ইউরোজোনের মিনিমাম বিড রেট রিপোর্ট যা সুদের হার হিসেবে জানা হয়, তা আজ প্রকাশিত হতে যাচ্ছে। অভিজ্ঞদের প্রতাশা অনুযায়ী তা ০.০০% এ অপরিবর্তিত থাকবে বলে আশা করা যাচ্ছে তবে এই রিপোর্ট প্রকাশ ইউরো এর উপর কি পরিমান প্রভাব ফেলতে পারে তা বিবেচনার বিষয়।
ইউরো মিনিমাম বিড রেট রিপোর্টের পরপরই ইসিবি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে যার ফলে মার্কেটে কিছুটা উত্তেজনা বিরাজ করতে পারে বলে আশা করা যাচ্ছে। ইউরো সুদের হার অপরিবর্তিত রাখার পিছনে যে মূল কারনকে বিবেচনা করা হয়েছে তা হলো ঋণ এর হার এবং চাহিদা বৃদ্ধি করা উদ্দেশ্য। ব্যাবসায়িক ঋণ এবং হাউজিং ঋণ সহজতর করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়ার চিন্তায় আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক।
গতবারের ০.০০% ঋণ এর হার ব্যাবসায়িকভাবে অনেকটুকু সফল হয়েছে বলে ধারনা করেন ইসিবি এবং তা অব্যাহতি রাখতেই এই বারও তারা চান ০.০০% এ অপরিবর্তিত রাখতে। ইসিবি এর এখন মূল উদ্দেশ্য হচ্ছে আগামিতে ব্যাবসায়িক পর্যায়ে প্রসারিত হওয়া যা সহজ ঋণ এবং সুদের হারকে নিম্নস্তরে রাখার ফলেই সম্ভব। ২০১৮ সালের প্রথম ৪ মাসেই নতুন ঋণের পদ্ধতি অনেকটুকু সহজতর করতে সক্ষম হয়েছে ইসিবি যার ফলে কিছুটা ঝুকি থাকলেও দীর্ঘমেয়াদী ফলাফল ইতিবাচক হবে বলে আশা করছেন ইসিবি।
সুত্রঃ ফরেক্স ফ্যাক্টরি
২০১৮ এর প্রথম ৪ মাসে প্রায় সব বিভাগেই ঋণের চাহিদা বৃদ্ধি পেয়েছে । ব্যাবসায়িক ঋণের মূল চাহিদা বৃদ্ধি পায় বিশেষ করে স্থায়ী বিনিয়োগ এবং M&A কর্মকাণ্ডে। হাউজিং পর্যায়েও কম সুদের হার থাকার কারনে ঋণের চাহিদা বৃদ্ধি পেয়েছে যার পাশাপাশি স্থায়ী পন্য যেমন আসবাবপত্র এবং যাবতীয় পন্যের চাহিদাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ইসিবি এর কর্মকাণ্ড যেমন Asset Purchase Program অনেকটা সফল হয়েছে বলে জানা গেছে তবে সুদের হার কম থাকায় তেমন ভালো লাভ করতে পারে নি গত কয়েকমাস ধরে। যদিওবা কম সুদের হার থাকায় ঋণের গ্রাহক এবং ঋণের পরিমান অনেকটুকু বৃদ্ধি পেয়েছে যা দীর্ঘমেয়াদে অর্থনীতি এবং ব্যাংকের উন্নতির সহায়ক হবে। ইউরোজোনের ব্যাংক সমুহ বিশ্বাস করেন ঋণ নেওয়ার ব্যাপারটা এখনো ২০০৩ এবং ২০১০ সালের সাথে তুলনা করলে কিছুটা কঠিন রয়েছে তবে এমতাবস্থায়ও ভালো সাড়া পাওয়া সম্ভব।
মিনিমাম বিড রেটের পর ইসিবি এর প্রেস কনফারেন্স এর মাধ্যমে সুদের হার এবং আগামি মনিটারি পলিসি এর ব্যাপারে আলোকপাত ঘটবে যার ফলে আগামিতে ইসিবি এর পদক্ষেপ কি হতে পারে তার ব্যাপারে প্রকৃত ধারনা পাওয়া যাবে। তবে এই ব্যাপারে অনেকটুকু আন্দাজ করা যায়, যদি ঋণের হার অপরিবর্তিত রাখার কারনে ইউরোজোনের মনিটারি পলিসি এবং অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পায় তবে আগামিতেও ইসিবি অপরিবর্তিত মনোভাব রাখতে পারে বলে আশা করা যাচ্ছে।
আজ মিনিমাম বিড রেট এবং ইসিবি প্রেস কনফারেন্সের সময়কালে ইউরো ভিত্তিক মুদ্রাজোরা/কারেন্সি পেয়ার গুলোর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা যেতে পারে তবে আজকের ইসিবি প্রেস কনফারেন্স ইউরো এর উপর ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলবে তার ব্যাপারে এখনো সঠিকভাবে অনুমান করা সম্ভবপর নয় তবে গত কয়েকদিনের মার্কেট বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ইউরো এর পক্ষে কিছু নেতিবাচক প্রভাব পরার আশঙ্খা রয়েছে। যার ফলে আগামিতে ইউরো মুদ্রার মান আরো কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে। ইসিবির প্রস্তুতি দীর্ঘমেয়াদী হওয়ার কারনে তাৎক্ষনিক কোন ফল পাওয়া না গেলেও আগামিতে ইউরো একটি ভালো অবস্থানে যেতে পৌছাতে পারবে বলে আশা করা যায়। তবে সব জল্পনার অবসান ঘটবে যখন আজকের মিনিমাম বিড রেট এবং ইসিবি প্রেস কনফারেন্সের প্রভাব মার্কেটে বিস্তার করবে।