সম্প্রতি ট্রেড যুদ্ধের এবং ব্রেক্সিটের মাঝে ইউরো কিছুটা বেকায়দায় পরলেও তার থেকে উঠে দাড়াতে সক্ষম হচ্ছে বলে মনে করেন ইসিবি প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। গতকাল ইসিবি প্রেসিডেন্ট কিছু মুখ্য ব্যাপারে আলোকপাত করেন যাতে জানা যায়, ইউরো সকল বাধার মধ্য দিয়ে স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি বক্তব্যে জানা যায়, ইউরোজোনের অর্থনীতি ২০১৮ সালের প্রথম ৪ মাসেই ০.৪% উন্নতি করে এবং এভাবেই আগামি ৫ বছর অবধারিত থাকবে বলে আশা করেন। এর পাশাপাশি অন্যান্য অর্থনীতির অবকাঠামো এখনো মজবুত আছে বলেও মন্তব্য করেন মারিও দ্রাঘি।
লেবার মার্কেট সম্প্রতি ইউরোজোনে কিছুটা উন্নতি হয়েছে যার ফলে ২০১৩ সালের মধ্য সময় থেকে চাকুরীর হার প্রায় ৮.৪ মিলিয়ন পর্যন্ত বেড়েছে এবং সকল ইউরোজোনের দেশগুলোতে তা সমানতালেই বাড়ছে। অন্যদিকে বেকারত্বের হার মে মাসে ৮.৪% এ অপরিবর্তিত ছিল যা ২০০৮ সালে ডিসেম্বরের তুলনায় সবচেয়ে কম।
আগামিতে ইউরোজোন বার্ষিক অর্থনৈতিক উন্নতি ২০১৮ সালে ২.১%, ২০১৯ সালে ১.৯% এবং ২০২০ সালে ১.৭% পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। যদিওবা অনুমান মত অর্থনীতির অগ্রসরে কিছুটা ঝুকি রয়েছে তবে তা সঠিকভাবে তার ভারসম্য বজায় রাখার মত সকল ব্যাবস্থা রয়েছে বলে জানা গেছে।
Source: Trading Economics
অন্যদিকে, ইউরোস্ট্যাট ফ্লাস এস্টিমেট অনুযায়ী, জুন মাসে মুদ্রাস্ফীতি ২.০% পর্যন্ত বেড়েছে যা মে মাসে ছিল ১.৯% এ। কিছুটা চাঞ্চল্যকর অবস্থায় ইউরোজোনের মুদ্রাস্ফীতি থাকলেও তা আগামিতে স্থিতিশীল থাকবে বলে আশা করা যাচ্ছে কারন আগামিতে বেতনের হার বাড়ার সাথে মুদ্রাস্ফীতি বাড়ার সম্পর্ক রয়েছে। গুরুত্বপূর্ণ নিউজ সময়ে দ্রুত এক্সিকিউশনের সাথে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
এমতাবস্থায় ইউরো সিস্টেম এর অনুমান অনুযায়ী, মুদ্রাস্ফীতি আগামি ৩ বছর ১.৭% করে বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে এবং মধ্যম মেয়াদীভাবে তা ২.০% এ অবধারিত থাকতে পারে বলেও আশা করা যাচ্ছে। সবকিছু বিবেচনা করে EURO GOVERNING COUNCIL মন্তব্য করেন, অগ্রগামী দেখা গেলেও কিছুটা ঝুকি সবসময় দেখা যায় তবে তা কিছুটা সমন্বয় করে যদি অর্থনীতিকে চাঙ্গা রাখা যায় তাহলে সেপ্টেম্বরের পর ৩০ বিলিয়ন ইউরো থেকে NET ASSET PURCHASE কমিয়ে ১৫ বিলিয়নে নিয়ে এসে ডিসেম্বরের মধ্য তা সমাপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে কিন্তু এর মধ্যেও মুদ্রাস্ফীতির ভারসম্য কতটুকু থাকছে তার উপর অনেকটা নির্ভরশীল।
দ্রাঘির মতে, ইউরোজোন সম্প্রতি মনিটারি পলিসির জন্য যে সকল পদক্ষেপ নিয়েছে তা খুবই কার্যকর ছিল। তার অনুমান মতে ২০১৬ থেকে ২০২০ এর সময়ের মধ্যে মুদ্রাস্ফীতি এবং মূল GDP এর ১.৯% পর্যন্ত সংঘবদ্ধ উন্নতি দেখা যেতে পারে। মুদ্রাস্ফীতি ২.০% এ রাখার চেষ্টা করলেও তা মধ্যমেয়াদী অবস্থায় প্রায় ২.০% এর কাছাকাছি এখন অবস্থান করছে যা খুবই ইতিবাচক। যদিওবা কিছু ঝুকির কথা আগেও বলা হয়েছিল তবে যদি অর্থনৈতিক সুরক্ষার দিকে একটু জোর দেই তবে তাও খুব সহজে সামলানো সম্ভব।
এমতাবস্থায় ইউরো কিছুটা সম্প্রতি দুর্বল হলেও আগামিতে মার্কেটের মূল মুদ্রা যেমন মার্কিন ডলার, জাপানিজ ইয়েন বা ব্রিটিশ পাউন্ডের সামনে রুখে দাড়াতে পারবে বলে আশা করা যাচ্ছে। তাই আগামিতে মার্কেটের মূল লক্ষ্য থাকবে ইউরো এর মুদ্রাস্ফীতি এবং আগামিতে প্রকাশিত হওয়া মূল অর্থনীতির সংখ্যার উপর যাতে করে ইউরোতে বিনিয়োগ আরো সফলভাবে করা যেতে পারে।
আজই EURO পেয়ারগুলোতে কম স্পেডে এবং সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।
{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}