে অর্জন করা যাবে।

আজই ফরেক্স ট্রেড শুরু করতে – এখানে ক্লিক করুন।

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT