...
  1. Exness News
  2. Forex News
  3. ইউরোজোনের ভবিষ্যৎ পর্যালোচনা
Forex News

ইউরোজোনের ভবিষ্যৎ পর্যালোচনা

August 23, 2018
BY Emma Richards

সম্প্রতি মার্কেট মনোযোগ যদিওবা মার্কিন যুক্তরাষ্ট্র এর সাথে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপ এর মধ্যকার ট্রেড যুদ্ধ নিয়ে তবে এর পাশাপাশি ঘটতে যাচ্ছে নানা রকম উদ্বেগ যা সবার নজর কাড়তে সক্ষম হবে বলে বিবেচনা করা হচ্ছে। এই সপ্তাহে ইউরোপিয়ান কাউন্সিল মিটিং এবং EU সামিট ইউরোজোনের ব্যাপারে বিশেষ ঘোষণা দিতে পারে বলে আশা করা যাচ্ছে যা আগামিতে ইউরো এর অর্জন অথবা অবক্ষয় নির্ণয় করবে বলে আশঙ্খা করা যাচ্ছে।

আজ ইউরোপিয়ান কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হবে যার মূল মনোযোগ থাকবে রিফিউজিদের জন্যে ইউরোপিয়ান ইউনিয়নের পলিসি। বর্তমান মাইগ্রেশন পলিসি নিয়ে কিছুতা মতবেদ থাকায় আজকের অনুষ্ঠিত মিটিং এ এই ব্যাপারে বিশেষভাবে আলোকপাত করা হবে যার প্রভাব মার্কেটে দেখা যাবে বলে আশঙ্খা করা যাচ্ছে।

অর্থনীতির সমস্যার মধ্যে যে ব্যাপারে আলোকপাত হবে তা হচ্ছে ইউরোজোনের বাজেট নিয়ে যার মূল হোতা হিসেবে ছিল ফ্রান্স এবং জার্মানি। ফ্রান্স এবং জার্মানির ইউরোজোনের মধ্যে পাবলিক ঋণ এর পূর্ণগঠন এর জন্যে আবেদন কিছুটা আশ্চর্যজনক বলে মন্তব্য করেন ইতালির ট্রেসারি বিভাগের অর্থনীতিবিদ।

যদিওবা ঋণ এর পূর্ণগঠনের ব্যাপারে হাতে গোনা কয়েকজন বিনিয়োগকারী প্রশ্ন তুলেছেন তাই এই ব্যাপারে তেমন কোন বাধা আশা করা যাচ্ছে না। তবে ইতালি এবং গ্রিস এই নির্ণয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্খা করা যাচ্ছে কারন তাদের পাবলিক ঋণ ইতিমধ্যেই GDP এর ১৩০% এ অবস্থান করছে। তবে এই ঋণ নিয়ে জার্মানি এবং ফ্রান্সের তৎপরতার পিছনে মূল কারন হচ্ছে তারা ইউরোজোনকে BREXIT এর প্রভাব মুক্ত করতে চায় এবং আগামিতে ইউরোজোনকে আবারো চাঙ্গা করে তোলার জন্যেই এই আহবান।

অন্যদিকে, ট্রেড যুদ্ধের ব্যাপারেও ইউরোজোন কিছুটা চিন্তিত কারন BREXIT এর কারনেই ইউরোজোন কিছুটা দুর্বলতা মধ্য দিয়ে যাচ্ছিল এবং সম্প্রতি জন্ম নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড যুদ্ধ আগামিতে কি পরিনাম নিয়ে আসছে তা লক্ষ্যনীয়। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন স্টিল এবং এলুমিনিয়ামের ইউরোপ থেকে আমদানি নিয়ে ট্যারিফ বসিয়েছে ঠিক তেমনি ইউরো ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পন্যের উপরে ট্যারিফ বসায়। যা অনেকটা যুদ্ধে অংশগ্রহন করার মতই ধরা হচ্ছে। যদিওবা বিশেষজ্ঞদের মতে এই ট্রেড যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এর কিছুটা প্রভাব অন্যান্য দেশের অর্থনীতির উপরেও কিছুটা প্রভাব ফেলতে পারে বলে আশা করা যাচ্ছে। আজই সকল পেয়ারে সীমাহীন লেভারেজ নিয়ে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প সম্প্রতি তার টুইটার একাউন্টে প্রকাশ করেন ইউরোপিয়ান গাড়ির উপরে তিনি ২০% পর্যন্ত ট্যারিফ চার্জ করবেন এবং এই ব্যাপারে আজ ইউরোজোন কি সিদ্ধান্ত নিবে তা এখন দেখার বিষয়।

এই ট্রেড যুদ্ধে যেভাবে ট্যারিফ বসানো হচ্ছে তাতে আশা করা যায়, সম্প্রতি বড় ধরনের অর্থনীতির বিপর্যয় হতে পারে। বিশ্ব অর্থনীতিতে এর কি পরিমান প্রভাব পরবে তা এখনো যদিওবা অনুমান করা যাচ্ছে না তবে তা ইতিবাচক হবে না এটা বিবেচনা করা যায়।

এমতাবস্থায়, ইউরো সংক্রান্ত পেয়ারগুলোতে আজ এবং আগামিকাল কিছুটা চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করতে পারে বলে আশা করা যাচ্ছে যার মধ্যে ইউরো কিছুটা দুর্বল হতে পারে বলেও আশঙ্খা করা যাচ্ছে। যদিওবা আগামিতে কি হতে পারে এই ব্যাপারে আজকে এবং আগামিকালের মিটিং এর ফলাফল এর পর এবং আগামি সপ্তাহের প্রাইস একশনের প্রেক্ষিতে অনুমান করা যেতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে এতটুকু অনুমান করা যায়, মার্কেটে তুমুল অস্থিরতা বিরাজ করবে আগামি দিনগুলোতে।

আজই ইউরো পেয়ারে সল্প স্প্রেডে ট্রেড করতে – এখানে ক্লিক করুন।

{{cta(‘8f9c01e0-e15e-4fd6-a8c7-224af439e962’)}}

alternate text for image
আপনার ট্রেডিং দক্ষতায় আত্মবিশ্বাসী? একটি অ্যাকাউন্ট খুলুন এবং Exness দিয়ে ট্রেড শুরু করুন
OPEN A DEMO ACCOUNT